আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
অবেহেলিত অনেক হয়েছি, তাই এখন আর অবহেলা গায়ে মাখাই না। |
---|
বন্ধুরা টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকে কি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো। সত্যি বলতে অবেহেলিত অনেক হয়েছি, তাই এখন আর অবহেলা গায়ে মাখাই না।হঠাৎ এই বিষয় মাথায় ঘুরপাক খাচ্ছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ।আসলে ভালোলাগার সব বিষয়বস্তু আমার বাংলা ব্লগে শেয়ার করি, তাই ভাবলাম এ বিষয়টিও আপনাদের সাথে শেয়ার করি।
আসলে জীবনের কিছু মুহূর্তে, আমরা এমন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হই, যা আমাদের এক ধরনের পরিবর্তন এনে দেয়। অবহেলা, অপমান, বা মানসিক যন্ত্রণা এইসব কষ্টের শিকার হওয়া আমাদের অনেক কিছু শিখায়। বিশেষ করে যখন বার বার অবহেলিত হই, তখন মনে হয়,এবার আর নয়, আর গায়ে মাখা যাবে না।
অবেহেলা মানে শুধু শারীরিক বা মানসিক ক্ষতি নয়, এটা আমাদের আত্মবিশ্বাস এবং মানসিক শান্তিকে নষ্ট করে দেয় আর কষ্ট দেয়। যখন আমরা অন্যদের থেকে ভালোবাসা বা সম্মান আশা করি এবং তা পাই না,তখন এক ধরনের অসহায়ত্ব বা হতাশা আমাদের ঘিরে ফেলে।কিন্তু, একসময় সেটা আর গায়ে লাগেনা, কারণ যারা অমানুষ হয়ে গেছে তাদের থেকে সম্মান কি বা আশা করা যায়।আর তখনই তাদের অবহেলা, অপমান আমাদের শক্তি হয়ে ওঠে।
অবেহেলিত হওয়ার পর আমরা শিখি কিভাবে নিজেকে সম্মান দিতে হয়, কিভাবে নিজেকে ভালো রাখতে হয়। মানুষ যতই আমাদের অবহেলা করুক না কেন, শেষ পর্যন্ত আমরা নিজের মূল্য বুঝতে পারি। এই উপলব্ধি আসে সময়ের সাথে। যখন কাউকে খুব বেশি গুরুত্ব দিয়েও আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই, তখন বুঝি, নিজের সুখের জন্য অন্যের উপর নির্ভর না করাই ভালো।
এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হল নিজেকে অন্যদের দৃষ্টিতে পরিণত না করে,অন্যরা যেভাবে চলতে চায় চলুক, আর তাদের ফলাফল অবশ্যই তারা পাবে।এটা মাথায় রেখে নিজের দৃষ্টিতেই নিজেকে মূল্যায়ন করা।যদিও এটা সোহজ নয় কিন্তু একবার যদি আমরা এই মনোভাব গ্রহণ করি, তাহলে আমাদের আত্মবিশ্বাস অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠবে।
আজকাল, আমি জানি, কেউ আমাকে অপমান করুক বা অবহেলা করুক, তাতে আমার সুখ বা শান্তি নির্ভর করবে না। আমি জানি, যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে পছন্দ করে এবং ফ্যামিলি ও মা-বাবার সাথে থাকতে পারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাসের সাথে চললে, অন্যদের অবহেলাও আর গায়ে মাখা লাগে না।
তাই, আজকের দিন থেকে, আমি আর কাউকে নিজের মূল্য নির্ধারণ করতে দেব না। আমি জানি, আমি কী, আমি কী চাই, এবং আমি কীভাবে নিজের জীবন তৈরি করতে চাই।অবেহেলিত হওয়ার পর আমি যে সিদ্ধান্তে এসেছি, তা হলো নিজেকে সবার আগে ভালোবাসা।আমার মা-বাবা আর ফ্যামিলি নিয়েই আমি স্বয়ংসম্পূর্ণ, অযথা অবহেলাকারীদের আপন ভেবে নিজে কেন কষ্ট পাবো।যাইহোক আজ আর নয়।
তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়বস্তু,যাই হোক আশা করছি বিষয়টি আপনাদের ভালো লেগেছে। আজকে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিলাম।সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR

ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | জেনারেল রাইটিং । |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
লোকেশন | - বাংলাদেশ। |
আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
আপনার এই মনোভাব সত্যিই প্রশংসনীয়! নিজের মূল্য বোঝা এবং অবহেলা না মানা একটি বড় অর্জন। এমন দৃঢ়তা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে।অবহেলা জীবনের একটি কঠিন শিক্ষা, কিন্তু আপনি তা থেকে শক্ত হয়ে উঠেছেন। এভাবেই নিজের সম্মান রক্ষা করুন—আপনার এই জয়যাত্রা অব্যাহত থাকুক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মন্তব্যটি পড়ে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ দারুন লিখেছেন তো। পড়ছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম। কেমন করে এমন সুন্দর কিছু কথা আমাদের কে উপহার দিলেন। যাই হোক আমিও তাহলে আজ থেকেই নিজেকে ভালোবাসবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit