বাবার সখের মাছের ঘের সংস্কারে চোরদের বাঁধা।

in hive-129948 •  15 days ago 

হ্যালো

কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়। আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি। আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো বাবার সখের মাছের ঘের সংস্করে চোরদের বাধা শেষ পর্ব। আশা করছি আপনাদের ভালো লাগবে।

IMG_20250709_185206.jpg

IMG20250626094040.jpg

আমার পিশাতো ভাই আমার বাবাকে বল্লো মামা যে সুন্দর ঘের এখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব যদি সংস্কার করে মাছ চাষ করা যায়।সে-ই কথা মতো পুরা পুকুরের এরিয়াটি সংস্থার করা শুরু করলো।পুকুরের পাড়ি গুলো পুনরায় নির্মাণ করলো উচু ও চ্যাপ্টা করলো।

IMG20250626094346.jpg

অসংখ্য আমা, জাম,নারিকেল, সুপারি ও অনেক কাঠের গাছ ছিলো তা কেটে ফেল্লো।এক কথায় পুরা পুকুর টি সংস্কার করা হলো।

আগে বাঁশ দিয়ে পুকুর ঘেরা ছিলো এখন তা পাল্টিয়ে পাঁচ ফুঁট উচ্চতায় কাটাতার দিয়ে ঘেরার জন্য কাঁটাতার কিনে আনা হলো।সিমেন্টের পোল বানিয়ে তা দিয়ে ঘের দেয়ার জন্য কৃষাণ নেয় হলো। কৃষাণ এসেছে কাঁটাতারের ঘের দেয়ার জন্য কিন্তুু বাধা দিলো গ্রামের কিছু ছিচকে চোর সুমন খান,নয়ন,ভূত,চিত্র ইত্যাদি লোকেরা রাতের আধারে মাছ চুরি করে খেয়ে আসছে এতোদিন। এক সাইডের পুকুর পাড় রেকর্ডের কিন্তুু সেই রাস্তার দুপাশের জমি আমার বাবা,কাকার তবুও ঘের দিতে বাধা দিলো। তখন বাবা ও আমার পিসাতো দাদা রেগে সরকারি রাস্তাটি উচু ও চ্যাপাটা করে বেধেছিল তা কেটে আমাদের পুকুরে রাস্তা বের করতে শুরু করলো তাতেও বাধা।বউ,বাচ্চা সবাই কে নিয়ে বাধা দিতে এসেছে। ফটোগ্রাফিতে তাদের চেহারা দেখুন কেমন চোরের মতো চেহারা ফুটেছে।

IMG_20250709_185238.jpg

IMG_20250709_185206.jpg

কে শোনে কাক কথা আমাদের পক্ষে সকৃষাণ তারাই ছিচকে চোরের দলের সাথে ঝগড়া করে করে রাস্তা মেরামত করলেন এবং পুরা এরিয়া কাঁটাতার দিয়ে ঘিরে ফেলেছে।

IMG_20250709_185141.jpg

চোরদের মাথায় রক্ত উঠে গেছে। নিজের হিসু করার জায়গা না থাকলে কি হবে পুকুর পাড়ের সরকারি রাস্তা টুকুর জোরে তারা পাগল হয়েছে। আসলে কাঁটাতার দেখে তাদের মাথায় রক্ত উঠে গেছে। জিবনে তো মাছ কিনে খাওয়ার মুরাদ নাই চুরি করে খেয়ে থাকে তাই এমন আচরণ।

সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে তারা যখন রাস্তা বাধে তখন কিছু বলেনি বরং খুশি হয়েছে আর যখনি কাটাতার দেখেছে তখনি তাদের মাথা খারাপ হয়ে গেছে। এক কথায় নিজের ধরা নিজে খেয়েছে।

IMG20250626094025.jpg

IMG20250626093837.jpg

আসলে বছরের পর বছর মাছ চুরি করে খেতে খেতে তাদের লোভ এতোটা বেশি হয়েছে যে যখনি ঘের দেয়া দেখেছে মাথা ঠিক রাখতে পারছে না।পুকুর সংস্কারে বাধা দেওয়ার কারণে বাবা থানায় গিয়ে জিডি করে এসেছে ওদের নামে।

পুকুর টি সংস্থার করার পর দারুণ লাগছে।বাতাসে পুকুরের জল ঢেউ খেলে যা দেখতে অসাধারণ সুন্দর লাগছে।মনটা ভরে যাবে যে কারো পুকুর পাড়ে দারালে।

আজকের মতো এখানেই শেষ করছি।আবারও দেখা হবে অন্য কোন নতুন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20250629_150913.png

IMG_20250629_150904.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!