আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার, ১৮ ই জুলাই ২০২৫ ইং
দিনাজপুর সরকারি কলেজের দর্শন বিভাগ বরাবরই আমার কাছে এক বিশেষ অনুভূতির জায়গা। এখানকার পরিবেশ, করিডোর, পাঠাগার, এমনকি বেঞ্চের পুরনো কাঠের গন্ধও যেন কোনো এক অতল দর্শনের চর্চাকেন্দ্র হয়ে উঠেছে। ঠিক সেই বিভাগেই দুদিন আগে কাটানো এক রোমান্টিক, মেধাবী, আর হৃদয়স্পর্শী দিন আজও আমার মন থেকে মুছে যায়নি।সকাল থেকেই আকাশ ছিলো ভারি মেঘে ঢাকা। ক্লাসরুমে বসে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখছিলাম ছড়িয়ে ছিটিয়ে থাকা জলকণা, যা ধীরে ধীরে আমাদের ক্লাসরুমের আলো হাওয়ায় মিশে যাচ্ছিল। হঠাৎ করে টুপটাপ করে বৃষ্টি পড়া শুরু হতেই মনে হচ্ছিলো, প্রকৃতি যেন আমন্ত্রণ জানাচ্ছে বাইরে বেরিয়ে একটু অনুভব করতে শুধু পড়াশোনা নয়, অনুভবটাও তো দর্শনেরই অংশ।
আমরা কয়েকজন বন্ধু বেরিয়ে পড়লাম ছাদের দিকে। দর্শন বিভাগের ছাদটা আমাদের প্রিয় এক আড্ডাস্থল। ছাদের কিনারে দাঁড়িয়ে বৃষ্টিভেজা দিনাজপুর শহরকে দেখতে দেখতে আমাদের আলোচনার শুরু হয় জীবনের অর্থ নিয়ে। কেউ বলল জীবন মানেই এক ধরনের সংগ্রাম, কেউ বলল জীবন হলো ধ্যান ও আত্মজিজ্ঞাসার নাম। কেউ আবার হঠাৎ করে হেগেলের ডায়ালেকটিক তুললো সামনে, বলল প্রতিটি চিন্তাই নিজের ভেতরে এক ধরনের দ্বন্দ্ব বয়ে আনে, আর সেই দ্বন্দ্বই আমাদের সামনে এগিয়ে নিয়ে যায়।আলোচনার মাঝেই কেউ চুপিচুপি গেয়ে উঠলো রবীন্দ্রনাথের গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এল বান।এই গান যেন আরও ঘনিয়ে তুললো মুহূর্তটাকে।
একসময় আমরা নিচে নেমে ক্যাম্পাসের চায়ের দোকানে গিয়ে বসি। ছোট এক কাঁচের গ্লাসে ধোঁয়া ওঠা চা আর সাথে কিছু বিস্কুট এই সামান্য আয়োজনেই যেন মন ভরে যায়। পাশের টেবিলে আরেক দল ছাত্র তর্কে ব্যস্ত ধর্ম দর্শনের প্রাসঙ্গিকতা নিয়ে। শুনে ভালো লাগলো, কী দারুণভাবে এই ক্যাম্পাস দর্শনের আলোকে জীবন্ত করে তুলেছে।চা খেতে খেতে আমরা ফিরে গেলাম স্মৃতির পাতায় কে কিভাবে দর্শনের প্রেমে পড়লো, কে কোন দার্শনিককে সবচেয়ে কাছের মনে করে। আমার এক বন্ধু তখন বললো, আমি বার্কলে র মতবাদে বিশ্বাস করি, কারণ আমি মনে করি যা দেখছি, অনুভব করছি, সেটাই সত্য। বাকি সব অবাস্তব। আমরা সবাই তার সেই বক্তব্য শুনে একমত না হলেও তার চিন্তার গভীরতা মেনে নিলাম।
বিকেলের দিকে বৃষ্টি থেমে গেল। চারপাশ ভিজে, ধোঁয়াটে, আর গাছের পাতাগুলো যেন চকচক করে উঠছে আলোতে। ক্যাম্পাসটা হঠাৎ করেই যেন আরও সুন্দর হয়ে উঠলো। হাঁটতে হাঁটতে ভাবছিলাম, এই দিনটা কেবল একদিনের অভিজ্ঞতা নয়, এটা একটা জীবন দর্শনের প্রতিচ্ছবি যেখানে বৃষ্টি আমাদের এক করলো, আলোচনার মধ্য দিয়ে আমরা জানলাম নিজেকে, আর বন্ধুত্বের বন্ধনে আমরা আরো এক ধাপ এগিয়ে গেলাম।এই অভিজ্ঞতা আমাকে মনে করিয়ে দিলো দর্শন শুধু বইয়ের মধ্যে নয়, জীবনেও আছে। আর সেই জীবনটাই তো সবচেয়ে বড় দর্শন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/Riyadx2P/status/1946191646191677704?t=udswyUJVch1zkNdMEESQUA&s=19
https://x.com/Riyadx2P/status/1946191869873975523?t=ke0PuF-BJy2a0oj-yuY5Dg&s=19
https://x.com/Riyadx2P/status/1946192130533187636?t=X3GqmMS9MTeaKcOgpoB7zw&s=19
https://x.com/Riyadx2P/status/1946192271453335865?t=-RfF0V6n46_E0M5g6PtFrA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit