পুজো পরিক্রমা ২০২৪: দমদম পার্ক তরুণ দল পর্ব ১

in hive-129948 •  18 days ago  (edited)

নমস্কার বন্ধুরা,

"সাদা আর নীল", দুটো শুধুমাত্র রঙের নয়, বাংলা তথা ভারতের এক গৌরবময় অথচ বেদনার ইতিহাসের প্রমাণ। ভারতের উপনিবেশ কারীদের নিষ্পেষণের নিদারুণ ইতিহাস। আর সেটাই তুলে ধরেছে দমদম তরুণ দল ২০২৪ সালের দুর্গাপুজোয়। মন্ডপ, প্রতিমা, আলোকসজ্জা, শিল্পকলা, সব কিছুতেই উঠে এসেছে ইংরেজদের ঔপনিবেশিক শোষণ, বঙ্গের হারানো গৌরব, আর সেই শোক ও বেদনার বুক ফাটা দ্রোহ।

1000043553.jpg

1000041797.jpg

মন্ডপের থিম মূলত দুই রঙে বিভক্ত, সাদা এবং নীল। সাদা রঙে রাঙানো মসলিনের ইতিহাস। যা বঙ্গ তথা ভারতের গর্ব, সারা বিশ্বের আভিজাত্যের প্রতীক। অন্যদিকে নীল রঙ। যেটা ঔপনিবেশিক শোষণ, নীল চাষের দুঃসহ ইতিহাস নিয়ে জড়িয়ে আছে। সাদা বিশুদ্ধ ও অলৌকিক মসলিন এবং নীল ঔপনিবেশিক পরাধীন ভারতবর্ষে নীল চাষের ইতিহাস হিসেবে। সাদা রং আমাদের সূক্ষ্ম শিল্পের দিনে ফিরিয়ে নিয়ে যায়, মসলিনের ইতিহাসে। যা এক সময়ের বঙ্গের গর্ব, সারা বিশ্বের আশ্চর্য। যার মৃত্যু ঘটে ঔপনিবেশিক ব্যবসার কারণে। অন্যদিকে নীল, আমাদের দেশে নীল বিদ্রোহ কৃষকদের বেদনার নীল। ঔপনিবেশিক নীল ব্যবসার কবলে আটকে যাওয়া বাংলার কৃষকের কান্না আর তাদের বিদ্রোহের নীল ইতিহাস। এই দুই রঙ শিল্প সাহিত্য সংগীত জীবনের সব ছন্দে এসে মিশেছে। দুই রঙ মিলে যেন শোক, বেদনা এবং দ্রোহের এক মিশ্রণ হয়ে উঠেছে।

1000041799.jpg

1000041812.jpg

রবি ঠাকুরের জীবনের শৈল্পিকতায় সাদা এবং নীলের ঔপনিবেশিক ইতিহাসকে জড়িয়ে আছে। নীল চাষের চাহিদা বঙ্গের অর্থনীতি এবং কৃষক জীবনের শিকড়কে ধ্বংস করেছে। অথচ একই সাথে সাদা এবং নীলের মিশ্রণেই আমরা পেয়েছি রঙের সমাহার, নতুন রঙের সৃষ্টি। দুই রঙের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় শোকের স্মৃতি, বেদনার গল্প আর দ্রোহের আহ্বান। সাদা মসলিনের শিল্প বংশ পরম্পরায় বোনা বাংলার গর্ব, যার সূক্ষ্ম বুননে সৌন্দর্যের স্বপ্ন বোনা হতো। নীলের ইতিহাস সেই স্বপ্নকে ছিঁড়ে ফেলা কৃষকের কান্না আর বিদ্রোহের স্মৃতি।

1000041801.jpg

1000041802.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.