I am @anikkhan1
From #Bangladesh
আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই। আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি তাই আপনাদের মাঝে আবারও একটি পোস্ট নিয়ে আসলাম দীর্ঘদিন পর ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত আপনাদের সাথে এক্টিভ থাকার চেষ্টা করব।
আজকে আমি আপনাদের সাথে শেয়ার আমার তোলা কিছু আনারসের ফটোগ্রাফি। আশা করি আমার তোলা আনারসের ফটোগ্রাফি গুলা আপনাদের ভালো লাগবে। তো শুরু করা যাক আজকের ফটোগ্রাফি।
center>
ফটোগ্রাফি ১
এটি হলো আমাদের বাড়ির আনারস।আনারস গাছ সাধারণত নিচু এবং ঝোপালো প্রকৃতির হয়। আনারস দেখতে অনেক সুন্দর খেতে অনেক সুস্বাদু।
center>
ফটোগ্রাফি ২
আনারসের গুণ এবং স্বাস্থ্য উপকারিতা।
- ১ আনারসে থাকা উচ্চ তাপমাত্রার ভিটামিন সি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
- ২ আনারস হজমের জন্য উপকারী।
- ৩ আনারস ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
- ৪ আনারস শরীরের হাড় মজবুত করে এবং শরীরের হাড়ের জয়েন্টের ব্যথা কমায়।
center>
ফটোগ্রাফি ৩
আনারস গ্রীষ্মকালে হয় এবং আমাদের মধুপুরে আনারস প্রায় সারা বছর পাওয়া যায়। একটি আনারস বাবা এনেছিলেনখাবার জন্য। আনারসের উপরে মাথার অংশটুকু, কেটে নরম মাটিতে পুঁতে রেখেছিলাম প্রায় ছয় মাস আগে। হঠাৎ করে আজ লক্ষ্য করে দেখি আনারস টিত মাথায় ছোট্ট একটি আনারসের ফুল ফুটেছে। দেখতে খুবই সুন্দর আমার কাছে ভালো লেগেছে তাই আমি একটি ফটোগ্রাফি করেছি যা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম।
center>
ফটোগ্রাফি ৪
আনারসের নিচের পাতাগুলো চিকন লম্বা লম্বা, পাতাগুলোতে ছোট ছোট কাটা থাকার কারণে পাতাগুলো অনেক ধারালো হয়। আনারসের বাইরে হালকা কাটা থাকে কিন্তু ভিতরে অনেক নরম থাকে এবং খেতে খুবই সুস্বাদু।আনারস অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু ফল।আনারস খেতে হালকা টক মিষ্টি স্বাদ এর মত হয়। আমাদের বাংলাদেশের কৃষকরা তাদের কৃষি জমিতে আনারস চাষ করে বিক্রি করে এবং অর্থনৈতিকভাবে সাবলম্বী হয়েছে।