হ্যালো বন্ধুরা
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। প্রতিনিয়ত চেষ্টা করেই নতুন কি করা যায়। এখনকার মধ্যে আমার কাছে ফটোগ্রাফি করতে বেশি ভালো লাগে। এইজন্য ফটোগ্রাফি করতে বেশি পছন্দ করি। তেমনি আজকেও নতুন কিছু ফটোগ্রাফি নিয়ে আসলাম। এখন তো কোথাও বের হলেই ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। কারণ ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমার কাছে। আশা করি আমার আজকের এই ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে অলকানন্দা ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। এই ফুলগুলো আমার কাছে খুব ভালো লাগে। যদিও আমরা আগে এই ফুলগুলোকে মাইকফুল বলতাম। কারণ এই ফুলগুলো বিকল মাইক এর মত এ কারণে মাইক ফুল বলে থাকতাম। আর অলকানন্দা ফুলগুলো আকারে বড় এ কারণে চমৎকার লাগে। যদিও এই ফুলগুলো কয়েক রকমের এবং কয়েক জাতের আছে। এবং এই ফুল গাছগুলোর রোপন করলে আকার মোটামুটি অনেক বড় হয়। আর এ ফুল গাছগুলো বারো মাস জীবিত থাকে। এক একটা ফুল গাছ রোপন করলে ১০ থেকে ১৫ বছর পর্যন্ত টিকে। তবে এই ফুলের মধ্যে কোন ঘ্রাণ নেই। ফুলের মধ্যে কাম না থাকলেও এ ফুলগুলো সৌন্দর্য মানুষ উপভোগ করে। বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে এবং অনেক জায়গাতেই ফুলগাছ গুলো দেখা যায়। আবার অনেকে নতুন বাড়ি করলে এই ফুল গাছগুলো রোপন করে পরিবেশ সৌন্দর্য করার জন্য। অনেকদিন আগে আমি একটি জায়গা ঘুরতে গেলাম। তখন একটি বাড়ির সামনে এই ফুল গাছগুলো দেখতে পাই। ওইখানে এই অলকানন্দা ফুল দেখে আমার কাছে সত্যি অনেক ভালো লাগলো। তখন আমি সাথে সাথে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই অলকানন্দা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। আশা করে আমার অলকানন্দা ফুলের ফটোগ্রাফি দেখে আপনাকে অনেক ভালো লাগবে।
পোস্ট বিবরণ
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Samsung galaxy a7 |
ফটোগ্রাফার | @bdwomen |
লোকেশন | ফেনী |
https://x.com/bdwomen2/status/1947298288593682886?t=7GCuJYB1cFgU19-Z64Uwuw&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
🎉 Congratulations!
Your post has been manually upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit