পরিস্থিতির চাপে বদলে যাওয়া

in hive-129948 •  13 days ago 
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমি আমার জীবনে এমন অনেক মানুষ দেখেছি। যারা এতো দ্রুত বদলে গিয়েছে যে, তাদের বদলে যাওয়াটাও অনেক দৃষ্টিকটু মনে হয়। হ্যাঁ, এখন হয়তো ভাবতে পারেন যে, আমি কোনো খারাপ ব্যাখ্যা দিচ্ছি। অর্থাৎ কোনো মানুষ হয়তো ভালো ছিলো। সে পরবর্তীতে খারাপ চরিত্রের হয়ে গিয়েছে। কিন্তু না আপনারা ভুল ভাবছেন। অর্থাৎ আমি একেবারেই তেমন কোনো কিছু বলতে চাইছি না। আমি এখানে বলতে চাইছি পরিস্থিতির কথা।

আপনারা কখনো খেয়াল করেছেন কিনা জানিনা। কিন্তু আমি এটা অনেকবার অনেক ভাবে খেয়াল করেছি যে, অনেক মানুষ আমি আমার নিজের চোখে আমার নিজের জীবনেই দেখেছি যে, এমন অনেক মানুষ থাকে যারা তাদের নিজস্ব জীবনে অনেক হাসিখুশি এবং আনন্দে মেতে থাকতে পছন্দ করে। অর্থাৎ বলা চলে যে, একজন খুব ভালো মনের এবং হাসিখুশি মনের অধিকারী। তেমন একজন মানুষ হুট করে বদলে যায়। অর্থাৎ পরিস্থিতি চাপে পরে। ওই হাসিখুশি মানুষটিও একটা সময় চুপচাপ হয়ে যায়।

আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে, নিশ্চুপতার ভাষা পরা সবচেয়ে কঠিন কাজ। কারণ ধরুন আমার কোনো রাগ হলো তো আমি যদি সেটার সাথে সাথে আসলে রাগ দেখিয়ে ফেলি। তখন কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন যে, আমি রেগে গিয়েছি কিংবা আমার কোনো কিছুতে খারাপ লেগেছে। কিন্তু আমি যদি তার বদলে নিশ্চুপ হয়ে থাকি। তাহলে কিন্তু আপনি কখনোই বুঝতে পারবেন না যে, আমার খারাপ লেগেছে, না ভালো লেগেছে, না খুশি হয়েছি, না রাগ করেছি। অর্থাৎ নিষ্ঠুরতার ভাষা প্রচন্ড কঠিন।

আর বেশিরভাগ পরিস্থিতি আমাদেরকে এতোটাই চাপ প্রয়োগ করে। বর্তমান জীবনে যে, ওই হাসি খুশি মানুষগুলো বদলে যায়। একেবারে চুপচাপ হয়ে যায়, নিশ্চুপতা তাদেরকে গ্রাস করে নেয়।

ABB.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Looking at this article, I have some feelings and thoughts. The environment indeed changes a person's circumstances, and this is something we cannot change; it sounds quite pessimistic. However, we can decide our attitude towards life. Silence is a psychological protective mechanism, but we can choose to actively break the barriers and find a new direction in life. I know this is difficult, but we should strive to achieve it. May God bless everyone.