|
পাওয়ার মাঝে লুকায় হারানোর ভয়
আশার আঙিনায় দাঁড়িয়ে থাকে
নিরাশার কাঁটা হয়ে, কিছু অপেক্ষা।
তবু মানুষ হাত বাড়ায়
ভুলে যায় অতীত দহন
ভুলে যায় বুকের ভিতর
জমা বিষাদের ক্ষণ।
পাওয়া, হারানো, আবার চাওয়া
সব মিলে জীবন
তাইতো ভাঙনের পরেও গড়তে চায়
একটুখানি রঙিন ভোর।
|
|-শুভ দুপুর 🍃🌧️🎶|
|
নিমেষে এল মেঘের দল
সূর্য ধূসর ছায়ায় ঢাকা
তবুও আলো করছে জ্বলজ্বল।
মেঘেরা চিঠি লেখে বাতাসে
আধো কথা, আধো কান্না
এক ফোঁটা বৃষ্টি পড়ে জানলার কাঁচে
তুমি কি শুনছো গানটা?
একটি মেঘ হয়তো হারিয়ে গেছে
খুঁজছে পথ নীলের মাঝে
আসবে কি সে আবার ফিরে
বৃষ্টির গান শোনাতে!
|
|-শুভ দুপুর 🍃🌧️🎶|