ছোট গল্প ||| শেষ ভালোবাসায় তুমি পর্ব-১১ ||| original writing by @saymaakter.

in hive-129948 •  22 days ago 

আসসালামু আলাইকুম।আমার প্রিয় কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি সকলে সুস্থ আছেন এবং সুন্দর সময় অতিবাহিত করছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় বেশি ভালো আছি।

parrot-2827806_1280.jpg
source

আজকে আমি আবারো আপনাদের মাঝে আমার ছোট গল্প "শেষ ভালোবাসায় তুমি পর্ব-১১" নিয়ে হাজির হলাম। আশা করি বিগত পর্বগুলো আপনাদের কাছে ভালো লেগেছে কারণ আপনাদের সুন্দর মন্তব্য গুলো পড়ে অনেক ভালো লেগেছে এবং লেখার আগ্রহ অনেক গুণ বেড়ে গেছে। চলুন আর কথা না বাড়িয়ে আজকের পর্বে কি লিখেছি তা দেখে নেওয়া যাক।

একদিন বর্ষা সাগর কে বলেই ফেলল তুমি আগের মতনই তুমি কেমন যেন চেঞ্জ হয়ে গেছো এবং তোমার কিছু কথা চাল চলন আমার ভাল লাগছে না। সাগর তখন বর্ষা কে বলল ভালো না লাগলে চলে যেতে পারো। বর্ষা সাগরের কথাগুলো শুনে খুব কষ্ট পেল।রীতিমতো তাদের এত সুন্দর গোছানো পরিপাটি সংসারে অশান্তির ঝড় শুরু হয়ে গেল। বর্ষা কিছুদিনের জন্য তার মামার বাড়িতে গেছে এই সুযোগে সাগর তার সকল নেশাগ্রস্ত কলিগদের বাসায় নিয়ে এসে নেশাগ্রস্ত মাতাল হয়ে থাকে।

কিছুদিন পর বর্ষা চলে এসে দেখে এই অবস্থা। তারপরও সে সাগরকে কিছু বলে না কারণ বর্ষা ছিল খুব ধৈর্যশীল একটি মেয়ে। সে তার ভালোবাসা দিয়ে সাগরকে আরো ভালো করতে চেয়েছে। কিন্তু তার উল্টো দিকে যাচ্ছিল সাগর। বর্ষা যখন সাগরকে রাতে আর কোথাও যেতে নিষেধ করছিল তখন বর্ষার গায়ে হাত তুলতেও কোন দ্বিধাবোধ করেনি। এভাবে যেতে যেতে একটি সময় বর্ষা আর কোন কিছু সহ্য করতে পারছিল না। বারবার কেবলই মনে পড়ছিল তার মায়ের কথা। শুধু মনে হচ্ছিল আবার মা জীবনের শান্তি পায়নি আমারও মনে হয় এই জীবনে শান্তি হবে না। কারণ সারাটা জীবন অনেক অনেক কষ্ট করেছি ।

মা এই সুন্দর পৃথিবী থেকে চলে গেছে আমার বাবা ও চলে গেছে হয়তো আমাকেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কারণ কাকে ধরে আমি বেঁচে থাকব। যে আমার জীবনের স্বপ্ন ও ভালোবাসা সেই যদি সঠিক পথে না থাকে তাকেই যদি আমি বুঝতে না পারি তাহলে এক ছাদের নিচে এভাবে থাকা ও সম্ভব না। হয়তো এভাবে থাকতে থাকতে একদিন দুজনের মধ্যে কোন সমস্যা হয়ে ও চলে যেতে পারে কাজেই ও চলে যাওয়ার আগে আমি এই পৃথিবী ছেড়ে চলে যাই।একদিন একটি ডাইরিতে বর্ষার তার ভালবাসার যত কথা সব লিখে আত্মহত্যা করল। পরের দিন সাগর যখন বিছানায় বর্ষাকে বারবার ডাকছিল দেখে বর্ষা প্রচন্ড ঘুম থেকে আর উঠছে না । ডাক্তার কে ফোন করল ডাক্তার এসে বর্ষাকে দেখে বলল সে আর এই পৃথিবীতে নেই।

সাগর তখন সে তার নিজের ভুল বুঝতে পারল এবং চিৎকার করে কান্না শুরু করতে থাকলো। নেশা আমাকে এতটা নিচের দিকে নিয়ে গেছে যে বর্ষার শেষ ভালোবাসা টুকু আমি বুঝতে পারলাম না । বর্ষার জীবনের শেষ ভালোবাসায় ছিল আমি। কারণ মা ছিল না বাবা ছিল না ও আমাকে ধরে বেঁচে থাকতে চেয়েছে। সমস্ত ডায়েরির কথাগুলা পড়ে সাগর কানতে কানতে সে নিজেও জ্ঞান হারিয়ে ফেলেছে।

বর্ষার মামা সংবাদ পেয়ে বর্ষাকে দেখে কানতে কানতে বলতে থাকে এমন পরিবার কোথাও দেখে নিই তুমি যদি নিবেই খোদা তাহলে অনেক আগেই ওর মা এবং ওকে নিলে না কেন। তাহলে তো এই মেয়েটার আর এত কষ্ট পেতে হয় না। কত কষ্ট ধৈর্য ধরে মেয়েটা এতদূর পর্যন্ত এসেছিল একটু সুখের আশা সেই সুখ টুকু খোদা তুমি তাকে দিলে না। ভালোবাসা আঁকড়ে ধরে যাকে নিয়ে বাঁচতে চেয়েছে সেই ভালোবাসা টুকু ও পেল না।

আজ যাচ্ছি অন্য কোনদিন আবারো হাজির হব নতুন কোন গল্প নিয়ে আমার গল্পটি আপনাদের কেমন লাগলো সুন্দর কমেন্ট করতে ভুলবেন না ।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

6HUfjqU594b6fjkSDxwucg7KQp1aijBdYminwhvPFGjrWRPZz9GA5aULYAYGahovJf1oAEk3K2KmaJC6VsPikw8yjfcYEUin4owZh8hNeh...HDMTroCh6SJhQ9jFU24q84x9ZkTVaD4eAwK2bYDaNgXvBca2jdogBa2KooKaMm99PFvuzgLbfUNtS55zA4KSH6M1co6CZTV2hSUGUskGvooos3XnkNWKXYiWb.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order: