আমার ঘুরতে যাওয়ার কিছু সুন্দর মুহুর্ত 🥰

in hive-188972 •  4 months ago 

I am @anikkhan1
From #Bangladesh

আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মহেরা জমিদার বাড়িতে ঘুরতে যাওয়ার কিছু সুন্দর মুহূর্ত। জমিদার বাড়িতে যাবার পর আমাদের এবং জমিদার বাড়ির কিছু ফটোগ্রাফি করেছি। আশা করি মহেরা জমিদার বাড়ির দৃশ্য আপনাদের সবার ভালো লাগবে। তোর শুরু করা যাক আজকের পোস্ট।

1743864186647.jpg

এই বাড়িতে প্রবেশ করা মাত্রই অনেক ভালো লাগলো এবং অনেক মানুষ এসেছে এই বাড়ি দেখার জন্য। আমাদের টাঙ্গাইলে এটি অনেক বিখ্যাত জায়গা এই জমিদার বাড়িটির জন্য। তাই আমরাও চলে গেলাম মহেরা জমিদার বাড়িটি দেখার জন্য। মহেরা জমিদার বাড়িতে গিয়ে আমি খুবই আনন্দ অনুভব করেছি। এই মহেরা জমিদার বাড়িটি দেখতে একেবারে রাজকীয়।মহেরা জমিদার বাড়িটি একটি ঐতিহাসিক জমিদার প্রাসাদ। এটি মনে হয়এক সময় ছিল জমিদারদের বসবাসের জায়গা। যেখানে রাজকীয়তা, সামাজিক মর্যাদা ও ক্ষমতার প্রতীক হিসেবে স্থাপিত হয়েছিল। বর্তমানে এটি সংস্কৃতিক অংশ এবং উৎসবের অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

1743524406206.jpg

মহেরা জমিদার বাড়ি যেন এক জীবন্ত ইতিহাসের পাতা—প্রাসাদের মতো গঠনের প্রতিটি স্তম্ভ, কারুকার্যখচিত দেয়াল আর ছাদের প্রতিটি অলংকরণ মুগ্ধ করে দেয়। সাদা আর সোনালি রঙের সমন্বয় আর স্থাপত্যশৈলীর প্রতিটি বাঁক মনে করিয়ে দেয় রাজকীয় ঐতিহ্যকে। এমন একটি জায়গায় দাঁড়িয়ে মনে হয়, আমি শুধু একটি বাড়িতে নয়, ইতিহাস, গৌরব আর সংস্কৃতির ভেতর দিয়ে হাঁটতেছি।মহেরা জমিদার বাড়িতে গিয়ে ঘোরার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ।

1743525935924.jpg

মহেরা জমিদার বাড়িতে ঘুরতে গিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা হয়। ইতিহাস আর ঐতিহ্যের এক মোহময় পরিবেশ যেন ঘিরে ধরে। বিশাল দরজা, কারুকার্যময় ভবন, রাজকীয় পরিবেশ—সব কিছু মিলে মনে হয় যেন সময় ফিরে গেছে অনেক বছর আগের সেই জমিদার আমলে।

চারপাশের সবুজ প্রকৃতি, পুকুর, বাগান আর সেই পুরনো দিনের স্থাপত্য দেখে মনটা এক ধরনের প্রশান্তিতে ভরে ওঠে। বাড়ির প্রতিটি কোণ যেন গল্প বলে—কখনো গৌরবের, কখনো বিষাদের।

1743526259740.jpg

মহেরা জমিদার বাড়িতে আমাদের অনুভূতি

সেই সকালে আমরা দুজন – আমি আর আমার বন্ধু – রওনা হয়েছিলাম একটুখানি ইতিহাস ছুঁয়ে দেখার আশায়। মহেরা জমিদার বাড়ির চৌহদ্দিতে পা রাখতেই যেন এক অন্যরকম সময়ের মধ্যে প্রবেশ করলাম। পুরনো দিনের রাজকীয়তা, বিশাল বাড়িগুলোর গম্ভীর সৌন্দর্য, আর শান্ত-নির্জন পরিবেশ – সব মিলিয়ে মনটা ছুঁয়ে গেল।

আমার অনুভূতি ছিল একধরনের বিস্ময়ে ভরা। এত সুন্দরভাবে সংরক্ষিত একটি ঐতিহাসিক জায়গা দেখে সত্যি অবাক হলাম। মনে হচ্ছিল, যেন সময়টা ধরা আছে এই বাড়িগুলোর দেওয়ালে। প্রতিটি দালান, প্রতিটি উঠোনের একেকটা গল্প—চোখ বন্ধ করলে যেন শুনতে পাই সেই সময়ের কোলাহল, জমিদারদের চলাফেরা।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hello traveler! 👋🏼 @anikkhan1

Thanks for sharing your post in the TS Community. Here are the feedback and evaluation results:


AI/Plagiarism free☑️
Steemexclusive☑️
ClubX
Free bots☑️
Voting CSI > 5X

~ Join the Discord server + Telegram group and have a happy day.👍🏼



Curated by @dove11

আপনাদের মূল্যায়ন ও প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ। আপনাদের মতামতই আমাদের অনুপ্রেরণা — আগামীতে আরও ভালো কিছু শেয়ার করার চেষ্টা থাকবে।