হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
গ্রামের পুকুর, খাল কিংবা নদীর ঘোলা জলে বসে বড়শি হাতে মাছ ধরার অভিজ্ঞতা যেন এক অন্যরকম আনন্দে ভরা। বিশেষ করে যখন বড়শিতে ধরা পড়ে কোনো বিশাল সাইজের বড বড় মাছ, তখন আনন্দটা হয় দ্বিগুণ।এ যেন এক ধৈর্য, কৌশল আর ভাগ্যের মিশেল।
প্রথমেই শুরু হয় প্রস্তুতি। বড় মাছ ধরতে হলে বড়শিটা হতে হয় একটু শক্তপোক্ত, টোপটা একটু বিশেষ, কখনো কেঁচো, কখনো কাঁকড়া, কখনো আবার গুঁড়া মাছের মিশ্রণে তৈরি গন্ধযুক্ত টোপ। সকাল কিংবা বিকেলের ঠান্ডা বাতাসে বড়শি ফেলে জলে তাকিয়ে থাকা সেই নিঃশব্দ মুহূর্তে প্রকৃতির সঙ্গ পাওয়া যায়।
মিনিট কুড়ি, কখনো আধাঘণ্টা পর হঠাৎ বড়শিতে একটা টান! সেই টানেই শুরু হয় উত্তেজনা। বড় মাছ সাধারণত সহজে ধরা দেয় না। একবার টোপে লাগলেই শুরু হয় টানাটানি মাছটা একদিকে টানছে, তুমি আরেকদিকে। হুট করে ছিঁড়ে যেতে পারে সুতো, তাই চালাতে হয় সাবধানে। একবার যখন বোঝা যায় মাছটা কাবু হয়েছে, তখন ধীরে ধীরে টেনে তোলা হয়, আর পানির ফাঁক দিয়ে দেখা যায় বিশাল সাইজের বোয়াল, রুই কিংবা কাতল মাছ! সেই মুহূর্তের উত্তেজনা আর আনন্দ ভাষায় বোঝানো কঠিন।
বন্ধু-বান্ধব, পাড়াপ্রতিবেশী জড়ো হয়ে যায় দেখতে এই মাছটা কোথা থেকে ধরলি রে?প্রশ্নের বন্যা বয়ে যায়। কেউ ছবি তোলে, কেউ আবার সঙ্গে সঙ্গে রান্নার পরিকল্পনা করে ফেলে। একটা বড় মাছ যেন সবার মাঝে উৎসবের আমেজ নিয়ে আসে।বড় মাছ ধরার পেছনে একটা সন্তুষ্টির অনুভূতি কাজ করে ধৈর্য ধরে সময় দেওয়া, সঠিক টোপ ব্যবহার, ঠিকঠাক জায়গা বাছাই সবকিছুর সফল ফসল সেই বিশাল মাছ। আজকাল যখন প্রযুক্তির ভিড়ে অনেকেই প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছে, তখন বড়শি দিয়ে মাছ ধরা মানুষকে প্রকৃতির আরও কাছে নিয়ে আসে।
এই অভ্যাস শুধু বিনোদনই নয়, বরং মনকে শান্ত করে, ধৈর্য শেখায় এবং জীবনের ছোট ছোট আনন্দগুলোকে উপলব্ধি করার সুযোগ করে দেয়। বড়শি দিয়ে বড় মাছ ধরার আনন্দ তাই নিছক মাছ পাওয়ার আনন্দ নয় এটা একধরনের আত্মতৃপ্তি, প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়া।বড়শি দিয়ে বড় মাছ ধরা শুধু শিকার নয়, এটা এক ধরনের শিল্প, যেখানে প্রয়োজন ধৈর্য, ভালোবাসা আর প্রকৃতির প্রতি শ্রদ্ধা। যাদের জীবনে একবার এই আনন্দের স্বাদ লেগেছে, তারা জানে এই অভিজ্ঞতা চিরস্মরণীয়।
🙏🤲🙏
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাছ ধরার পর দেখছি পারা প্রতিবেশীর অনেক কৌতূহল হয়েছিল। মাছ ধরার আনন্দটাই অন্যরকমের। বরশি দিয়ে মাছ ধরতে সত্যি অনেক ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit