আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
PUSS এর ইউটিলিটি নিয়ে যদি বলতে চাই। তাহলে এর ইউটিলিটি অনেক বেশি। আসলে যে কোনো মিম কয়েন এর যদি কোনো ইউটিলিটি না থাকে। তাহলে সেটা একেবারে একটা স্ক্যাম কয়েন হয়ে যায়। কারণ আমরা যারা সাধারণত এই অনলাইন জগতের সাথে যুক্ত রয়েছি। বিশেষ করে যারা ক্রিপ্টো যুক্ত রয়েছে ওনারা এটা খুব ভালো করেই জানেন এবং আমরা নিজেরাও জানি এটা অনেক বেশি আনপ্রেডিক্টেবল। এই জগতে কখন কি হয় সেটা ভাবা কিংবা দেখা কিংবা বুঝাটা বেশ মুশকিল। আর এ কারণে এই ক্রিপ্টো জগতে যদি অনেক বেশি উন্নতি শিখরে পৌঁছাতে হয় অর্থাৎ কোনো কয়েন নিয়ে। তাহলে সেই কয়েন এর অবশ্যই ইউটিলিটি থাকা অনেক প্রয়োজন।
আমি কোনো কয়েন এর নাম উল্লেখ করছি না। অর্থাৎ নাম উল্লেখ না করেই বলছি। এটা হয়তো আপনার অনেক ভালো করেই বুঝতে পারবেন। সেটা হচ্ছে, বেশ কয়েকদিন আগে আমরা অনেকেই অর্থাৎ প্রায় সকলেই একটা কয়েন সম্পর্কে জানতে পেরেছি। যেটা আসলে ইউজারদের একেবারে ফ্রি দিচ্ছিলো। অর্থাৎ এটা একটা স্বাভাবিক বিষয় যে কোনো কয়েন এর প্রোমোশনের ক্ষেত্রে অবশ্যই কিছু ফ্রি কয়েন দিতে হয়। কিন্তু এত বেশি ফ্রী কয়েন দিচ্ছিলো যেটা কোটি কোটি ছাড়িয়ে যাচ্ছিলো। শুধু তাই নয়, তার কোনো ইউটিলিটি ছিলোনা। শুধুমাত্র আপ্স এন্ড ডাউন এর উপরেই ওই কয়েন এসেছিলো।
যাইহোক, এরপরে যা হওয়ার তাই হয়েছে। অর্থাৎ মার্কেটে ওই কয়েন আসার পরে সাথে সাথে এতো বেশি দাম নিচে চলে গিয়েছে যে ওই কয়েন আর উপরে উঠতেই পারেনি এবং আমার ওই কয়েন দেখার পর মনে হয় না যে, ওই কয়েন আর উপরে উঠবে। কিন্তু তার বিপরীতে যদি আমরা আমাদের পুস করেন দেখি। তাহলে কিন্তু এর অনেক কিউটালিটি রয়েছে। আর কোনো কয়েনের যদি ইউজেজ থাকে। তাহলে সেই কয়েন আসলে ভালো জায়গায় পৌঁছাতে বাধ্য। তাই আমাদের কয়েনের ইউটিলিটি গুলোকে নিয়ে উচিত আমাদের অনেক বেশি প্রমোট করা। যেমন এবিবি-কিউরেশন, সান বুস্ট, পুশ বার্ন সহ ইত্যাদি ইত্যাদি। কারণ আমাদের ইউটিলিটির কিন্তু কোনো শেষ নেই।