আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১৭-০৭-২০২৫)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ভাষা শহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতির জাদুঘর ভ্রমণ। আপনারা সকলে জানেন বেশ কিছুদিন আগে আমি সিঙ্গাপুরে এসেছি। আসলে এখানে আসার পর থেকে বেশি ব্যস্ততার মধ্যে সময় কাটছে। এর মাঝেও চেষ্টা করছি প্রতিনিয়ত আপনাদের সাথে নিজের মূল্যবান কিছু সময় অতিবাহিত করার জন্য। আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠে গোসল শেষ করে খাওয়া-দাওয়া শেষ করে বেশ কিছু সময় বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিলাম। এভাবে বেশ কিছু সময় অতিবাহিত হয়ে গেল দুপুরবেলা বন্ধুরা সকলে মিলে আবারো রুমে ফিরে আসছিলাম আসার পথে কিছু খাবার কিনে নিয়ে আসছিলাম সেগুলো রুমে এসে খাওয়া দাওয়া করেছি। দুপুর বেলায় হালকা একটু ঘুমিয়ে ছিলাম ঘুম থেকে উঠে বসে গেলাম আপনাদের মাঝে পোস্ট লেখার জন্য। মোবাইলের গ্যালারিতেই ছবি খুজতে গিয়ে দেখি বেশ কিছুদিন আগের কয়েকটি ছবি আছে তাই আজকেই শুরু করে দিলাম আপনাদের মাঝে পোস্ট লেখার জন্য। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার যাক..........
আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে খুবই সুন্দর ভাবে চমৎকার দুটি ছবি আমার মোবাইলের ক্যামেরায় ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করেছি। আমি মূলত ফেনীতে রকি ভাইদের এলাকায় ঘুরতে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি এবং রকি ভাই দুজন মিলে বিকেলবেলায় বাইক নিয়ে ভাষা শহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতির জাদুঘর দেখার জন্য গিয়েছিলাম। সেখানে গিয়েই পৌঁছাতে আমরা দেখতে পারি ভাষা শহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতির জাদুঘর এরপরে আমি এবং রকি ভাই দুজন মিলে বেশ কিছু ছবি সেখান থেকে মোবাইলের ক্যামেরায় ধারণ করেছিলাম। আমরা আজকে বাংলা ভাষায় কথা বলতে পারছি শুধুমাত্র ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় যে সকল ছাত্র-জনতা জীবন দিয়ে তাদের মাতৃভাষাকে রক্ষা করেছিল তাদের কারণে। তাদের মধ্যে আব্দুস সালাম অন্যতম। সেই সময় তারা তাদের জীবনের বিনিময়ে নিজেদের মাতৃভাষাকে রক্ষা করেছিল ভাষা শহীদদের প্রতি সব সময় আমি শ্রদ্ধা জানাই। এভাবে সেখানে বেশ কিছু সময় ঘুরে দেখেছিলাম এবং ভাষা শহীদ আবদুস সালাম সম্পর্কে আরো অনেক কিছুই জেনেছিলাম।
আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারো খুবই সুন্দর ভাবে চমৎকার কয়েকটি ছবি তুলে আমার মোবাইলের ক্যামেরায় ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করেছি। সেখানে ভাষা শহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতির জাদুঘর দেওয়াল খোদাই করে ভাষা শহীদ আবদুস সালাম সম্পর্কে অনেক কিছুই লেখা ছিল সেগুলো পড়েছিলাম এবং সেখানে বেশ কিছু সময় অতিবাহিত করেছিলাম। কাটানো সময়গুলো ছিলো সত্যি বেশি দুর্দান্ত। বর্তমানে ওই গ্রামের নাম এখন সালাম নগর নামে মানুষের কাছে পরিচিত হয়েছে। সেখানে ভাষা শহীদ আবদুস সালাম নামে প্রাথমিক বিদ্যালয় রয়েছে এই সকল কিছু দেখে সত্যিই আমি বেশ মুগ্ধ হয়েছিলাম। এবং সেখানে ছোট্ট একটি মসজিদ নির্মাণ করা হয়েছে ভাষা শহীদ আবদুস সালামের নামে। এই সকল কিছুই আমার মন কেড়ে নিয়েছে। আশা করি আপনারা যদি কখনো ওই জায়গায় যান আপনাদের সকলের কাছে বেশ ভালো লাগবে । এভাবে সেখানে বেশ কিছু সময় অতিবাহিত করেছিলাম।
আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারও আপনাদের মাঝে খুবই সুন্দর চমৎকারভাবে দুটি ছবি আমার মোবাইলের ক্যামেরায় ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে সেখানে ছোট্ট একটি জায়গা ঘিরে ভাষা শহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতির জাদুঘর খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এবং তার জীবনের পুরো গল্পটা ওই জায়গাটার মধ্যেই রয়েছে। সেখানে অনেক সুন্দর একটি শহীদ মিনার নির্মাণ করা ছিল সেখানে বসে আমি বেশ চমৎকার একটি ছবি আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে সেখানে যত সময় আমরা ছিলাম সব সময় ভাষা শহীদ আবদুস সালামের নিয়ে ভাবছিলাম এবং তার জীবনে কিছুটা হলেও জানার চেষ্টা করেছি।আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের এর জন্য শুভকামনা রইল।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness

OR
x-promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/kibreay001/status/1945672283638624633?t=EcwSYOkWKHN2cLxGHAJHMw&s=19
https://x.com/kibreay001/status/1945407633806053390?t=EcwSYOkWKHN2cLxGHAJHMw&s=19
https://x.com/kibreay001/status/1945770267646607399?t=EcwSYOkWKHN2cLxGHAJHMw&s=19
https://x.com/kibreay001/status/1945770552070742165?t=EcwSYOkWKHN2cLxGHAJHMw&s=19
https://x.com/kibreay001/status/1945407399021478332?t=dRm2Eiacma2LQIfdB5x5Xg&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
🎉 Congratulations!
Your post has been manually upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit