আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
কয়েকদিন আগে একটা লেখা পড়ছিলাম। তো লেখাটি পড়তে পড়তে আসলে একটা পোস্ট আমার চোখের সামনে আসলো। অর্থাৎ মাঝেমধ্যে আসলে ফেসবুকিং করা হয়। যদিও খুব একটা ফেসবুকে ঢোকা হয় না। কারণ ফেসবুকে ভালো খবর কিংবা গুরুত্বপূর্ণ খবর এর চেয়ে বর্তমানে আজেবাজে খবর বেশি দেখা হয়। আর আসলে ব্যস্ততার মধ্যে আজেবাজে সব খবর দেখে নিজের মূল্যবান সময় নষ্ট করার পক্ষে আমি মোটেও নই।
যাইহোক, তো লেখাটি ছিলো যে অনেক পুরনো অর্থাৎ ইনকা সভ্যতার একটি মমি পাওয়া গিয়েছে। এটা ছিলো একটা মহিলার মমি। অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে যে মহিলাটি গুরুত্বপূর্ণ কোনো সদস্য ছিল এবং মহিলাটি কুজো হয়ে বসে ছিলো এবং তার মমির চোখ গুলো আঁকা হয়েছিলো নীল রঙ দিয়ে। আর শুধু মমি পাওয়া গেছে, এটা নয়। অর্থাৎ একটা মমি পাওয়ার মাধ্যমে ধারণা করা হচ্ছে যে পুরো একটা সভ্যতাকে বিশ্লেষণ করা যাবে। অর্থাৎ চিন্তা করুন, শুধুমাত্র একটি মমি দিয়ে বিজ্ঞানীরা কিংবা বিশ্লেষণ কারীরা পুরো একটি সভ্যতাকে রিপ্রেজেন্ট করে। তার মানে এইসব মমি আমাদের বিশ্লেষণ কিংবা আমাদের ইতিহাস চর্চার জন্য কতোটা গুরুত্বপূর্ণ।
আমার অনেক সময় মমির কালোবাজারি দেখা যায়। অর্থাৎ বিভিন্ন মমি কম টাকায় অনেকেই কিনে নেয়। এবং বাইরের দেশে পাচার করে দেয় অনেক বেশি বেশি টাকায়। অর্থাৎ যেটা নিজেদের দেশে বিশ্লেষণ করা সম্ভব এবং যে ক্রেডিট নিজের দেশ নিতে পারে। সেই ক্রেডিট টাকার বিনিময়ে অন্যকে দিয়ে দেওয়া হয়। অর্থাৎ অনেক রকমের ব্যাপার রয়েছে। কিন্তু সব কথার এক কথা হলো। একটা সভ্যতা বিশ্লেষণ করছে, এটা সত্যি আমাদের বিজ্ঞানের অগ্রগতি বলতে হবে।