আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমরা যারা সোশ্যাল মিডিয়াতে মোটামুটি এক্টিভ কিংবা মাঝেমধ্যে ঢুকা হয় বলা চলে। আমরা সকলেই বর্তমানে সোশ্যাল মিডিয়ার অবস্থা নিয়ে খুব ভালোভাবে অবগত। কারণ সোশ্যাল মিডিয়ায় কি চলছে কিংবা কি চলছে না সেগুলো হবে আমি চাই বা না চাই তাও আমাদের চোখের সামনে চলে আসে। কারণ facebook কিংবা সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমটাই এমন যে পপুলার জিনিস কিংবা যে কোনো অতিরিক্ত পপুলার জিনিসগুলো সামনে চলে আসে।
তো সেই পপুলার ব্যাপারগুলোর মধ্যে একটা খুব কমন ব্যাপার বর্তমানে যেটা দেখতে পাচ্ছি। সেটা হলো, কাপল ব্লগ আমি এখানে একেবারে কাপল ব্লগ ব্যাপারটিকে ছোট করে দেখছি না। কিন্তু তার সাথে আমি যদি কষ্টটাকে মেলাই এবং তার সাথে আমি যদি টাকার পরিমাণ মেলাই। তাহলে আমি দেখি যে, না এখানে কোনো ট্যালেন্ট এর দরকার হলো, না কষ্ট এর দরকার হলো আর না পরিশ্রম কিংবা সম্মান এর দরকার হলো। কারণ কিছু কিছু কাপল ব্লগের কথা যদি আমি বলি। অর্থাৎ আমি অবশ্যই সকলের কথা বলছি না। কারণ এমন অনেক ব্লগিং অনেকে করে, যারা আসলে অনেক এফোর্ট দেয়।
কিন্তু আমি এমন অনেককেই দেখেছি যারা একেবারে উল্টাপাল্টা জিনিস প্রোমোট করে অর্থাৎ যেগুলো একেবারেই রীতিমতো সমাজের জন্য কিংবা টিনএজারদের জন্য মোটেও ভালো নয়। তো আসলে এসবের সাথে যখন আমি পড়াশোনার মান মেলাই।তখন মনে হয় যে বর্তমানে পড়াশোনা হচ্ছে সবচেয়ে রং ডিসিশন। এটা ভাবার একমাত্র কারণ হলো, এই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা রয়েছেন। উনারা আসলে এতো কষ্ট করা সত্ত্বেও যে লাইফ স্টাইল কল্পনা ও করতে পারে না। ঠিক সেই লাইফ স্টাইল মেইনটেইন করে কিছু সো কল্ড কাপল ব্লগার কিংবা ব্লগার। যাদের আসলে সমাজের জন্য ন্যূনতম কন্ট্রিবিউশন নেই।