আমরা কেন এত ভুল করি?

in hive-129948 •  16 days ago  (edited)

আজ -১৬য় আষাঢ় | ১৪৩২ বঙ্গাব্দ | বর্ষাকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।



আমরা কেন এত ভুল করি.png

আমরা ভুল করি, কারণ আমরা মানুষ। আমাদের মনটা শুধু বাস্তবতা বোঝে না— এটা আবেগ বোঝে, স্বপ্ন বোঝে, আশা ধরে রাখে। আমরা জানি কিছু মানুষ কেবল প্রয়োজন ফুরালেই বদলে যাবে, তবুও তাদের মুখে একটুখানি ভালোবাসা শুনলেই সব ভুলে আবার কাছে টেনে নিই। জানি, অনেক রাস্তা আমাদের কোনও গন্তব্যে নিয়ে যাবে না, তবুও শুধু একটা সম্ভাবনার আশায় হেঁটে যাই অনেকদূর। আমরা জানি, বারবার একই জায়গায় ভেঙে পড়ব, তবুও এক ধরণের অবুঝ সাহসে আবার দাঁড়াই— ভাবি, ‘এইবার হয়তো সব বদলে যাবে।’

আমরা ভুল করি কারণ আমরা তাড়াহুড়ো করি। জীবনের অনেক কিছু খুব তাড়াতাড়ি চাই— সাফল্য, সম্পর্ক, স্বীকৃতি। আমরা ধৈর্য রাখতে পারি না, অপেক্ষা করতে পারি না। তাই মাঝপথেই সিদ্ধান্ত নিই, অর্ধেক জানাতেই বিশ্বাস করি, যার ফলে একসময় সেই বিশ্বাসটাও আমাদের বিশ্বাসঘাতকতা মনে হয়। কখনো কখনো আমরা এমন মানুষের পেছনে দৌড়াই, যারা একবারও ফিরে তাকায় না। আবার এমন মানুষকে এড়িয়ে চলি, যারা একটিবার হাত ধরলেই হয়তো জীবনটা একটু সহজ হয়ে যেত।

আমরা ভুল করি, কারণ আমরা অতীত ভুলে যাই না, আবার ভবিষ্যৎ নিয়েও ভীষণ ভয় পাই। এই দুইয়ের টানাপোড়েনে বর্তমানটাকে আমরা কখনোই ঠিকমতো ধারণ করতে পারি না। আমাদের ভেতরে অনেকগুলো অসমাপ্ত অধ্যায় জমে থাকে— কেউ ফেলে আসা ভালোবাসা, কেউ ভাঙা স্বপ্ন, কেউ বিশ্বাসঘাতকতার কাঁটা নিয়ে বাঁচে। আর এই অসম্পূর্ণতাগুলোই আমাদের বারবার অসচেতন করে তোলে, সিদ্ধান্তে ভুল করায়। কখনো আমরা অতিরিক্ত ভালোবাসি, আবার কখনো কিছু না জেনেই দূরে সরে যাই— শুধু পুরনো ভুলের ভয় বা অতিরিক্ত আগ্রহের কারণে।

কিন্তু দিনের শেষে, আমরা ভুল করেই শিখি। কোনো ভুলই একেবারে অর্থহীন নয়, যদি আমরা সেই ভুলের ভেতরে লুকিয়ে থাকা শিক্ষা খুঁজে নিতে পারি। কারণ প্রত্যেকটা ভুল আসলে আমাদের নিজেদের একটা ভাঙা আয়না— যেখানে আমরা বুঝতে পারি, কোথায় একটু বদলানো দরকার ছিল, কোথায় একটু থেমে যাওয়া উচিত ছিল। আমরা সবাই একটু ক্লান্ত, একটু আহত, একটু দিশেহারা— কিন্তু ঠিক সেই কারণেই আমরা মানুষ, নিখুঁত নই, তবুও প্রতিবার ভুলের পরও আবার নতুন করে স্বপ্ন দেখি, নতুন করে ভালোবাসতে চাই।

তাই যদি কখনো ভাবো, “আমি কেন বারবার ভুল করছি?”— তখন একটিবার নিজেকে একটু আদর করে বোলো, “কারণ আমি মানুষ। আমি শিখছি।”


সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।

1000038736.webp


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community