আসসালামু আলাইকুম
কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি একটি লাইফ স্টাইল পোস্ট নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার লাইফ স্টাইল পোস্ট দেখে আসি কেমন হয়েছে।

জীবনের ব্যস্ততা আর ছুটে চলার মাঝে কখনও কখনও নিজেকে একটু সময় দেওয়া খুবই প্রয়োজন। প্রতিদিনের কাজের চাপ, পরিবারের দায়িত্ব, অফিসের ডেডলাইন – সবকিছু সামলে যখন একটু নিজের কথা ভাবার সুযোগ আসে, তখন সেই মুহূর্তগুলো হয়ে ওঠে খুবই স্পেশাল। ঠিক এমনই এক বিকেলে আমি সিদ্ধান্ত নিই নিজের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করব। জায়গা হিসেবে বেছে নিয়েছিলাম খিলগাঁওয়ের তালতলা সুপার মার্কেট।
তালতলা সুপার মার্কেট বহু বছর ধরেই আমাদের এলাকার পরিচিত একটি নাম। এখানে প্রায় সবকিছুই পাওয়া যায় – কাপড়, জুতো, কসমেটিক্স, গৃহস্থালী সামগ্রী, এমনকি ফলমূল ও মসলাও। বাজারটি যদিও খুব জমজমাট, তবু এখানে কেনাকাটা করতে একধরনের আরাম আছে। দোকানদাররা পরিচিত, অনেকেই দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, ফলে কিছুটা নিজের জায়গার মতোই মনে হয়।
আমি মূলত গিয়েছিলাম নিজের জন্য প্রয়োজনীয় কিছু কসমেটিক্স কিনতে। আমাদের প্রিয় একটি দোকান আছে, যার মালিক দিদির মতো মায়াবতী এক নারী। প্রতিবারই তিনি খুব আন্তরিকভাবে সাহায্য করেন, কোন পণ্যে কি উপকার, কার জন্য কি উপযুক্ত, এসব নিয়ে খোলামেলা কথা বলেন। তার দোকানে ঢুকেই যেন একরকম প্রশান্তি পাই। সেদিনও তিনি হাসিমুখে অভ্যর্থনা জানালেন।

সবার আগে আমি বেছে নিয়েছিলাম একটি ভালো মানের অলিভ অয়েল। আমার চুল বরাবরই একটু রুক্ষ প্রকৃতির, আর বর্ষাকালে তা আরও বেশি শুষ্ক হয়ে পড়ে। সেই সঙ্গে ত্বকও অনেক সময় মলিন দেখায়। দোকানদিদি আমাকে দেখালেন এক ব্র্যান্ডের ভার্জিন অলিভ অয়েল, যেটা অনেকেই ব্যবহার করছেন এখন। বোতলটা হাতে নিয়ে একটু ঘ্রাণ নিতেই বুঝলাম – একদম খাঁটি গন্ধ, ভারী পছন্দ হল। এই তেলের দাম ছিল প্রায় ৫৫০ টাকা।

এরপর আমি খুঁজছিলাম এমন একটি লোশন যা প্রতিদিন ব্যবহার করতে পারব, বিশেষ করে রাতে ঘুমানোর আগে। বাতাসে ধুলাবালি, রোদের প্রভাব – এসব থেকে ত্বক রক্ষা পায় এমন উপাদান থাকতে হবে। আমার পছন্দ হলো একটি হালকা ঘ্রাণযুক্ত, অ্যালোভেরা ও ভিটামিন-ই সমৃদ্ধ বডি লোশন। দিদি বললেন, এটি ব্যবহার করলে ত্বক থাকবে মসৃণ আর কোমল। তার সঙ্গে একটি নাইট ক্রিমও নিলাম, যেটা ত্বকের উপর কাজ করবে ঘুমের সময়। অনেকদিন ধরেই ভাবছিলাম এমন কিছু কিনব, এবার উপযুক্ত সময় হলো। এই দুইটির মোট দাম পড়লো প্রায় ৭৫০ টাকা।

আমি বিশ্বাস করি, একটা ভালো পারফিউম শুধু শরীরের ঘ্রাণ নয়, বরং মনের আত্মবিশ্বাসও বাড়িয়ে তোলে। নতুন করে কাজে মনোযোগী হতে, নতুন দিনের শুরুতে একটু ফ্রেশ অনুভব করতে – পারফিউমের জুড়ি নেই। আমি বেছে নিয়েছিলাম একটি মৃদু, ফুলের ঘ্রাণযুক্ত ফ্র্যাগরেন্স – খুব বেশি তীব্র নয়, আবার সহজেই মন ছুঁয়ে যায়। দাম ছিল প্রায় ৫০০ টাকা। এই প্রধান কেনাকাটার পাশাপাশি আমি আরও কিছু ছোটখাটো প্রয়োজনীয় জিনিস কিনে ফেললাম। যেমন, একটি হ্যান্ডওয়াশ, কিছু চুলের ক্লিপ, ও একটা ছোট আয়না – সব মিলিয়ে মোট দাম দাঁড়ালো প্রায় ২০০০ টাকা।

এই কেনাকাটা কেবলই বাজার করার মতো ঘটনা ছিল না, বরং ছিল এক ধরনের আত্মোপলব্ধির সময়। এতদিন ধরে নিজের জন্য কিছু কেনা হয়নি, শুধু প্রয়োজন অনুযায়ী যা লাগে তাই নিয়েছি। কিন্তু সেদিন একটু সময় নিয়ে, একটু ভালোভাবে নিজের চাওয়া বুঝে, নিজের যত্নের জন্য কিছু কেনাকাটা করতে পেরে মনটা ভরে গেল। এটা এক ধরনের ‘সেল্ফ কেয়ার’, যা শুধু শরীর নয়, মনকেও ভালো রাখে। সবচেয়ে ভালো লাগলো দোকানদিদির ব্যবহার। তিনি প্রতিটি পণ্যের বিষয়ে ধৈর্য ধরে বুঝিয়ে দিলেন, আমার ত্বক আর প্রয়োজন অনুযায়ী সাজেশন দিলেন। কোনো কিছু জোর করে বিক্রি করার চেষ্টা করেননি। এমন সৎ ও আন্তরিক ব্যবসায়ী খুব কমই দেখা যায় আজকাল।

তালতলা সুপার মার্কেট থেকে ফেরার সময় আমি নিজেকে অনেক হালকা আর আনন্দিত অনুভব করছিলাম। ব্যাগে হয়তো খুব বেশি কিছু ছিল না, কিন্তু মনের মধ্যে ছিল একধরনের তৃপ্তি। মনে হচ্ছিল, এই অল্প অল্প ভালো লাগা জমেই তৈরি হয় জীবনের বড় শান্তি। আমরা অনেক সময় নিজেদের জন্য খরচ করতে একটু দ্বিধায় ভুগি। ভাবি, এত টাকা খরচ করা কি দরকার? কিন্তু নিজের প্রতি যত্ন নেওয়াটা কোনো বিলাসিতা নয়। এটা এক ধরনের দায়িত্ব – নিজের শরীর, মন, সৌন্দর্য এবং আত্মবিশ্বাসের প্রতি। এই ২০০০ টাকার কেনাকাটা শুধু প্রসাধনসামগ্রী কেনা নয়, বরং নিজের প্রতি যত্ন নেওয়ার একটি ছোট পদক্ষেপ।

তালতলা সুপার মার্কেটের সেই বিকেলটা ছিল আমার কাছে বিশেষ। নিজের প্রয়োজন, নিজের পছন্দ আর একটু সময় – এই তিনটি মিলে তৈরি হয়েছিল এক সুন্দর অভিজ্ঞতা। যারা ব্যস্ত জীবনের মাঝে নিজেদের ভুলে যান, তাদের বলব – কখনও কখনও সময় করে তালতলা বা যে কোনো পরিচিত মার্কেটেই হোক, নিজের জন্য একটু কেনাকাটা করে ফেলুন। এটা শুধু বাইরে থেকে নয়, ভেতর থেকেও আপনাকে সুন্দর করে তুলবে।
কেমন হয়েছে আজ আমার লাইফ স্টাইল পোস্টটি। আশা করছি আপনাদের সবার কাছে আমার পোস্টটি পড়েও অনেক ভালো লেগেছে। সবাই ভালো ও সুস্থ থাকবেন সে পর্যন্ত আগামীতে আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।
