আসসালামুআলাইকুম/আদাব🤝
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।
অন্যদিকে, সেই মানুষটি যিনি সারা দিন রোদে পুড়ে রিকশা চালান, কিংবা একজন দিনমজুর যিনি হয়তো নিজের সন্তানদের ঠিকমতো খাওয়াতেও পারছেন না, তিনিই আবার অসহায় কাউকে দেখলে নিজের খাবার ভাগ করে দেন, পকেটে থাকা সামান্য টাকাটা দিয়েও সাহায্য করতে প্রস্তুত হন। এই মানুষদের হয়তো কোনো সার্টিফিকেট নেই, কিন্তু তাদের ভেতরে যে মনুষ্যত্ব, বিবেক, সহানুভূতি আর দায়িত্ববোধ রয়েছে—তা সত্যিকার শিক্ষার চেয়ে কোনো অংশে কম নয়। বরং এরাই আসল মানুষ।
এখানেই আমাদের সমাজের সবচেয়ে করুণ বাস্তবতা প্রকাশ পায়—শিক্ষা প্রতিষ্ঠানের গেইট দিয়ে কেউ বেরিয়ে আসলেই সে প্রকৃত শিক্ষিত হয়ে উঠে না। মানুষ তখনই শিক্ষিত হয়, যখন সে জ্ঞান অর্জনের পাশাপাশি বিবেক, ন্যায়বোধ আর মানবিক গুণাবলিকে নিজের জীবনের ভিত হিসেবে গড়ে তোলে। ডিগ্রি কেবল কাগজে লেখা কিছু অক্ষর মাত্র, যদি তার ভেতর মনুষ্যত্ব না থাকে। কারণ একমাত্র মনুষ্যত্বই পারে মানুষকে প্রকৃতভাবে শিক্ষিত এবং উন্নত মানুষ করে তুলতে।
আজকের দিনে এই বিষয়টি আরও বেশি করে চোখে পড়ছে। আমরা এমন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, যেখানে অশিক্ষিত মানুষেরা অনেক বেশি সহানুভূতিশীল, মানবিক, এবং সাহায্যপ্রবণ। আর শিক্ষিতদের একাংশ হয়ে উঠেছে নিষ্ঠুর, স্বার্থপর ও অন্যায়কারী। এটি শুধু আমাদের সমাজের জন্য লজ্জার বিষয় নয়, বরং এটি একটি ভয়াবহ সংকেত—যদি এখনই আমরা শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্যে পরিবর্তন না আনি, যদি মানুষকে কেবল পরীক্ষায় পাস করানো নয়, বরং মানুষ বানানোর শিক্ষা না দিই, তাহলে একদিন এই সমাজ শিক্ষিত অমানুষে পূর্ণ হয়ে যাবে।
তাই আজ আমাদের সবার প্রতি আহ্বান, আসুন আমরা নিজের অন্তরকে প্রশ্ন করি—আমি কি কেবল সার্টিফিকেটধারী শিক্ষিত, নাকি সত্যিকার অর্থে একজন মানুষ? ডিগ্রি নয়, মনুষ্যত্বই হোক আমাদের মূল পরিচয়। তাহলেই গড়ে উঠবে এক সত্যিকার সুন্দর সমাজ—যেখানে শিক্ষা মানেই হবে আলোকিত মানুষ।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি, অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi note 9 |
---|---|
ক্যামেরা.মডেল | note9 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ। |
আমার পরিচয়
আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে। 🌼💖🌼 |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/JannatulF57996/status/1946213382933139695?s=19
https://x.com/JannatulF57996/status/1946214377729749504?s=19
https://x.com/JannatulF57996/status/1946214798191886847?s=19
https://x.com/JannatulF57996/status/1946215394269639165?s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
🎉 Congratulations!
Your post has been manually upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit