আজকাল চেষ্টা করি খুব করে বুঝে বাস্তব জীবনে চলাফেরা করার জন্য, কেননা পারিপার্শ্বিক অবস্থা এতটা পরিমাণ ঘোলাটে হয়ে গিয়েছে, যা আসলে চিন্তার বাহিরে।
আপনি যদি নীরবে সহ্য করতে থাকেন সেটাও সমস্যা, যদি মুখ ফুটে প্রতিবাদ করতে চান সেটাও একপ্রকার সমস্যা। প্রতিটা বিষয় এমন পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছে যে, কোন সমস্যার প্রতিকার নেই বরং সমস্যা বাড়তেই আছে।
কোথায় কে ওত পেতে আছে, কখন কে ঘাড়ে কামড় বসিয়ে দেবে, তাও বলা মুশকিল। শুধুমাত্র মতের বিরোধ কিংবা তুচ্ছ বিষয় নিয়েও আজকাল অস্থিরতাপূর্ণ অবস্থা সমাজে ঘটে যাচ্ছে।
মানুষকে আর পশুর সঙ্গে তুলনা করিনা, কেননা পশুরাও মানুষের থেকে ভালো আছে। মানুষ যে আসলে কি হয়ে গিয়েছে সেটা ভাবতেই যেন মাঝে মাঝে গুলিয়ে যাই।
সুস্থ মস্তিষ্ক গুলো সব অসুস্থ হয়ে গিয়েছে, মনুষ্যত্ব বিবেকবোধ সবকিছুতে পচন হয়েছে। বেহায়া, বর্বরতা ও নির্লজ্জতা এদের কাছে এখন শোভনীয়।
তারপরেও ক্ষুদ্র মনে বারবার প্রশ্ন ওঠে , অভিশাপ কুড়ানো কবে মানুষ ছেড়ে দেবে। মানুষের কাতারে কবে সবাই আসবে, এসব প্রশ্ন ভাবি আর বড্ড অস্থিরতায় ভুগতে থাকি।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit