আজ -১৪ আষাঢ় | ১৪৩২ বঙ্গাব্দ | বর্ষাকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
দিন শেষে সবাই বলে—“সময় কই?”
আমরাও বলি, “সময় পাই না।”
কিন্তু আসলেই কি সময় নেই, নাকি আমাদের অ priorities গুলোর ভিড়ে সময়গুলো হারিয়ে যায়?
জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন আর অর্থ উপার্জন নয়, বরং সময় বের করা। পরিবার, প্রিয়জন, নিজের জন্য—এই ছোট্ট অথচ অমূল্য সময়টুকু খুঁজে পাওয়াটাই যেন সবচেয়ে দুর্লভ হয়ে উঠেছে। ব্যস্ততা আমাদের চারদিক থেকে এমনভাবে ঘিরে ফেলেছে, যেন নিঃশ্বাস নেওয়ারও অবকাশ নেই।
একসময় বিকেল মানেই ছিল ছাদে হাঁটা, গল্প করা, আড্ডা দেওয়া। এখন বিকেল মানে অফিসের শেষ মেইলটা পাঠানো, ট্রাফিক পার করে বাসায় ফেরা, বা হয়তো ল্যাপটপ খুলে আবারও কাজ শুরু করা। সকাল, দুপুর, রাত—সব মিলিয়ে একটা অস্পষ্ট ছুটে চলা, যেখানে আমরা নিজের জন্যই সময় রাখতে ভুলে যাই।
সবচেয়ে কষ্টের ব্যাপারটা হলো, আমরা অনেক সময় যাদের ভালোবাসি, তাদের জন্যও সময় দিতে পারি না। মায়ের ফোনটা ‘পরে কল করব’ বলে কেটে দিই, বন্ধুর মেসেজ রিভিউ না করেই থেকে যায়, আর প্রিয় মানুষটা অপেক্ষা করে—শুধু একটু কথা বলার জন্য।
বাস্তবতা কঠিন, এটা আমরা সবাই জানি। কিন্তু যদি নিজের জীবনের মানে খুঁজতে চাই, তাহলে সময় না থাকাটাই সবচেয়ে বড় বিপদ। কারণ সময় না থাকলে জীবন ফাঁকা হয় না, বরং ভরপুর থাকে অপ্রকাশিত অনুভূতিতে, ফেলে রাখা সম্পর্কের চিহ্নে, আর সেই কথাগুলোর ভারে যেগুলো বলা হয়নি।
সময় কখনো পাওয়া যায় না—সময় বের করতে হয়। আর সেটা করতে গেলে প্রয়োজন হয় উপলব্ধি। আমরা যদি প্রতিদিন ১৫ মিনিট নিজের জন্য রাখি—চুপচাপ থাকি, প্রিয় কারো সঙ্গে কথা বলি, একটা পুরোনো গান শুনি—তাহলেই জীবনটা একটু করে আবার নিজের মতো হতে শুরু করে।
সময় না থাকাটা আসলে অজুহাত নয়, এটা একটা সংকেত—যে হয়তো আমাদের জীবন থেকে ‘জীবন’টাই একটু একটু করে সরে যাচ্ছে।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit