রেসিপি-মজাদার পুঁই শাকের বড়া||

in hive-129948 •  3 days ago 

আসসালামু আলাইকুম


আমি @maria47।আমি একজন বাংলাদেশী।আশা করছি আপনারা সকলে ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে একজন সদস্য। আজকে আমি ভিন্ন ধরনের একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি আপনাদের মাঝে মজাদার পুঁই শাকের বড়ার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে অনেক ভালো কি লাগবে।


মজাদার পুঁই শাকের বড়া


ei_1752858835108-removebg-preview (1).png
Device-XANON-X20


পুঁই শাক আমার ভীষণ পছন্দ।যে কোন ধরনের শাকের যে কোনো ধরনের রেসিপি খেতে আমার খুবই ভালো লাগে।আর ভাজা পোড়া কম বেশি সবাই ভালোবাসে।গরম ভাতের যে কোনো বড়া খেতে দুর্দান্ত লাগে।অনেক ধরনের বড়া আমরা খেয়ে থাকি।তবে আজকে আমি পুঁই শাকের বড়ার রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি রেসিপিটি তৈরি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

ক্রমিক নংনামপরিমান
পুঁই শাক কুঁচিপরিমাণমতো
মরিচের গুঁড়া১/২ চা চামচ
হলুদের গুঁড়া১/২ চা চামচ
লবণপরিমাণ মত
চালের গুঁড়া৩ চা চামচ
সয়াবিন তেল৬ টেবিল চামচ


IMG_20250718_180422_403.jpg
Device-XANON-X20


মজাদার পুঁই শাকের বড়ার রেসিপিটি তৈরির ধাপ সমূহ:


ধাপ-১


IMG_20250718_180434_084.jpg
Device-XANON-X20


প্রথমে বাটিতে কুঁচি পুঁই শাক নিব।


ধাপ-২


IMG_20250718_180520_694.jpg
Device-XANON-X20


এরপর হলুদের গুঁড়া,মরিচের গুঁড়া ও পরিমাণমতো লবণ দিয়ে দিব।


ধাপ-৩


IMG_20250718_180529_536.jpg
Device-XANON-X20


এরপর চালের গুঁড়া দিব।


ধাপ-৪


IMG_20250718_180553_355.jpg
Device-XANON-X20

IMG_20250718_180712_398.jpg
Device-XANON-X20


এরপর হাত দিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব।


ধাপ-৫


IMG_20250718_181053_045.jpg
Device-XANON-X20


এরপর তেল ঢেলে তেল গরম করে নিব।


ধাপ-৬

IMG_20250718_181129_614.jpg
Device-XANON-X20

IMG_20250718_181221_816.jpg
Device-XANON-X20


এরপর পছন্দমত শেফ দিয়ে গরম তেলে ছেড়ে দিব।


ধাপ-৭


IMG_20250718_181349_366.jpg
Device-XANON-X20

IMG_20250718_181821_007.jpg
Device-XANON-X20


এরপর চামচের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব।


শেষ ধাপ


IMG_20250718_182201_183.jpg
Device-XANON-X20


দুই পাশ ভাজা হলে চুলা থেকে নামিয়ে নিব। তাহলেই আমার রেসিপিটি সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে।


উপস্থাপনা:


ei_1752858598891-removebg-preview.png
Device-XANON-X20


মজাদার পুঁই শাকের বড়ার রেসিপিটি তৈরি হয়ে গেলে উপস্থাপনার জন্য প্রস্তুত করে নিব।এভাবে পুঁই শাকের বড়া তৈরি করে খেতে আমার অনেক ভালো লাগে।এই রেসিপিটি তৈরি করে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে।আজ আমি আপনাদের মাঝে এমন একটি রেসিপি তুলে ধরতে পেরে খুবই আনন্দিত।আমি সবসময় চেষ্টা করব নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য।আশা করি আমার তৈরি করা রেসিপিটি সকলের কাছে ভালো লাগবে।ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

IMG_20250718_224322.jpg

আপনি তো দেখছি আজকে খুব মজার একটা রেসিপি তৈরি করেছেন। নিশ্চয়ই অনেক বেশি সুস্বাদু হয়েছিল আর খেতেও খুব ভালো লেগেছিল। আমার তো আপনার তৈরি করা রেসিপিটা দেখে অনেক লোভ লেগেছে। একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করবো।

অনেক মজাদার ভাবে আপনি এই রেসিপিটা তৈরি করেছেন। রেসিপিটা দেখতে তো অনেক লোভনীয় এবং সুস্বাদু লাগছে। এরকম মজার মজার রেসিপি গুলো দেখলে লোভ লেগে যায় একেবারে। আপনার তৈরি করা এই রেসিপিটা আমার তো খুব পছন্দ হয়েছে। ইচ্ছে তো করছে এখনই খেয়ে ফেলতে।

আরে বাপরে বাপ । এত দেখছি দারুন মজার খাবার ।দেখেই তো লোভ হচ্ছে । আবার বানালে আমাকে দাওয়াত করতে ভুলবেন না যেন। দারুন ছিল।

একেবারে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের এই সুস্বাদু রেসিপি দেখে বেশ ভালই লাগলো৷ যেভাবে আপনি আজকের এই পুইঁ শাকের বড়া রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা খুবই সুস্বাদু দেখা যাচ্ছে৷ একই সাথে এখানে এই রেসিপি তৈরি করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে যেভাবে নতুন একটি রেসিপি দেখতে পেলাম৷ তার পাশাপাশি এখানে এটি যখন আপনি শেষ পর্যন্ত শেয়ার করেছেন এটিকে দেখে অনেক সুস্বাদু দেখা যাচ্ছে৷