আসসালামু-আলাইকুম/আদাব।
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। টুকটাক লেখালেখি করতে ভালো লাগে। তবে মাঝে মাঝে কিছু কিছু বিষয় আমাদের সামনে চলে আসে আর সেই বিষয়গুলো নিয়ে লিখতে অনেক খারাপ লাগে। আমি আজকে একজন অসহায়ার মায়ের কথা আপনাদের মাঝে তুলে ধরবো। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট পড়ে নেয়া যাক।
একজন অসহায় মায়ের কান্না:

source
আমি ছোটবেলা থেকেই গ্রামে বড় হয়েছি। তাই গ্রামের মানুষ জনের সাথে মেশার চেষ্টা করেছি। মানুষের সাথে মিশতে আমার ভালো লাগতো। আমার এখনো মনে আছে আমি ছোট থেকেই একজন মহিলাকে দেখেছি। আমাদের বাড়িতে মাঝে মাঝেই আসত আর এসে টুকটাক কাজ করতেন। তিনি কাজ শেষ করে কিছু খাবার নিয়ে যেতেন কিংবা চাল নিয়ে যেতেন। যাতে করে তিনি সন্তান নিয়ে সেই খাবার খেতে পারেন। সেই মহিলাটির একটি মাত্র সন্তান ছিল। সেই সন্তানটি খুব একটা বড় ছিল না।
ছেলেটির বয়স যখন দশ বছর তখন ছেলেটির বাবা মারা যায়। বলতে গেলে বিনা চিকিৎসায় মারা যায়। তখন চিকিৎসা বিজ্ঞানেরও এতটা উন্নয়ন ছিল না। আর অজ্ঞাত কোন রোগে সে মারা যায়। গ্রাম্য চিকিৎসা করা হয়েছিল কিন্তু তিনি ভালো হয়ে ওঠেননি। তখন থেকে সেই বিধবা মহিলাটিকে সবাই সাহায্য করতেন। কিন্তু তিনি কাজের বিনিময়ে সাহায্য নিতেন। কখনো কারো কাছে হাত পেতে চাইতেন না।
দেখতে দেখতে ছেলেটি বড় হয়েছে। ছেলেটি বড় হওয়ার পর সে নিজের সংসার পেতেছে। কিন্তু যখন ছেলেটির সংসার হয়েছে তখন তার সংসারে মায়ের জায়গা হয়নি। ছেলেটির কাছেও মা অবহেলিত হয়েছে। বৃদ্ধ মহিলাটি অনেক কষ্ট করে ছেলেটিকে মানুষ করেছে। কিন্তু ছেলেটি বিয়ে করার পর ধীরে ধীরে বদলে যায়। এমনকি তার ছেলের বউ তার সাথে অনেক খারাপ ব্যবহার করে। সব সময় বোঝা মনে করে।
কয়েকদিন আগে যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম তখন সেই বৃদ্ধ মহিলাটির সাথে দেখা হয়েছিল। মহিলাটির করুন চেহারা দেখে খুবই খারাপ লেগেছে। তিনি অনেক কষ্ট করে সন্তানকে বড় করেছেন। কিন্তু এখন শেষ বয়সে এসে তাকে অনেক কষ্ট করতে হচ্ছে। এবাড়ি ওবাড়ি গিয়ে খাবার চাইতে হচ্ছে। অসহায় মহিলাটির কান্না দেখে সত্যিই অনেক খারাপ লেগেছে। একজন অসহায় মা তার সন্তানের কাছে অবহেলিত হলে আসলে খুবই খারাপ লাগে। এই দৃশ্যগুলো চোখের সামনে দেখতে অনেক কষ্ট লাগে।
🥀ধন্যবাদ সকলকে।🌹
আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।
https://x.com/shopon700/status/1942535526504095936?t=qwTxuB5q_ovK3IWjrvs0SA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/shopon700/status/1942451145252954453?t=3mlpGEDYXQBCgb-4DLYj4A&s=19
https://x.com/shopon700/status/1942451569670381755?t=LOpEkxiTix4LkPRbsN2Srg&s=19
https://x.com/shopon700/status/1942451910658908316?t=BTnJhLr-piM1dYFu4IV5SQ&s=19
https://x.com/shopon700/status/1942452227324666147?t=xigqTgRcCh1ztEQQw8PJpA&s=19
https://x.com/shopon700/status/1942452673854513493?t=7NT9OQjuVeSdYFgiosQ0IQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations, your post has been upvoted by @nixiee with a 3.1652605900581223 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit