আজকে আমি আপনাদের সামনে একটি হৃদয়ছোঁয়া কবিতা নিয়ে হাজির হয়েছি। এই কবিতাটি মূলত ভালোবাসা, স্মৃতি আর না-পাওয়া অনুভূতির এক নিখুঁত প্রকাশ। জীবনের এক পর্যায়ে আমরা সবাই এমন কাউকে পাই, যাকে ভুলে যাওয়া কঠিন হয়। কবিতার গল্পে দেখা যায়, একজন প্রিয় মানুষ হঠাৎ করে সামনে এলে বুকের ভিতর দোলা লাগে, মনে পড়ে যায় পুরোনো সেই দিনগুলোর কথা স্কুল ছুটির পর সাইকেল নিয়ে অপেক্ষা করা, বকুল ফুলের কুড়িয়ে হাতে দেওয়া, টিফিন ভাগ করে খাওয়া, বিকেলের আইসক্রিম আর দিনের শেষে চিঠি আদান-প্রদান। কিন্তু সময় বদলায়, সম্পর্কগুলোও বদলায়। ক্যারিয়ারের পেছনে ছুটতে গিয়ে সে মানুষটি সব ছেড়ে চলে যায়, রেখে যায় শুধু স্মৃতি। এই কবিতায় সেই অনুভূতিগুলোই ফুটে উঠেছে যদি আজও ফিরে যাওয়া যেত, যদি সেই দিনগুলোকে আবার একবার ছুঁয়ে দেখা যেত! কবিতাটি আমাদের মনে করিয়ে দেয়, ভালোবাসা শুধু পাশে থাকার নাম নয়, স্মৃতির গভীরেও ভালোবাসা বেঁচে থাকে।
" যদি ফিরে যাওয়া যেত "
জান্নাতুল ফেরদৌস শেলী
আজ আবার দেখা, হঠাৎই,
ভালোবাসার সেই মানুষটির সাথে।
বুকের ভিতর কাঁপন ধরে যায়—
পুরোনো স্মৃতিগুলো হু হু করে ফিরে আসে।
স্কুল ছুটির সেই বিকেলবেলা,
সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকতো যে চুপচাপ।
হাত বাড়িয়ে বলুক কুড়িয়ে দিতো,
মনে হতো—এই তো জীবনের মানে পুরোটা।
টিফিনে ভাগাভাগি করা খাবার,
প্রাইভেট শেষে আইসক্রিমের আনন্দ,
আর দিনের শেষে চিঠি দিয়ে বলা—
"রাতটা যেন শুধু আমারই মনে পড়ে থাকে।"
সবই আজ স্মৃতি—একটা ছবি,
যা রোজই চোখের কোনায় জ্বলে ওঠে।
সে চলে গেছে—স্বপ্নের পেছনে,
ক্যারিয়ারের দোহাই দিয়ে ভালোবাসা ফেলে।
তবু মন চায়, যদি একবার ফিরিয়ে আনা যেত,
সেই দিনগুলো, সেই বিকেল, সেই কাগজে লেখা প্রেম।
যদি আরেকবার বলা যেত—
"থাকো না, এই গল্পটা অসমাপ্ত যেন না থাকে!"
এই কবিতাটি এক স্মৃতিময় ভালোবাসার গল্প। একজন প্রিয় মানুষকে হঠাৎ দেখে পুরোনো দিনের অনুভূতি আবার জেগে ওঠে স্কুল শেষে সাইকেল নিয়ে অপেক্ষা, একসাথে টিফিন খাওয়া, আইসক্রিম খাওয়ানো, আর চিঠির আদান-প্রদান। সেই মানুষটি ক্যারিয়ারের জন্য সব ফেলে চলে গেছে, কিন্তু রেখে গেছে অগণিত স্মৃতি। কবিতাটি সেই হারানো ভালোবাসা আর ফিরে যাওয়ার ইচ্ছে নিয়েই লেখা যদি আজও ফিরে যাওয়া যেত!
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

ধন্যবাদ সকলকে✨💖


ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi note 9 |
ক্যামেরা.মডেল | note9 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ। |


আমার পরিচয়
আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে। 🌼💖🌼 |
👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemX
https://x.com/JannatulF57996/status/1946785786344714622?s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতাটিতে ব্যবহৃত শব্দচয়ন খুবই মর্মস্পর্শী, বিশেষ করে 'ফিরে যাওয়া' ধারণাটি বারবার এসে আবেগকে জাগ্রত করেছে।কবিতাটি অতীত ফিরে পাওয়ার আকুতি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে।কবিতাটির বিন্যাস সুন্দর। এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ আপনার তো একদম ভিন্ন রকম একটি কবিতা লিখেছেন। আপনার লেখা যদি ফিরে যাওয়া যেত কবিতাটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। আসলে পুরনো স্মৃতিগুলো যখন প্রিয় মানুষকে দেখলে মনে পড়ে। তখন অনেক আবেগ চোখের উপর ভাসে। ভালোবাসা নিয়ে সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/JannatulF57996/status/1947004516282556417?s=19
https://x.com/JannatulF57996/status/1947005472957215053?s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit