হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
কখনো কখনো একটা ফুলই হয়ে ওঠে একটা অনুভবের উৎস, একটা জীবনের গল্প। গোলাপের কাঁটায় যেমন ভালোবাসার তীব্রতা লুকিয়ে থাকে, ঠিক তেমনি চন্দ্রমল্লিকার গন্ধে ফিরে আসে ফেলে আসা কারো অপেক্ষা। ছাদে রাখা একলা জবা গাছের পাশে দাঁড়িয়ে চোখে আসে পুরোনো দিনের কেউ,যার হাতে একদিন এই ফুল শোভা পেত। আর বেলি ফুল? তার ঘ্রাণ রাতের নিঃশব্দতাকেও প্রেমে ভরিয়ে তোলে।এই চারটি অনু-কবিতা আমার ভেতরের নীরব ভালোবাসাগুলোর কথা বলে দিয়েছে। ফুলেরা কথা বলতে জানে তারা বলে স্মৃতি, বলে ভালোবাসা।আজ লিখতে লিখতে যেন নিজেকেই খুঁজে পেলাম।ভালোবাসা হয়ত সবসময় মানুষের কাছ থেকে আসে না,কিন্তু একটা ফুল,সে জানে, কখন, কীভাবে, নিঃশব্দে ভালোবাসা দিয়ে যেতে হয়।তাই এই কবিতা গুলো লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে।
একগুচ্ছ অনু কবিতা
মোঃরায়হান রেজা
অনু কবিতা-১
গোলাপের নিচে বসে ছিলাম,
একটু আলো, আর ছায়া জড়ানো ছিল চারপাশে।
সে বলেছিল,ভালোবাসা মানে কাঁটা ও সুবাসের সন্ধি।
আমি গোলাপটা ছুঁয়ে দেখেছিলাম,
রক্তে কাঁটা বিঁধেছিল,
তবু সে গন্ধ আমাকে ভুলতে দেয়নি।
আজও ভালোবাসি,
ফুলের মত কাউকে,
যার ছায়া আমাকে সান্ত্বনা দেয়,
আর কাঁটা মনে করায়,আমি বেঁচে আছি।
অনু কবিতা-২
মাঠ পেরিয়ে বিকেলে হাঁটতে গিয়ে
হঠাৎ দেখি চন্দ্রমল্লিকা,
হাজার পাপড়ির ভিড়ে একটিই কথা বলে,
“তুমি ফিরে এসো।
সে জানে না আমি প্রতিদিনই ফিরি,
তার নরম গন্ধ খুঁজতে।
আমার চিঠির খামে আজও শুকনো পাপড়ি,
যেন এক জীবনের যত্নে রাখা প্রেম।
চন্দ্রমল্লিকার চোখে কুয়াশা,
আমার চোখে বিষণ্ণ আলো,
তবু ফুলের মাঝে , আমি দেখি,
প্রমের কবিতা লেখা।
অনু কবিতা-৩
ছাদের কোণে রাখা জবা গাছটি
আজও লাল ফুল ফোটায়,
যেমন তুমি ফোটাতে চুলের খোঁপায়,
একটা ছোট পিন দিয়ে।
বৃষ্টি নামলে গাছটা ভিজে যায়,
আমিও ভিজি, কল্পনার বৃষ্টিতে।
তোমার হাতের ছোঁয়া নেই,
তবু গাছটা বাঁচে,
তবু ফুল ফোটে প্রতিদিন।
জানি, ভালোবাসা রয়ে গেছে,
জবা গাছের পাতায়,
কোনো অদেখা ছায়া হয়ে।
অনু কবিতা-৪
রাতের আকাশে নক্ষত্র কম,
তবু জানালায় বেলি ফুল রেখে দেই
গন্ধটা যেন রাতকে পূর্ণ করে।
একসময় তুমি বলেছিলে
এই গন্ধে ঘুম আসে না
ভালোবাসা বেড়ে যায়।
তখন বুঝিনি কথার মানে।
এখন বুঝি,যত রাত, যত নিঃশব্দ,
সবই ভরে আছে বেলির ঘ্রাণে।
ভালোবাসা হয়ত আর কেউ দেয় না,
তবু ফুলটা প্রতিদিন বলে
আমি আছি, তোমার জন্যেই।
💗🙏💗।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুব সুন্দর অনু কবিতা লেখেন ভাইয়া। আজকের অনু কবিতাগুলো খুব সুন্দর হয়েছে। তবে দ্বিতীয় নাম্বার কবিতাটি একদম হৃদয় ছুয়ে গেল। খুব সুন্দর ব্যাখ্যা করেছেন কবিতাটা। কবিতাটির মাঝে এত গভীর অনুভূতি রয়েছে যেটা হৃদয় কে স্পর্শ করে গেল। খুব সুন্দর কবিতাটি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতাটা পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। সবগুলো অনু কবিতা খুব সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে বিশেষ করে আমার কাছে ৩ নং এবং ৪ নং অনু কবিতা ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর অনু কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit