সাদা কবুতরের ফটোগ্রফি ও ভিডিগ্রাফি❤️

in hive-129948 •  2 months ago 

হ্যালো

কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়। আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি। আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো পায়রা জুটির ফটোগ্রাফি । আশা করছি আপনাদের ভালো লাগবে। কবুতর শান্তির প্রতিক।যে বাড়িতে কবুতর থাকে সে বাড়ি নাকি শান্তির মানে সুখ শান্তিপূর্ণ পরিবেশে নাকি কবুতর থাকতে ভালোবাসে।

সরকারি নানান কাজেও আমরা এই শান্তির প্রতিক কে উঁড়াতে দেখি।আমার কবুতর পছন্দের পাখি।কবুতর পোষার ইচ্ছে বহুদিনের কিন্তুু নানান কারনে হয়ে উঠছে না।আমার বাবার বাড়িতে অনেক কবুতর আছে।বাড়িতে গেলে আমি কবুতরের পিছনে পড়ে থাকি মানে কবুতর উড়ানো,খাওয়া ঝগড়া, বাকুম বাকুম করে ঘুম পাড়ানির গান উপভোগ করি।

কবুতর ঠিক দুপুরে খুব চমৎকার সুরে আওয়াজ তোলে আর অলস দুপুরে সেই আওয়াজে ঘুম ভেঙে যায়।

নানান কালারের কবুতর হয়ে থাকে যেমন লাল,কালো,লাল সাদার মাঝে ছিটেফোঁটা কালো বা সাদা।কুচকুচে কালো বা ধবধবে সাদা।আমার পছন্দের কবুতর সাদা।খুবই সুন্দর হয় সাদা কবুতরগুলো। সব কবুতর সুন্দর হলেও সাদা কবুতরগুলো একটু বেশি সুন্দর হয়।

কবুতর জুটি বেঁধে ঘর বাঁধে এবং ভালোবাসার ফসল হিসেবে ডিম দিয়ে থাকে ডিম থেকে কবুতরের বাচ্চা হয়ে থাকে।আপনারা জেনে আশ্চর্য হবেন যে কবুতরের ডিম ও বাচ্চা লালন পালন করতে কবুতর দুজনেই সমান কাজ করে থাকে।পুরুষ কবুতর কে পায়রা আর মহিলা কবুতর কে পাইরি বলা হয়।পাইরি কবুতর ডিম দেয় আর ডিমে তা দেয়া থেকে শুরু করে ডিম ফুটিয়ে বাচ্চা বের করা ও বাচ্চা কে তা দেয়া বাচ্চা কে সময় মতো খাবার খাওয়া নো সব কিছুতেই দুজন সমান ভাবে করে থাকে।

আমি সাদা রাজা-রানী কবুতরের কিছু ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি করছি।রাজারানী যখন খুব কাছাকাছি এসেছিলা তখন এবং রাজা-রানী যখন খাবার সংগ্রহ করছিলো তখনকার ফটোগ্রাফি করেছি ভিডিওগ্রফি করেছি।

IMG_20250604_145910.jpg

IMG_20250604_145951.jpg

IMG_20250604_145928.jpg

IMG_20250604_145910.jpg

InShot_20250604_150917879.jpg

IMG_20250604_150056.jpg
ইউটিউব লিঙ্ক
এই ছিলে আমার আজকেই সুন্দর শান্তির প্রতিক সাদা কবুতরের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি।
আশা করছি আপনাদের ভালে লাগবে আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20250604_161643.png

IMG_20250604_161632.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

বেশ ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। আপনার বাবার বাড়িতে কবুতর আছে এবং তাদের সাথে আপনি অনেক সুন্দর সময় কাটান জেনে ভালো লাগলো। আর তার সাথে কবুতরের এত সুন্দর ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দেখে ভীষণ ভালো লাগছে। আপনি ভীষণ সুন্দর করে কবুতরের ভিডিওটি করেছেন।

আপু, আপনার কবুতরের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি সত্যিই খুব সুন্দর ও মনোমুগ্ধকর হয়েছে। শান্তির প্রতীক কবুতর নিয়ে আপনার এই আন্তরিক বর্ণনা এবং তাদের প্রতি আপনার ভালোবাসা পড়ে খুব ভালো লাগল। বিশেষ করে সাদা কবুতরের যে সৌন্দর্য আপনি ফুটিয়ে তুলেছেন, তা আসলেই প্রশংসার যোগ্য। বাবার বাড়ির কবুতরের সঙ্গে কাটানো মুহূর্তগুলো এত ভালোভাবে তুলে ধরেছেন যে পড়তে গিয়ে নিজেও মুগ্ধ হয়েছি। আপনাকে ধন্যবাদ এই দারুণ শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করেছেন জন্য।

আপনার লেখা পড়ে মনটা জুড়িয়ে গেল আপু।সাদা কবুতরের প্রতি আপনার মমতা, ভালোবাসা আর সংবেদনশীল পর্যবেক্ষণ সত্যিই অসাধারণ। শুধু ফটোগ্রাফি নয়, আপনার লেখার মধ্যেও যেন শান্তির এক অদ্ভুত সৌন্দর্য ফুটে উঠেছে। রাজা-রানীর ছবিগুলো এবং আপনার বর্ণনা।সব মিলিয়ে একটি পরিপূর্ণ ভালো লাগার অনুভূতি তৈরি হয়েছে। ধন্যবাদ এত ভালো কিছু উপহার দেওয়ার জন্য।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

আমাদের বাড়িতে কিন্তু কবুতর আছে। আপনি দেখছি কবুতরের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করেছেন। সাদা কালারও কবুতরগুলো আমার কাছেও ভালো লাগে। আর কবুতর কিন্তু বিভিন্ন কালার আছে। তবে দুপুরবেলা কবুতর ডাকলে ঘুম ভাঙলে তখন কিন্তু খারাপ লাগে। যাই হোক চমৎকার ভাবে কবুতরের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।