মাটির চুলায় রান্না করে ব্রয়লার মুরগীকে ঝাল রান্না করে খাওয়া ১০% বেনিফেসিয়াল সাই-ফক্স।

in hive-129948 •  3 years ago 

20220515_103728.jpg

হ্যালো,

আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যবৃন্দগণ আপনারা সবাই কেমন আছেন।আশা করছি ভালো আছেন,আর আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যবৃন্দ ভালো থাকুক সেটাই আমি একান্ত কাম্য করি।আপনাদের পাশাপাশি আমি ও এখন মোটামুটি কিছুটা ভালো আছি।প্রায় দুই সপ্তাহ দরে টাইফয়েড জ্বরে ভুগতেছিলাম।আজ কিছুটা সুস্থতাবোধ করছিলাম তাই আপনাদের মাঝে আবার ফিরে আসায়।

20220515_103747.jpg

তো আজকাল ভীষণ গরম অনুভব করতেছি।মনে হচ্ছে দুই এক পসলা বৃষ্টি হলে আবহাওয়া ও পরিবেশটা ঠাণ্ডা লাগতো।যাইহোক, সবার সুস্থতা কামনা করছি এই গরমের বিভিন্নরকম অসুখ থেকে আল্লাহপাক সবাইকে দূরে রাখুক।আমিন।

20220509_135257.jpg

তো আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি শুধুমাত্র ব্রয়লার মুরগীর মাংস রান্নার রেসিপি।শুধুমাত্র ব্রয়লার মুরগী রান্না করে খাওয়ার রেসিপি।আর এই ব্রয়লার মুরগীকে সুস্বাদু করে রান্না করে খেতে গিয়ে আমাকে যেসব মসলাজাতীয় উপাদানগুলোর সাহায্য নিতে হয়েছে ব। প্রয়োজন হয়েছে।তাঁর বিস্তারিত নিম্মরূপ:

উপকরণপরিমাণ
ব্রয়লার মুরগী১-কেজি
পেঁয়াজ কুঁচি৫-টা
রসুন বাটা২-টা
হলুদের গুড়াপরিমাণ মত
মরিচের গুড়াপরিমাণ মত
জিরা গুড়া মসলাপরিমাণ মত
মুরগীর মসলা১-প্যাকেট
ধনিয়াপাতাপরিমাণ মত
এলাচ১০-টা
তেজপাতা২-টা
কাঁচা মরিচপরিমাণ মত

চলুন শুরূ করা যাক ব্রয়লার মুরগীকে সুস্বাদু করে রান্না করে খাওয়ার রেসিপি।

20220515_103917.jpg

শুরূতে আমি একটা পেলেটে কতগুলো পেঁয়াজের কুঁচি, লবণ, হলুদের গুড়া, জিরা গুড়া, কাঁচা মরিচ কাঁটা ও ধনিয়াপাতা কেঁটে পেলেটের ভিতরে রাখলাম।

IMG-20220303-WA0039.jpg

প্রথমত: আমি আস্তা একটা মুরগী নিশ্চিত করলাম।দেন এটাকে কেঁটে কেঁটে টুকরো করে একটা পেলেটের ভিতরে নিয়ে রাখলাম।

IMG-20220303-WA0038.jpg

দ্বিতীয়ত: একই মুরগীর মাংসগুলারে পেলেটের ভিতরে রেখে হলুদ ও মরিচ মাখিয়ে নিলাম।

IMG-20220303-WA0035.jpg

তৃতীয়ত: মাটির চুলার উপররে একটা কড়াই বসিয়ে দিলাম এবং এর মাঝে সরিষার তেল ঢেলে দিলাম।তেল গরম হওয়ার পর পরই এর মাঝে হলুদেট গুড়া ও মরিচের গুড়া দিয়ে মাংসগুলারে ভালো করে ভাজি করে নিলাম।

20220509_110743.jpg

20220509_110127.jpg

20220509_105958.jpg

20220515_104028.jpg

20220515_103942.jpg

চতুর্থ: যখন দেখলাম মাংসগুলো ভাজি হয়ে গেছে তখন চুলার উপরে একটা পাতিল বসিয়ে দিলাম।আর শুরূতে পাতিলের ভিতরে সরিষার তেল ঢেলে দিলাম।আর পাতিলের ভিতরে পেঁয়াজের কুঁচি, রসুনের বাটা, আদা বাটা, এলাচ ও জিরা গুড়া মসলাসহ সবগুলো উপাদান দিয়ে এইগুলারে ভালো করে নাড়াচড়া করে নিয়ে নিলাম।ভালো করে নাড়াচড়া করার পর এর মাঝে একটু পানি ঢেলে দিলাম।পানি দেয়ার পর পাতিলের ভিতরে এক এক করে মাংসের টুকরোগুলো দিতে লাগলাম।এক পর্যায়ে সবগুলা মাংসের টুকরো দিয়ে দিলাম।এবং তা মসলাজাতীয় উপাদানগুলোর ভিতরে ভালো করে মিশিয়ে নিলাম।

20220515_103906.jpg

20220509_085202.jpg

20220509_085938.jpg

20220509_085258.jpg

20220509_085312.jpg

20220509_085733.jpg

20220509_085721.jpg

20220509_085704.jpg

20220509_085645.jpg

পঞ্চম: যখন দেখলাম সবগুলা মাংসের টুকরে দেয়া ও মসলার ভিতরে মিশানোর কাজ শেষ তখন এর উপর ঢাকনা দিয়ে রাখলাম ঠিক দশ মিনিটের জন্য।দশ মিনিট পর ঢাকনা তুলে একটু পানি দিয়ে হালকা নাড়াচড়া করিয়ে আবার দশ মিনিটের জন্য পুনরায় ঢাকনা দিয়ে রাখলাম।আর যখন ঢাকনা তুলে নিলাম তখন দেখলাম মোটামুটিভাবে হয়ে আসলো আমার ব্রয়লার মুরগীর মাংস রান্নার রেসিপি।আর পাতিল ছোট হওয়াতে এবং মাটির চুলায় রান্না করাতে, রান্না শেষে আমি আমার ব্রয়লার মুরগীর মাংসগুলাকে অন্য একটা পাতিলের ভিতরে নিয়ে রাখলাম।

20220509_085617.jpg

20220509_085905.jpg

20220509_085846.jpg

20220515_103830.jpg

20220509_135246.jpg

ব্যাচ এইভাবে হয়ে গেল আমার ব্রয়লার মুরগীকে সুস্বাদু করে রান্না করে খাওয়ার রেসিপি।

20220515_103813.jpg

20220509_135305.jpg

20220515_103706.jpg

@moarif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বিশেষত বয়লার মুরগি একটু ঝাল না হলে মজাই হয়না। আর মাটির চুলায় যদি রান্না করা হয় সেটি অনেক সুস্বাদু হয়। কেননা গ্যাসে রান্না চাইতে মাটির চুলার রান্না সুস্বাদু এটি প্রমাণিত ধন্যবাদ আপনাকে।

আপনি যথার্থ প্রামাণ্য চিত্র তুলে ধরেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ।

মাটির চুলায় রান্না করলে খাবার কেন জানি বেশি সুস্বাদু হয়। অনেকদিন হলো মাটির চুলায় রান্না করে খাওয়া হয় না। বহুদিন পর আজকে আপনার মাধ্যমে মাটির চুলায় রান্না করার কিছু মুহূর্ত দেখতে পেলাম। আপনি খুবই সুন্দর ভাবে ব্রয়লার মুরগির ঝোল রেসিপি তৈরি করেছেন। যা দেখে খেতে খুবই সুস্বাদু হয়েছে। মাটির চুলা এত সুন্দর একটি রেসিপি রান্না করে আমদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

চেষ্টা করেছি ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে।ন্যবাদ

ব্রয়লার মুরগির ঝাল ঝাল রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। আসলে ব্রয়লার মুরগির রেসিপি গুলো ঝাল ঝাল করলে আরও বেশি মজাদার হয়। আপনার রেসিপি উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে, শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে।

দুই সপ্তাহ পর এখন কিছুটা সুস্থতা অনুভব করে আমাদের মাঝে ফিরে এসেছেন দেখে খুবই ভালো লাগলো। দোয়া রইল আপনি যেন পুরোপুরি সুস্থ হয়ে যান খুব দ্রুত। মাটির চুলায় যেকোনো খাবার রান্না করলে তার স্বাদ আমার কাছে অনেক বেশি মনে হয়। আপনি বয়লার মুরগি খুব সুস্বাদু করে রান্না করেছেন। দেখে খেতে ইচ্ছা করছে। অনেক লোভনীয় লাগছে আপনার বয়লার মুরগির রেসিপিটি।

আপনার প্রতি অনেক কৃতঙ্গতা প্রকাশ করছি।আমার সুস্থতার জন্য দোয়া রাখার জন্য।সব মিলিয়ে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

আপনার পুরোপুরি সুস্থতা কামনা করছি।আসলেই অনেক গরম পরেছ।যাই হোক আসলেই মাটির চুলায় রান্নার অন্যরকম স্বাদ।আপনার বয়লার মুরগীর রেসিপি মনে হচ্ছে খেতে বেশ ভালো হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

অশেষ কৃতঙ্গতা আপনার প্রতি আপু।

আসলে মাটির চুলায় রান্না করা তরকারি একটু বেশি মজা লাগে। আপনি খুব সুন্দর ভাবে মাটির চুলায় ব্রয়লার মুরগী রান্না করে দেখিয়েছেন আমাদের মাঝে। মুরগির মাংস রান্না দেখেই খেতে ইচ্ছা করছে। অত্যন্ত চমৎকারভাবে আপনি রান্নার সম্পন্ন করেছেন। অনেক পেঁয়াজ ব্যবহার করেছেন রান্না হয়েছে তাই খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে।

সত্যিই বলতে কি মাংসগুলো খেতে অনেক অনেক সুস্বাদু হয়েছিলো।

আপনি খুবই সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন বয়লার মুরগির মাংস আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাসাতেও বেশিরভাগ টাইম মাটির চুলায় রান্না করে থাকে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ রইল আপনার জন্য ও।

একটু ঝাল ঝাল করে মুরগি ভুনা করলে খেতে এমনিতেই অনেক মজাদার এবং সুস্বাদু হয় আপনার প্রস্তুত করার রেসিপি দেখে খুব মজা হয়েছিল

জ্বি জাল করে রান্না করেছিলাম।

  ·  3 years ago (edited)

মাটির চুলার রান্নার মজাই আসলে আলাদা হয়। আর এটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আমার কাছে বেশ ভাল লাগে। আজকে আপনি মাটির চুলায় বয়লার মুরগী রান্নার রেসিপি শেয়ার করেছেন ভাই। মুরগির মাংস খেতে খেতে আমার কাছে বেশ ভালো লাগে না রান্না টা অনেক বেশি মজার মনে হচ্ছে।

জ্বি খেতে অনেক সুস্বাদু হয়েছিলো।আমার ছোট্ট বাগিনা অনেক পছন্দ করে মাংস খাওয়াটা আলহামদুলিল্লাহ বাগিনা ও ভালো খেয়ছে সাথে আমি তো আছি।

মুরগি মানে ভালোবাসা। মুরগির মাংস আমার ভীষণ পছন্দের একটা খাবার। মুরগির মাংসের রেসিপি থেকে ভাই জিভে জল চলে আসলো। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপনি। রেসিপি দেখে বোঝাই যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ ভাই এরকম সুন্দর একটি মুরগির মাংসের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

হুম ভাইয়া খেতে অনেক সুস্বাদু হয়েছিলো।

শুধুমাত্র গ্রাম ছাড়া তো এখন আর মাটির চুলা দেখাই যায় না। একেবারে বিলুপ্ত হয়ে গেছে। যেকোনো মাংস আবার ঝাল না হলে আমার ভালো লাগে না। ব্রয়লার মুরগির ঝাল রেসিপি টা দারুণ তৈরি করেছেন। দারুণ লোভনীয় ছিল। ধন্যবাদ আমাদের সাথে রেসিপি টা শেয়ার করে নেওয়ার জন্য।।

আপনি সত্যিই বলেছেন গ্রাম ছাড়া এই ধরণের মাটির চুলায় এখন খুঁজে পাওয়া যায় না।

প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি আশা করি খুব দ্রুতই টাইফয়েড থেকে সেরে উঠবেন। মাটির চুলায় আপনি খুব চমৎকার করে ব্রয়লার মুরগির ঝাল রেসিপি আমাদের মধ্যে শেয়ার করেছেন। আসলেই মাটির চুলায় রান্না করলে স্বাদটা অন্যরকম হয়। আমার কাছেও খুব ভালো লাগে খেতে। মাটির চুলায় ব্রয়লার মুরগির ঝাল রান্নার রেসিপির প্রত্যেকটি ধাপ সুন্দর করে উপস্থাপন করেছেন। রেসিপিটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সুস্থতার জন্য দোয়া রাখার জন্য।

মুরগির মাংস আমার কাছে অনেক মজা লাগে তবে মুরগির মাংস বাসায় কখনো তেলে ভাজি করে রান্না করে খাওয়া হয়নি। একবার ট্রাই করে দেখব তেলে ভাজার পর মুরগির মাংস রান্না করলে খেতে কেমন হয় তবে আপনার রেসিপির ছবি দেখে তো বেশ লোভনীয় মনে হচ্ছে।

হুম খেয়ে ও অনেক মজা পেয়েছি ভাইয়া।

মাটির চুলায় যেকোনো রান্না করলেই খেতে অনেক ভালো লাগে। আসলে যতই ইলেকট্রিক চুলা বা গ্যাসের চুলায় রান্না করা হোক না কেন মাটির চুলার মত হয়না। মাটির চুলায় যেকোনো খাবার রান্না করলে খেতে বেশি ভালো লাগে। ব্রয়লার মুরগির ঝোল রেসিপি দারুন হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে খেতে সুস্বাদু হয়েছে। মজার রেসিপি শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।

জ্বি আপনি দরতে পেরেছেন মাংসগুলো খেতে অনেক সুস্বাদু হয়েছিলো।

মাটির চুলায় রান্না করলে রান্না স্বাদ অনেক বেড়ে যায়। সেই কবেই মাটির চুলার রান্না খেয়েছিলাম। অনেকদিন থেকে খাওয়া হয়না।
মাটির চুলা খুব সুস্বাদু করে বয়লার মুরগী রান্না করেছেন। তরকারিতে এত সুন্দর একটি কালার এসেছে তা দেখেই তো ভয় লাগছে। রেসিপিটি আপনি খুব গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

অশেষ কৃতঙ্গতা আপনার প্রতি এত সুন্দর করে মন্তব্য রাখার জন্য।

দুই সপ্তাহ দরে টাইফয়েড জ্বরে ভুগতেছিলাম।আজ কিছুটা সুস্থতাবোধ করছিলাম তাই আপনাদের মাঝে আবার ফিরে আসায়।

আপনি সুস্থ হয়ে পুনরায় আমাদের মাঝে ফিরে এসেছেন এর জন্য মহান আল্লাহ তায়ালার কাছে লাখো কোটি শুকরিয়া।

আজকে আপনি আমাদের মাঝে খুবই লোভনীয় ভাবে মুরগির মাংস রান্না করার একটা পদ্ধতি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা মুরগির মাংসের রেসিপি গুলো দেখেই আমার লোভ লেগে যাচ্ছে।

আমি নিজে ও শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহতা'আলার কাছে আমার সুস্থতার জন্য।আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

দোয়া করি যেন আপনি খুব তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে উঠেন। আর আপনার মুরগির মাংসের রেসিপি দেখে আমি লোভ সামলাতে পারছিনা। মুরগির মাংসের ঝাল হলে খেতে আরো বেশি ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া সুন্দরী রেসিপিটি শেয়ার করার জন্য শুভকামনা রইল।

অশেষ কৃতঙ্গতা আপনার প্রতি আপু।

আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে বয়লার মুরগির মাংস রান্নার রেসিপি শেয়ার করেছেন বয়লার মুরগির মাংস রান্না প্রায় মাঝে মাঝেই খাওয়া হয়। আপনার এই রেসিপিটি দেখেই মনে হচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল ।শেয়ার করার জন্য ধন্যবাদ।

একথা কতটা সত্য তা জানি না তবে শুনেছি কারেন্টের রান্না হচ্ছে মাটির চুলাতে রান্নার গুনোগান সবকিছু বেসিক হয়ে থাকে। আর যাইহোক আপনার রেসিপি টা খুব সুন্দর হয়েছে। আশাকরি সুন্দর পরিবেশনের মধ্য দিয়েই আপনারা কাজ সম্পন্ন করেছেন।

মুরগির মাংস খেতে আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করে ব্রয়লার মুরগি। আর আপনি অনেক সুন্দর করে মাটির চুলায় ব্রয়লার মুরগি রান্না করেছেন। দেখতে অনেক লোভনীয় লাগছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

আপনাকে ও জানাই অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।

মুরগির মাংস দেখে তো খেতে খুব ইচ্ছে করতেছে। সত্যি আপনার রন্ধন প্রক্রিয়া অসাধারণ । খুব চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।নিশ্চয় অনেক সুস্বাদু এবং মজাদার হয়েছে ‌ আপনার জন্য ধন্যবাদ রইল ‌।

আপনাকে ও অনেক ধন্যবাদ।

মাটির চুলায় রান্না করে খেতে খুবই সুস্বাদু লাগে। আমার কাছে মাটির চুলায় রান্না করে খেতে অনেক সুস্বাদু লাগে। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে আপু।