কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
প্রত্যেকটা মানুষের মধ্যে বিবেক নামক একটি জিনিস থাকে। আর এই বিবেক আমাদের জীবনের ভালো এবং খারাপ প্রত্যেকটি সময়ে আমাদের পাশে থাকে। কিছু কিছু মানুষের জীবনে এই বিবেক খুবই শক্তিশালী হয় এবং সক্রিয়ভাবে থাকে আবার কিছু কিছু মানুষের মধ্যে এই বিবেক খুবই দুর্বল হয় এবং সুপ্ত অবস্থায় থাকে। যেসব মানুষের মধ্যে এই বিবেক সুপ্ত অবস্থায় থাকে এবং খুবই দুর্বল হয় সেই সব মানুষ এই পৃথিবীর যত অন্যায় কাজ আছে সবকিছু যদি একটার পর একটা করতে থাকে তাও এদেরকে এই বিবেক দংশন তো দূরের কথা বিবেক একটু নারাও দেয় না। কিন্তু যেসব মানুষের মধ্যে এই বিবেক খুবই সক্রিয় অবস্থায় থাকে এবং খুবই শক্তিশালী হয়ে থাকে তারা যদি সামান্য একটা কোন ভুল করে, এমনকি না বুঝে কারোর মনে কষ্ট দেওয়া কোন কথাও যদি বলে বসে তাতেও জানো এই বিবেক এমনভাবে এইসব মানুষকে আক্রমণ করে যা প্রাশ্চিত্ত না করা অবধি এইসব মানুষের শান্তি হয় না। পৃথিবীতে এমন মানুষ আছে যারা প্রচুর খারাপ কাজ করে বেড়ায়, মানুষের মনে কষ্ট দেয়, মানুষের সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করে, অনেক ছোট বড় নোংরামি কাজ করে।
নেশা করে বিভিন্ন মানুষের উপর এবং পরিবারের উপর অত্যাচার করে মারধর করে এমনকি কারোর সাথে যদি খাপ না খায় বা শত্রুতা থাকে তাকে মার্ডার অবদি করে দেয়, কিন্তু তবুও এসব মানুষের বিন্দুমাত্র বিবেকের দংশন হয় না। এসব মানুষের মন না জানি ভগবান কি দিয়ে তৈরি করেছে, এসব মানুষের মন এতটাই কঠোর হয়ে থাকে যে তারা নির্দ্বিধায় অন্য মানুষকে কষ্ট দিয়ে রাতে আরাম করে ঘুমাতে পারে। এসব মানুষের অন্যকে কষ্ট দিয়ে বা অন্য জীবন নষ্ট করে বিন্দুমাত্র কষ্ট বা আফসোস অনুভব হয় না। এরা অনায়াসে মানুষের দুঃখ কষ্টের কারণ হয়ে বসে। এইসব কঠোর মানুষগুলো অন্যের জীবনের সর্বনাশ করে অন্যের সংসার নষ্ট করেও নিজের সংসারে ঠিক সুখে শান্তিতে এবং আনন্দে দিন কাটাতে পারে। এইসব বিবেকহীন মানুষদের বিবেক মনে হয় একদমই থাকে না। এসব মানুষ অনেক বেশি কঠিন এবং কঠোর স্বভাবের হয়ে থাকে। এদের মনের মধ্যে একটুও ভালোবাসা ভালো অনুভব-অনুভূতি কিছুই মনে হয় থাকে না। এরা খুবই নির্দয় প্রকৃতির হয়ে থাকে এবং যে কোন কাজ খুবই নিষ্ঠুরতার সাথে করতে পারে। আসলে এইসব মানুষের মানসিক ভারসাম্য একটু খারাপ প্রকৃতির হয়ে থাকে।
কারণ এসব মানুষের যদি মানসিকতা ভালো থাকতো তাহলে তারা এমন কঠোর নির্ধারণমূলক কাজ করে এবং জঘন্য থেকে জঘন্য কাজ করেও শান্তিতে থাকতে পারতো না। বিবেকহীন মানুষ অনায়াসে যে কোন মেয়ের ক্ষতি করে বা যে কোন মানুষকে মেরে ফেলে শান্তিতে ঘুমাতে পারে কিন্তু সাধারণ মানুষ যাদের মধ্যে মায়া-মমতা ভালোবাসা আছে সেসব মানুষ কখনোই এমন জঘন্য কাজ করে শান্তিতে রাতে ঘুমাতে পারে না। আসলে যেসব মানুষের মধ্যে বিবেক সক্রিয় রয়েছে তারা একটু খারাপ কাজ করলে বা কারোর মনে আঘাত করা কথা বললে তাদের বিবেকের অনেক বেশি দংশন করতে শুরু করে এবং তাদের অনেক বেশি খারাপ অনুভব হয় সে কাজটি করার জন্য। তাই এইসব নরম স্বভাবের মানুষ কখনো কারোর মনে আঘাত করে কোন কথা বলতে পারে না বা কারোর কোন ক্ষতি করার কথা চিন্তাও করতে পারে না। কারণ কখনো ভুল করেও এইসব নরম মনের মানুষ কখনো যদি কাউকে মনে আঘাত করে কোন কথা বলে বসে তাহলে সেই কথা ভেবেই তারা অনেক কষ্ট অনুভব করে। যার কারণে পরবর্তী সময়ে কখনোই এসব ব্যক্তি এমন কোন কথা বলে না বা কাজ করে না যার ফলে অন্য কেউ কষ্ট পাক বা অন্য কারোর কোন বড় ক্ষতি হয়ে যায়।
আসলে যারা নরম স্বভাবের মানুষ তারা নিজেরা প্রতিনিয়ত অন্যের দ্বারা কষ্ট পেয়ে থাকে কিন্তু কখনো এইসব মানুষ কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করে না এবং প্রতিনিয়ত ভেবেচিন্তে কাজ করে বা কথা বলে যেন তার কারণে কারোর কোন ক্ষতি না হয় বা কেউ কষ্ট না পায়। অপরদিকে নিষ্ঠুর বিবেকহীন মানুষগুলো সব সময় স্বার্থপরের মত নিজের কথাই চিন্তা করতে থাকে, নিজের কিসে লাভ হবে এবং কি সেটা আর পৈশাচিক আত্মা তৃপ্তি পাবে সেই চিন্তাই করতে থাকে। আর এই এইসব মানুষ যদি নিজের লাভ করতে গিয়ে কারোর ক্ষতিও করে বসে তাও তাদের কিছু আসে যায় না। তাই আমাদের প্রতিনিয়ত প্রতি পদক্ষেপে এসব মানুষের থেকে দূরত্ব বজায় চলা উচিত। আমরা যখনই বুঝবো যে আমরা যাদের সাথে মিশছি তারা অনেক বেশি নিষ্ঠুর এবং বিবেকহীন তখন তাদের কাছ থেকে সবসময় দূরত্ব বজায় রাখার চেষ্টা করব। কারণ এইসব বিবেকহীন মানুষ যেকোনো সময় যে কোন ভাবে আমাদের ক্ষতি করে বসতে পারে তাদের একটু স্বার্থসিদ্ধির জন্য। আর এইসব মানুষ নিজের স্বার্থসিদ্ধির জন্য অনেক জঘন্য থেকে জঘন্য অপরাধ পর্যন্ত করতে পারে। আর এই জঘন্য অপরাধ করার জন্য তাদের একটুও বিবেকের দংশন হয় না।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/pussmemecoin/status/1946032455879975300
https://x.com/PussFi_FNDN/status/1946034027322077255?t=s4rqHLZhevq9gSuHVEWKQg&s=19
https://x.com/pussmemecoin/status/1946261012338123119
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit