ঈদ মোবারক||10% beneficiary to @beautycreativity.

in hive-144064 •  2 months ago 

'বিসমিল্লাহির রাহমানির রাহিম'



🖐️হ্যালো বন্ধুরা আসসালামুআলাইকুম/আদাব।আশা করি তোমরা সবাই ভালো আছো । তোমাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। ছবি আর্ট ও গল্প লিখতে আমার বেশ ভালো লাগে। যখন মন খারাপ থাকে তখন চেষ্টা করি ছবি আট বা গল্প লেখার। তাই প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের মাঝে একটি গল্প নিয়ে হাজির হয়েছি । আশা করি পাঠক মহলে সমাদৃত হবে।
eid-5304089_1280.png
Source

ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। তাই আমরা প্ধর্মপ্রাণ মুসলমান এই ঈদের আনন্দ সবাই সবার সাথে ভাগাভাগি করে থাকি। প্রতিবছর বিশ্বের সকল মুসলিম দেশগুলো যথাসময়ে ধর্মীয় নীতি অনুসরণ করে ঈদুল ফিতর ও ঈদুল আযহা উদযাপন করে থাকেন। কিন্তু এখন ঈদুল আযহার সময় ,যে যে কর্মেই থাকুক না কেন সেটা হোক সরকারি বা হোক বেসরকারি বা অন্যান্য পেশা।

স্ত্রী পুত্র ছেলে মেয়েকে নিয়ে অনেক কষ্ট করে তাদের বাড়িতে আসে এই ঈদ উদযাপন করার জন্য। যে যার সামর্থ্য অনুযায়ী মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কোন না কোন পশু জবাই করে থাকে।

এবং জবেহ করার পর তারা তাদের সমাজের মাঝে মাংস বন্টন করে থাকে এবং সেটা পরিবার-পরিজন আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশীদের কে নিয়ে ভক্ষণ করে, সাথে কোল ড্রিংকস দই মিষ্টি তো আছেই।

শুধু তাই নয় তারা আত্মীয়-স্বজনের বাড়িতে দাওয়াত খেতে যায় এবং দাওয়াত দিয়ে আসে এবং এভাবেই তারা তাদের ঈদুল আযহা উৎসব পালন করে থাকে। পরিশেষে তারা তাদের বন্ধু বান্ধব আত্মীয়-স্বজন যে যাকেই সামনে পায় না কেন তাকে ঈদ মোবারক বলে থাকে। আর এই রীতি রেওয়াজ চলতেই থাকবে। তো বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো সুস্থ ও সুন্দর থাকবে এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।

😐 তোমাদের মূল্যবান সময় নষ্ট করে পোস্টটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ ।

BoC- line-1.png

| Thank | You |

|![IMG_20240617_085238_805.jpg]() |-|
লেখক পরিচিতি 🇧🇩:- মো:তোহিদুল ইসলাম।বাংলাদেশের উত্তরবঙ্গ জেলা গাইবান্ধা থেকে সামান্য একজন মুক্তমনা ব্লগার। ছবি আর্ট ও গল্প করতে আমার ভালো লাগে তাই চেষ্টা করি কোয়ালিটিপুণ্য ছবি আর্ট বা গল্প লেখার।

BOC.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin