জেনারেল রাইটিং পোস্ট ||| নিজের বেলায় ষোল আনা অন্যের বেলায় এক আনা।

in hive-129948 •  24 days ago 

আসসালামু আলাইকুম। প্রত্যাশা করছি আমার বাংলা ব্লগ পরিবারের সকল ভাই বোনেরা সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

IMG_20250105_171952_299.jpg


বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে।আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি জেনারেল রাইটিং নিয়ে। বাস্তবতা নিয়ে লিখতে পারলে এবং সবার মাঝে বাস্তবতা তুলে ধরতে পারলে আমার অনেক ভালো লাগে। তাইতো বর্তমান সময়ের প্রেক্ষাপটে মানুষের দৈনন্দিন আচার ব্যবহার এগুলো খুব ভাবার।

আসলে পৃথিবীটা অনেক সুন্দর। সৃষ্টিকর্তা এই পৃথিবীটা যত সুন্দরভাবে সৃষ্টি করেছেন এবং সুন্দরভাবেই প্রতিটি মানুষের মনও তৈরি করেছেন।কিন্তু আমরা এই মানুষরা এত সুন্দরপবিত্র মনটাকে বিশিয়ে তুলছি। আমরা সবাই নিজের স্বার্থ হাসিলের জন্য ব্যস্ত হয়ে পড়ি।

আমি আজ আপনাদের মাঝে "নিজের বেলায় ষোল আনা অন্যের বেলায় এক আনা" জেনারেল রাইটিং নিয়ে হাজির হয়েছি।

ভাই বোন আত্মীয়-স্বজন সবাইকে নিয়ে সুন্দর একটি পরিবার প্রত্যেকেরই থাকে। এত সুন্দর একটি পরিবার থাকে সবার যে পরিবারে হাসি আনন্দ ফুর্তি একজন আরেকজনের সাথে সবকিছু শেয়ার করা হয় ভাই বোন মা বাবা আত্মীয়-স্বজনের সঙ্গে। কিন্তু যখন পরিবারটি আস্তে আস্তে বড় হতে থাকে এবং ছেলে মেয়ে সবাই সবার মত চলে যায় তখন সেই পরিবার আর আগের মতো থাকে না। নানী দাদি দের কাছে শুনেছিলাম। তারা একসঙ্গেই সবাই মিলেমিশে থাকতো কত আনন্দ উল্লাস ছিল সবাই সবার বিপদে আপদে ঝাঁপিয়ে পড়তো।তারা ছোট থেকে বড় হওয়া অবদি পর্যন্ত এবং শেষ মুহূর্ত পর্যন্ত একসঙ্গে অনেক আনন্দে দিনগুলো পার করেছিল।

কিন্তু বর্তমান সময়ে ম্যাক্সিমাম জায়গায় দেখা যাচ্ছে কেউ কারো নয় যার যার তার। নিজের বোঝটা বেশি বোঝে আজকাল সময়ের মানুষগুলো। কেবলই স্বার্থপরতার গণ্ডির ভিতরে তারা বসবাস করছে । কিভাবে কোন উপায়ে নিজের স্বার্থ হাসিল হবে । কোথায় গেলে নিজের স্বার্থটা পরিপূর্ণ হবে। কিভাবে সেই উঁচু তলার মানুষটিকে ঘায়েল করে মেরে ফেলে নিজের জায়গাটি দখল করে নেওয়া যাবে। এই ধরনের নোংরা কাজ করতেও দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষকে। নিজের স্বার্থ ও লোভ লালসা, ডুবে আছে মানুষ।

আর নিজের স্বার্থ হাসিল করার জন্য যেকোনো কাজ করতে রাজি আছে। একটা সময় মান সম্মান কে প্রাধান্য বেশি দেওয়া হতো। কিন্তু আজকাল সময়ে মান সম্মান গেলে যাক কিন্তু টাকাটা ও নিজের স্বার্থ লোভ-লালসা কে বেশি বড় করে দেখা হচ্ছে। এই হচ্ছে আজকের সময়।নিজের বেলায় সবাই ষোল আনাটাই বুঝে কিন্তু অন্যের বেলায় কেউ বুঝতে চায় না। কেবলই নিজের সুবিধাটাই সবাই ভোগ করতে চায়। কিন্তু অন্যের বিপদ আপদ কষ্ট এগুলো এক আনাও কেউ বুঝতে চায় না। সম্পত্তি থেকে শুরু করে যে কোন জায়গা বিভিন্ন কাজ যেটাই বলেন না কেন নিজের ষোল আনা নিয়ে সবাই ব্যস্ত থাকে।

তবে কিছু ভালো মানুষ আছে বিধায় আজকের এই সমাজে এই সময় এসেও আমরা টিকে আছি । আজ যাচ্ছি অন্য কোনদিন হাজির হবো নতুন কোন ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

52k6mffrchQiPN8u5z9et95fDcRPf8mY1N8P6cRJ6N83qXFEpgdUaNKVv7fK3MALYbGqfEEJ5iejbWV2KBtcipivxASfRVPzEp1k5SDXmd...GxXXwnnbKacvTvZpbsfRDRr7Y3JPq4zCiH7QnLT91uXoKC2BbEHuZyaw7h7oPp6B965Zzhs71Xc3cfjLfQMmp1Nfsu8MMg8iAuTh1G5TvGNMGDNxMGsVcSVao.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order: