বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করব। আমার আজকের শেয়ার করা ফটোগ্রাফিটি হলো পত্রলেখা ফুলের ফটোগ্রাফি। আমার আজকের শেয়ার করা এই ফটোগ্রাফিটি আমি একটি পার্ক থেকে করেছি। এই ফুল গাছগুলো বাড়ির গেটের সামনে, স্কুল কলেজের ক্যাম্পাসে, পার্কে এসব জায়গায় বেশি দেখা যায়। আমার আজকের শেয়ার করা পত্রলেখা ফুলটি সাদা কালারের। আসলে সত্যি কথা বলতে গেলে এটি কোন ফুল নয়। ফুলকে আকর্ষণীয় করে তোলার জন্য এই পত্রবৃন্ত গুলো যা দেখতে অনেকটা ফুলের পাপড়ির মতো। এই গাছের ফুল গুলো খুব ছোট ছোট হয়ে থাকে যা দেখতে হলুদ কমলা রঙের হয়ে থাকে। কিন্তু এই ফুলের আশেপাশে যে পাতাগুলো থাকে তা দেখতে ফুলের পাপড়ির মতো দেখায়। পত্রলেখা ফুল মূলত বর্ষা ও গ্রীষ্মকালে বেশি ফোটে। এই ফুলের সবথেকে বড় বিশেষ বৈশিষ্ট্য হলো দূর থেকে এই ফুলগুলো দেখতে এক ঝাঁক সাদা প্রজাপতির মত লাগে। মূলত এই ফুলের সাদা পাপড়ির মতো যে পত্রবৃন্ত গুলো রয়েছে। এই গাছের ফুলগুলো আশেপাশের পাতাগুলো শুধু সাদা রঙের নয় গোলাপি রঙেরও হয়ে থাকে। যাইহোক, তোমাদের আগেও বললাম এই ফুলের ফটোগ্রাফি আমি একটি পার্ক থেকে করেছি। কিছুদিন আগে আমি আমার এক বন্ধুর সাথে একটি পার্কে ঘুরতে গেছিলাম। পার্কটিতে বিভিন্ন ধরনের ফুল সহ অন্যান্য অনেক ধরনের গাছ ছিল।সেই পার্ক থেকে আমি এই ফটোগ্রাফি করেছি। তাহলে আমার শেয়ার করা ফটোগ্রাফি দেখে নেওয়া যাক।




🎨পোস্ট বিবরণ🎨
শ্রেণী | ফটোগ্রাফি |
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷


Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্ষার পত্রলেখা ফুলের ফটোগ্রাফি তো চমৎকার ভাবে আমাদের সাথে শেয়ার করে নিলেন। এতগুলো পাতার মাছের ছোট ছোট ফুল গুলো দেখতে ভীষণই সুন্দর লাগছে।প্রতিটি ফুলের মাঝে আলাদা আলাদা রকম সৌন্দর্য রয়েছে। এই ফুল আমি এই প্রথমবার দেখলাম। পাতাগুলো অনেক আগেই দেখেছিলাম তবে ফুল দেখা হয়েছিল না। আজ দেখে নিলাম বেশ ভালই লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ফুলের নাম আজকে জানতে পারলাম। আপনি খুব সুন্দর করে পত্রলেখা ফুলের ফটোগ্রাফি করেছেন। তবে এই ফুলগুলো আমাদের এদিকে কমবেশি অনেক দেখা যায়। যখন কাছের মধ্যে ফুল ফুটে তখন পাতার চেয়ে ফুল বেশি দেখা যায়। ধন্যবাদ পত্রলেখা ফুলের ফটোগ্রাফি করে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সব সময় আপনার কাছ থেকে চমৎকার কিছু ফটোগ্রাফি দেখে আসছি৷ আজকেও যেভাবে আপনি এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে অনেক বেশি ভালো লাগলো ৷ এখানে এই পত্রলেখা ফুলের সৌন্দর্যকে আপনি আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন৷ অনেক ধন্যবাদ এত চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit