জেদ যখন ধৈর্য্যে পরিণত

in hive-129948 •  7 days ago 
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আসলে আমাদের জীবনে অনেক রকমের পর্যায় থাকে। যেমন অনেকের থাকে খারাপ ব্যাপার, আবার অনেকের থাকে ভালো ব্যাপার। অর্থাৎ আমি এখানে খারাপ ব্যাপার এ বলতে এটাই বুঝলাম যে অনেকেই দেখবেন প্রচন্ড জেদি হয় এবং যেটা বলে সেটা ছাড়া আর কোনো কিছুই বুঝতে চায় না। এখন অনেক ক্ষেত্রেই মানুষ স্বাভাবিকভাবে ভুল বলে। কারণ একটা মানুষ এর দ্বারা সব সময় সঠিক কথা বলা, সঠিক কাজ করা, সত্য কথা বলা কখনোই সম্ভব হয় না। কারণ মানুষ এবং ফেরেশতার মধ্যে অবশ্যই তফাৎ রয়েছে।

তো ওই মানুষগুলোকে দেখবেন একটা যদি ভুল কথা বলে ফেলে। সে ওই ভুল কথা থেকে কখনোই নড়বে না। এই বিষয়টিকেই আমি খারাপ বললাম। আবার অনেক ভালো জেদ রয়েছে। যেমন কেউ যদি কোনো বিষয় নিয়ে পড়াশোনা করতে চাই এবং তার আর্থিক অবস্থা যদি তেমন না থাকে। অনেক সময় দেখা যায় যে, অনেক স্টুডেন্ট সেখানে কখনোই থেমে যায় না। অর্থাৎ তাদের কারণে সে সর্বোচ্চ চেষ্টা করে। ওই অবস্থাটি হাসিল করার চেষ্টা করে।

কিন্তু আমার মনে হয় যে, আমাদের এখন বর্তমানে আমরা এমন একটি বয়সে এসে পরেছি। যেখানে আমাদের জিদ টিকে আমাদের ধৈর্য পরিণত করা উচিত। কারণ এমন অনেক বিষয় আমাদের জীবনের ঘটে। যেখানে হয়তো আমরা জেদ দিয়ে চিন্তা না করে যদি একটু ধৈর্য ধরতাম এবং একটু ধৈর্য ধরার চেষ্টা করতাম। তাহলে হয়তো সেখানে সফলতা আমরা আরও বেশি পেতাম। কারণ আমরা মানুষ হিসেবে কখনোই ধৈর্য ধরতে চাই না। কিন্তু আমি দেখেছি, জীবনে যারা এই ধৈর্য ধারণ করেছে, সৃষ্টিকর্তাকে ডেকেছে অর্থাৎ সৃষ্টিকর্তাকে ডাকার মাধ্যমে ওই কাজ করার মাধ্যমে যে ধৈর্য ধারণ করেছে। সে সবসময় সফল হয়েছে। তাই আমার কাছে মনে হয়, আমাদের জেদ কে আমরা ধৈর্য তে পরিণত করে। আমরা আমাদের সফলতার চূড়ায় অবশ্যই পৌঁছাতে পারবো।

ABB.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

It's an excellent article. After reading it, I feel greatly benefited.