শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ২৯শে আষাঢ় ,বর্ষাকাল ১৪৩২ বঙ্গাব্দ। ১৩ই জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে।আজ আমি কাগজ দিয়ে একটি ফুলের স্টিক বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো।কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার বেশ ভালো লাগে। তাই কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি।আর কাগজের বানানো জিনিসগুলো দেখতেও বেশ সুন্দর লাগে। বাচ্চাদেরও বেশ পছন্দ এই ধরনের কাগজের তৈরি জিনিস গুলো। স্কুলেও আজকাল এই ধরনের কাগজের তৈরি বিভিন্ন জিনিস বাচ্চাদের শেখানো হচ্ছে তাদের সৃজনশীলতা বৃদ্ধির জন্য ।ফুলের স্টিকটি বানাতে বেশ সময় লেগেছে। তার কারন প্রতিটি ফুল আলাদা আলাদা ভাবে বানানোর পর ,তা গাম দিয়ে লাগিয়ে স্টিকটি বানাতে হয়েছে। বানানোর পর দেখতে বেশ সুন্দর লাগছিল ফুলের স্টিকটি।আশাকরি আপনাদেরও ভালো লাগবে। এই স্টিকটি ঘরে সাজিয়ে রাখলেও দেখতে বেশ সুন্দর লাগবে। আমি তাই করেছি। কাগজ দিয়ে বানানো ফুলের স্টিকটি বানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি রঙ্গিন কাগজ সহ আরও কিছু উপকরণ । ফুলের স্টিকটি কিভাবে বানিয়েছি তা নিম্নে প্রদত্ত হলো।
প্রয়োজনীয় উপকরণ
১।রঙ্গিন কাগজ
২।পেন্সিল
৩।গাম
৪।কৌটার ঢাকনা
৫।কাঁচি
কাগজ দিয়ে ফুলের স্টিক তৈরির ধাপ সমূহ
ধাপ - ১
গোলাপী রং এর কাগজের উপর কৌটার ঢাকনা বসিয়ে একটি ব্রৃত্ত এঁকে নিয়েছি। কাঁচি দিয়ে বৃত্তটি কেটে নিয়েছি।
ধাপ - ২
গোল করে কাটা কাগজের টুকরোটিকে চার ভাঁজ করে নিয়েছি।
ধাপ - ৩
পেন্সিল দিয়ে ফুলের শেপটি এঁকে নিয়েছি। এবং কাঁচি দিয়ে পেন্সিলের দাগ বরাবর কেটে নিয়েছি।
ধাপ - ৪
কাগজের ভাঁজগুলো খুলে নিয়েছি। দেখতে ফুলের মতো হয়েছে। এবার এই ফুলের মতো দেখতে কাগজটি দু'ভাগ করে নিয়েছি কাঁচি দিয়ে কেটে। এবার একটি অংশের এক প্রান্ত অন্য পান্তের সাথে গাম লাগিয়ে ফুল বানিয়ে নিয়েছি।
ধাপ - ৫
একইভাবে সবুজ রং এর কাগজ কেটে নিয়ে বৃন্ত বানিয়ে নিয়েছি।
ধাপ - ৬
বৃন্তটি বানানো ফুলের সাথে গাম দিয়ে লাগিয়ে দিয়েছি ।
ধাপ - ৭
সবুজ রং এর কাগজ চিকন করে কেটে নিয়েছি। কাগজটি প্যাচিয়ে ডাল বানিয়ে নিয়েছি। এবং বানানো ফুলের সাথে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি ।একইভাবে বিভিন্ন রং এর কিছু ফুল বানিয়ে নিয়েছি।
ধাপ-৮
ফুলের স্টিক বানানোর জন্য আবারও সবুজ রং এর কাগজ দিয়ে ডাল বানিয়ে নিয়েছি। বানানো ডালের সাথে তৈরি করা ফুলগুলো পরপর লাগিয়ে দিয়েছি।
ধাপ-৯
এবার সবুজ রং কাগজ দিয়ে কিছু পাতা বানিয়ে নিয়েছি। বানানো পাতাগুলো ফুলের স্টিকের সাথে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। আর এভাবেই সম্পুর্ণ ফুলের স্টিকটি বানানো শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি আমার আজকে কাগজ দিয়ে বানানো ফুলের স্টিকটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
শ্রেনী | ডাই পোস্ট |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ১৩ই জুলাই, ২০২৫ ইং |
মোবাইল | Redmi Note 5A |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/selina_akh/status/1944420172506464417
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Link
https://x.com/selina_akh/status/1944421488951459911
https://x.com/selina_akh/status/1944390451982979223
https://x.com/selina_akh/status/1944389520365170826
https://x.com/selina_akh/status/1944388810315370872
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ধরনের হাতের কাজগুলো করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এগুলো করতে এবং দেখতে দুটোই আমি অনেক বেশি পছন্দ করি। আজকে আপনি নিজের হাতে অনেক সুন্দর করে এই ফুলের স্টিক তৈরি করেছেন। আর তৈরি করার পদ্ধতি সবার মাঝে ভাগ করে নিয়েছেন। সুন্দর সুন্দর কালারের রঙিন কাগজ দিয়ে এই সুন্দর ফুলের স্টিক তৈরি করাতে আমার কাছে দেখতে জাস্ট অসাধারণ লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাগজ দিয়ে খুব সুন্দর ফুলের স্টিক তৈরি করেছেন। দেখতে বেশ সুন্দর লাগছে। বিভিন্ন ধরনের কালার ফুল দেওয়ার কারনে আরো বেশি ফুটে উঠেছে। আমার কাছে বেশ ভালো লেগেছে। সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি তো বিভিন্ন ধরনের রঙিন কাগজ দিয়ে চমৎকার ফুলের স্টিক বানিয়েছেন। আপনার বানানো ফুলের স্টিক কিন্তু অসাধারণ হয়েছে। তবে এই ফুলগুলো যদি ঘরের মধ্যে সাজিয়ে রাখে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। ধন্যবাদ বিভিন্ন কালারের কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ফুল বানিয়ে সুন্দর ফুলের স্টিক বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একেবারে চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের এই সুন্দর পোস্ট দেখে অনেক বেশি ভালো লাগছে৷ যেভাবে আপনি কাগজ দিয়ে এই ফুলের স্টিক তৈরি করে ফেলেছেন তা দেখে একেবারে অনেক বেশি ভালো লাগলো৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit