অরিগ্যামিঃপাপড়ির ডিজাইন এর বক্স তৈরি।

in hive-129948 •  10 days ago 

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ২৭শে আষাঢ় , বর্ষাকাল,১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ । আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

o6.jpg

o2.jpg

বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ আমি একটি পাপড়ির ডিজাইন এর বক্সের অরিগ্যামি তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। অরিগ্যামি যেহেতু এক টুকরো কাগজকে বিভিন্ন ভাবে ভাঁজ করে বানানো হয়, তাই কাগজের ভাঁজ ভুল হলে সম্পূর্ণ কাজটি নস্ট হয়ে যেতে পারে। তাই বেশ সাবধানে কাগজের ভাঁজ দিতে হয়। আর এ কারনেই অরিগ্যামিকে বলা হয় কাগজের ভাঁজের খেলা। এই পাপড়ির ডিজাইন এর বক্সের অরিগ্যামিটি যদিও বিভিন্ন ভাবে ভাঁজ দিয়ে তৈরি করা হয়েছে। তবে ভাঁজগুলো বেশ সহজ। যে কেউ সহজেই বানিয়ে নিতে পারবেন পাপড়ির ডিজাইন এর বক্সের অরিগ্যামিটি। আর বেশ কম সময়েও বানানো যায় পাপড়ির ডিজাইন এর বক্সের অরিগ্যামিটি। আর দেখতেও বেশ সুন্দর।ছোট খাট অনেক জিনিস রাখতে আমরা এই বক্সটি ব্যবহার করতে পারি। অরিগ্যামিটি বানাতে উপকরণ হিসাবে লাল রং এর কাগজ উপকরণ ব্যবহার করেছি । তাহলে চলুন, দেখে নেয়া যাক,পাপড়ির ডিজাইন এর বক্সের অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।

প্রয়োজনীয় উপকরণ

o24.jpg

১।লাল রং এর কাগজ।

পাপড়ির ডিজাইন এর বক্সের অরিগ্যামি তৈরির ধাপ সমূহ

ধাপ-১

o24.jpg

প্রথমে ১৫ সেঃমিঃ X ১৫ সেঃমিঃ সাইজের এক টুকরো লাল রং এর কাগজ নিয়েছি বক্সের অরিগ্যামি বানানোর জন্য।

ধাপ-২

o23.jpg

o22.jpg

প্রথমে কাগজটিকে মাঝ বরাবর আড়াআরিভাবে ভাঁজ করে নিয়েছি উভয় পাশে। ছবিতে দেখানো পদ্ধতি অনুযায়ী।

ধাপ-৩

o21.jpg

o20.jpg

কাগজের চার কোনা মাঝ বিন্দু বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৪

o19.jpg

o18.jpg

o17.jpg

কাগজটিকে উল্টিয়ে নিয়েছি। একইভাবে কাগজের চার কোনা মাঝ বিন্দু বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৫

o16.jpg

দু'দিকের ভাঁজ খুলে নিয়েছি।

ধাপ-৬

o14.jpg

o13.jpg

কোনার ভাঁজ গুলো খুলে নিয়েছি।

ধাপ-৭

o12.jpg

o11.jpg

o10.jpg

আবারও কাগজটিকে উল্টিয়ে নিয়েছি। সেইসাথে দু'পাশের কাগজ ভাজঁ করে নিয়েছি ৪ সেঃমিঃ করে।

ধাপ-৮

o9.jpg

o8.jpg

o7.jpg

এবার দু'পাশের ভাঁজ খুলে ভাঁজ করে নিয়েই, তৈরি করে নিলাম পাপড়ির ডিজাইনের বাক্সের অরিগ্যামিটি।

উপস্থাপন

o3.jpg

o4.jpg

o5.jpg

আশাকরি আজকে আমার বানানো পাপড়ির ডিজাইন এর বক্সের অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টঅরিগ্যামি
পোস্ট তৈরি@selina 75
মোবাইলRedmi Note 5A
তারিখ১১ই জুলাই, ২০২৫ইং
লোকেশনঢাকা।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

image.png

image.png

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

image.png

xp1.png

xp2.png

xp3.png

xp4.png

Upvoted! Thank you for supporting witness @jswit.

আপনার তৈরি করা অরিগ্যামি গুলি সব সময় অনেক সুন্দর হয় দেখতে। আজকের অরিগ্যামিটিও বেশ সুন্দর হয়েছে। সুন্দর ভাবে এটি ব্যবহার করা যাবে। বেশ ভালো লাগলো আপনার এই পাপড়ি ডিজাইনের বক্স দেখে।

আমি সব সময় চেস্টা করি নতুন ধরনের অরিগ্যামি শেয়ার করার। আপনার ভাল লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

কাগজের অরিগ্যামি গুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে পাপড়ির চমৎকার বক্স তৈরি করেছেন। আপনার বানানো বক্স কিন্তু অসাধারণ হয়েছে। ধন্যবাদ এত সুন্দর কাগজের বক্স তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমারও বেশ ভালো লাগে বিভিন্ন ধরনের অরিগ্যামি তৈরি করতে। ধন্যবাদ আপু।

ভিন্ন ভিন্ন কালারের রঙিন কাগজ ব্যবহার করে আপনি আজকে এত সুন্দর দেখতে অরিগ্যামি তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। ভাঁজে ভাঁজে এভাবে কোনো কিছু তৈরি করলে দেখতে অসম্ভব সুন্দর লাগে। অনেক সুন্দর ভাবে আপনি এই অরিগ্যামি তৈরি করে ধাপে ধাপে সবার মাঝে শেয়ার করলেন। ধন্যবাদ এটা তৈরি করে শেয়ার করার জন্য।

আমি একটি রং এর কাগজ দিয়ে অরিগ্যামিটি বানানোর চেস্টা করেছি আপু। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

আপু আপনার তৈরি করা বক্স খুবই সুন্দর হয়েছে। আপনি সবসময় নতুন নতুন কাজগুলো আমাদের মাঝে উপহার দেন। আপনার হাতের কাজ দেখেও ভালো লাগে।

চেস্টা করি নতুন নতুন কাজ শেয়ার করার। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

একবার চমৎকার একটি বক্স তৈরি করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত সুন্দর একটি পোস্ট দেখে অনেক বেশি ভালো লাগলো৷ যেভাবে আপনি এখানে এই পাপড়ির ডিজাইন এর এরকম একটি অসাধারণ বক্স তৈরি করে ফেলেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয় তাকিয়ে রইলাম। একইসাথে এখানে এই বক্স তৈরি করার ধাপগুলো আপনি খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ শেষ পর্যন্ত যখন এটি শেয়ার করেছেন এটিকে একেবারে অসাধারণ দেখা যাচ্ছে৷

বানানোর ধাপ গুলো সহজভাবে উপস্থাপনের চেস্টা করেছি যাতে সবাই বানাতে পারেন। ধন্যবাদ ভাইয়া।