প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? বাংলা ব্লগের বিভিন্ন আয়োজন সব সময় ইউজারদেরকে মাতিয়ে রাখে এটা অস্বীকার করার কোন সুযোগ নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন কনটেস্ট, বিভিন্ন অনুষ্ঠান, আড্ডা, ডিজে পার্টি, হ্যাংআউটসহ নানান রকমের উৎসবে মেতে থাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি। আজ আমি আপনাদের জন্য ছোট্ট একটি প্রতিযোগিতার আয়োজন করতে চাচ্ছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
প্রথমেই বলে নিচ্ছি এটা কমিউনিটির পক্ষ থেকে কোন অফিসিয়াল কন্টেস্ট নয়। এটি শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে আপনাদের জন্য আয়োজন করা ছোট্ট প্রতিযোগিতা। যেখানে শুধুমাত্র কমেন্টের মাধ্যমেই আপনারা পার্টিসিপেট করতে পারবেন। বিস্তারিত নিয়ম কানুন নিচে উল্লেখ থাকবে। এই প্রতিযোগিতাটি শুধুমাত্র ফটোগ্রাফি রিলেটেড হবে। অনেক সময় গ্যালারিতে অবহেলিতভাবে নিজের কিছু মাস্টারপিস ফটোগ্রাফি থেকে থাকে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সবাই সেই ফটোগ্রাফি গুলোকে দেখতে চাই।
ভিজুয়াল আর্ট এর আধুনিক সংযোজনকে বলা হয় ফটোগ্রাফি। বিভিন্ন কারণে আমাদের দেশে ফটোগ্রাফারদের মূল্যায়ন খুবই নিম্ন পর্যায়ে। একজন ফটোগ্রাফারের মাস্টারপিস ছবির মূল্য কোটি টাকাতেও পৌঁছে যায়। আবার কিছু ফটোগ্রাফি কোন মূল্যের মাপকাঠিতে মাপা যায় না। ফটোগ্রাফি এমন একটা জিনিস যেটা সাধারণ কোন সাবজেক্ট বা অবজেক্ট কে অনন্য রূপে প্রদর্শন করতে পারে। আচ্ছা যাই হোক তাহলে চলুন আমরা প্রতিযোগিতার নিয়ম কানুন গুলো জেনে নিই।
আজকের টপিক্স: বৃষ্টিভেজা ফুলের ফটোগ্রাফি।
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম:
- ফটোগ্রাফিটি সম্পূর্ণ আপনার নিজের হতে হবে।
- ফটো ডিটেলস উল্লেখ করতে হবে। যেমন: ফোকাল ল্যান্থ, ফ্ল্যাশ, ইডিটেড ওর নন ইডিটেড ইত্যাদি।
- ফটোগ্রাফি সম্পর্কে বিস্তারিত লেখা বাধ্যতামূলক নয় তবে আপনার দৃষ্টিভঙ্গিতে ফটোগ্রাফির কনটেক্সট অর্থাৎ প্রসঙ্গ উল্লেখ করবেন।
- ফটোগ্রাফিটি শুধুমাত্র এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করুন।
- শুধুমাত্র বাংলা ব্লগ কমিউনিটির মেম্বারগণ পার্টিসিপেট করতে পারবে।
- সময়সীমা সাত দিন।
এগুলোই ছিলো নিয়ম কানুন। বেশি জটিলতা নেই, জাস্ট ফটো আপলোড করুন আর ফটো ডিটেলস মেনশন করে দিন। ফটো ডিটেইলস পেতে হলে আপনার ফটোর ডিটেলস অপশনে গিয়ে সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর ফটো কন্টেক্সট অর্থাৎ ফটো সম্পর্কে আপনার চিন্তাভাবনার দু এক লাইন লিখে দিবেন। ব্যাপারটা খুবই সিম্পল।
পুরস্কার থাকছে:
প্রথম জন পাবে ৩ স্টিম। দ্বিতীয় এবং তৃতীয় জন পাবে ২ স্টিম করে। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ জন পাবে এক স্টিম করে।
প্রাইজ হিসেবে থাকবে ১০ স্টিম। মাসে দুইটি প্রতিযোগিতা চলবে। আপনার ক্যাপচার করা দারুন দারুন ফটোগ্রাফি এখন আর গ্যালারির কোনায় না রেখে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি খুবই এক্সাইটেড আপনাদের ফটোগ্রাফি গুলো দেখার জন্য।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

ডিভাইস - poco m2
ফোকাল ল্যান্থ - 3.789mm
ফ্ল্যাশ - ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড - নন ইডিটেড
বিবরণ: এই বৃষ্টিভেজা ফুলের ছবিটি অনেকদিন আগে তোলা হয়েছিলো।অনেকেই এটি দেখে মরিচ কিংবা আঙুর ফল ভেবে ভুল করে থাকেন।কিন্তু আসলেই এটি হাইব্রিড জাতের পাথরকুচির ফুল।যেটি দেখতে অনেক সুন্দর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান সময় সাপেক্ষে চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। আপনার আয়োজন করা সবগুলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করি এবারও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব ইনশাআল্লাহ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডিভাইস - Samsung Galaxy M34 5g
ফোকাল ল্যান্থ - 13 mm
ফ্ল্যাশ - ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড - নন ইডিটেড
এই ফটোগ্রাফিটি আমি কিছুদিন আগেই করেছিলাম। যখন আমি আমার নানার বাড়িতে গিয়েছিলাম তখন সেখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল৷ বৃষ্টি বন্ধ হওয়ার সাথে সাথে চলে গেলাম ছাদে। ছাদে গিয়ে এই ফুলের ফটোগ্রাফি করে নিলাম এবং দেখলাম যে আজকে এই ফটোগ্রাফি শেয়ার করার একটা সুযোগ এসেছে৷ তাই এটি আজকে শেয়ার করে দিলাম৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডিভাইস - Samsung Galaxy M31
ফোকাল ল্যান্থ - 4.60mm
ফ্ল্যাশ - ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড - শুধু সেচুরেশন।
এটি অনেক আগের ফটোগ্রাফি, নার্সারিতে অন্যান্য ফুলের চারা কিনতে গিয়ে দেখি বৃষ্টির ফোটা পড়ে রয়েছে গোলাপের উপরে।সত্যি বলতে নার্সারিতে আমরা যাওয়ার আগেই হালকা বৃষ্টি হয়েছিল, আরে সেই ফোঁটা গুলো ফুল খুব সুন্দরভাবে তার পাপড়ির উপরে আকড়ে ধরে রয়েছে। আর তখন এই ফটোগ্রাফিটি করলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডিভাইস - Samsung Galaxy S24 Ultra
ফোকাল ল্যান্থ - 13 mm
ফ্ল্যাশ - ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড - ইডিটেড
এই ফটোগ্রাফিটা বেশ কিছুদিন আগে আমার ছাঁদ বাগান থেকে ক্যাপচার করেছিলাম। বৃষ্টি শেষ হওয়ার পরপরই আমি ছাঁদে যাই কিছু ফটোগ্রাফি ক্যাপচার করতে। আর তখন গোলাপ ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। বৃষ্টি ভেজা অবস্থায় যেকোনো ফুলের সৌন্দর্য অনেকাংশে বেড়ে যায়। আর গোলাপ ফুলের সৌন্দর্য তো আরও বেড়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদিন বৃষ্টির সময় লাঞ্চে বাসায় যাওয়ার সময় ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম। একটি ভ্যান গাড়িতে অনেক গুলো ফুল গাছের চারা ছিল। এই ফুলটি আমার কাছে খুবই সুন্দর লেগেছে। বৃষ্টির পানিতে ভিজে ফুলটি দেখতে চমৎকার লাগছে।
Mobile- Realme C 53
Camera- 50+0.03MP
Location- Narayanganj
Photographer- @joniprins
No Edit
No Flash
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডিভাইস -Redmi12
ফোকাল ল্যান্থ - 28mm
ফ্ল্যাশ - ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড - নন ইডিটেড
বিবরণ:- এই পিকচার টি আজকেই তুলেছি। অফিস থেকে আজকে আউটসাইডে ডিউটি দিয়েছিলো।আজকের গন্তব্য ছিলো ঢাকার শ্রীপুরে।গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেড এ।এই অফিস এর গেট এর বাইরে থেকে এই কড়ি ফুলটির ফটোগ্রাফি করেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডিভাইস - Samsung Galaxy A10
ফোকাল ল্যান্থ - 35mm
ফ্ল্যাশ - ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড --নন ইডিটেড
এই ফটোগ্রাফিটা বেশ কিছুদিন আগে মিরপুর =২ এর একটি নার্সারী থেকে বৃষ্টির দিনে ক্যাপচার করেছিলাম। বৃষ্টি ফোটা ফুলটিতে জমে থাকায় অলকানন্দা ফুলটির সৌন্দর্য বহুগুন বেড়ে গিয়েছিল। বেশ সতেজ লাগছিল ফুলটিকে। আমিও মুগ্ধ হয়ে সঙ্গে সঙ্গে ফুলটির ফটোগ্রাফি করে নিলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যেহেতু গত কয়েকদিন টানা বৃষ্টিপাত হয়েছে, আশা করা যায় সবার কাছেই বৃষ্টি ভেজা ফুলের ফটোগ্রাফি থাকবে। আর সেই ফটোগ্রাফি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বরাবরের মতো এবারের টপিকটাও চমৎকার লেগেছে। বৃষ্টিভেজা ফুলের ফটোগ্রাফি দেখতে আমার বরাবরই খুব ভালো লাগে। কারণ তখন যেকোনো ফুলের সৌন্দর্য বেড়ে যায়। যাইহোক এতো চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ,বেশ সময় উপযোগী প্রতিযোগিতার আয়োজন করেছেন।সবসময় এই ছোট ছোট প্রতিযোগিতা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।অবশ্যই চেষ্টা করবো অংশ নেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডিভাইস - Samsung Galaxy S23 ultra
ফোকাল ল্যান্থ - 23 mm
ফ্ল্যাশ - ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড - নন ইডিটেড
সবারই পরিচিত একটি ফুল নয়ন তারা। আমার কাছে খুব ভালো লাগে এই ফুলটি। আমার ঘরের ছাদের উপর কয়েকটি গাছ রয়েছে। সবগুলো গাছের মধ্যে খুব চমৎকারভাবে ফুল ফুটে থাকে। সেখান থেকে আমি এই ছবি তুলেছিলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কাছ থেকে কন্টেস্টগুলো যখন আমি দেখি তখন আমার অনেক বেশি ভালো লেগে থাকে৷ কারণ আপনি এখানে কনটেস্ট এর মধ্যে যে সকল টপিক নিয়ে পোস্ট শেয়ার করতে বলেন সেগুলো একেবারে সমসাময়িক হয়ে থাকে৷ ঠিক তেমনি এখন এই বৃষ্টির সময় এই বৃষ্টি ভেজা ফুলের ফটোগ্রাফি শেয়ার করার কথা বলেছেন দেখে অনেক বেশি ভালো লাগছে৷ আশা করি অনেকে এখানে অংশগ্রহণ করবেন৷ আমিও এখানে অংশগ্রহণ করার চেষ্টা করব৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই প্রতিযোগিতার টপিক আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আমি অবশ্যই চেষ্টা করবো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ফটোগ্রাফি এমনিতেই খুব পছন্দ করি। ধন্যবাদ এই সুন্দর টপিক নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছবিটি আমাদের বাসার নিচ থেকে তোলা। ফুলটির নাম আমি জানিনা। তবে গোলাপি রঙ দেখে খুবই আকর্ষিত হয়েছি। বৃষ্টির ফোটা পাপড়ির উপর থাকায় মনে হয়েছে যে সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক দিন পর চোখে পড়লো প্রতিযোগিতাটি।জয়েন করার চেষ্টা করবো।ধন্যবাদ ভাই ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit