ঘুরতে ঘুরতে সারাদিন। || by @kazi-raihan

in hive-129948 •  16 days ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ -৩০শে আষাঢ় | ১৪৩২ বঙ্গাব্দ | সোমবার | বর্ষা-কাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



1000010279.png

Canva দিয়ে তৈরি



যারা নিয়মিত আমার পোস্টগুলো পড়েন বা আমাদের গ্রুপের অন্যান্য সবার পোস্টগুলো পড়েন তারা জানেন ঘোরাঘুরি শব্দটা আমাদের কাছে নতুন কিছু নয় কারণ আমাদের গ্রুপের সবাই কম বেশি ঘোরাঘুরি করে। তবে বেশিরভাগ সময় আমরা সবাই একসাথে ঘুরাঘুরি করি। আজকে যে বিষয়টা নিয়ে পোস্ট শেয়ার করব সেটা বর্ষার মৌসুমের শুরুর ঘটনা অর্থাৎ ঈদুল আযহার কয়েক দিন আগের গল্প। যাই হোক নিচে কয়েকটি ঝাউভাতের ছবি দেখতে পাচ্ছেন। কি মনে হচ্ছে? আচ্ছা আমি বলে দেই এটা একটা রেস্টুরেন্টের ঝাউবাতি ডেকোরেশনটা বেশ সুন্দর চারিপাশ বেশ গোছালো পরিবেশ এক কথায় সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। বিশেষ করে এই রেস্টুরেন্টের যারা আসে তারা এখানকার ডেকোরেশন দেখে মুগ্ধ হয়ে যায়। রেস্টুরেন্টের নাম ধোয়া। এটা কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। যদি কুষ্টিয়া শহরের কয়েকটি রেস্টুরেন্ট নিয়ে পরিসংখ্যান করা যায় তবে সেখানে নিঃসন্দেহে এই রেস্টুরেন্টের নাম থাকবে কারণ ডেকোরেশন আর খাবারের মান সব মিলে বেশ ভালো।



1000010278.jpg

1000010277.jpg

1000010276.jpg



মূলত একজন অপরিচিত মানুষের সঙ্গে পরিচয় হওয়ার জন্যই এই রেস্টুরেন্টে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। হুটহাট করেই কিন্তু ফেসবুকে অপরিচিত মানুষের সঙ্গে পরিচয় হয়ে যায়। তার সঙ্গে পরিচয় হওয়ার পরে হঠাৎ একদিন দেখা করার প্ল্যানিং হল। আমি তার সুবিধা হতো রেস্টুরেন্ট সিলেক্ট করতে বললাম তো তিনি ধোঁয়া রেস্টুরেন্ট সিলেক্ট করেছিলেন। সেখানে গিয়ে আমরা প্রায় এক ঘন্টা সময় নিজেদের কথা বলে সময় কাটালাম পরবর্তীতে হালকা কিছু খাবার অর্ডার করেছিল সেগুলো শেষ করে আমি আমার কাজে বেরিয়ে পড়ি। মূলত আমি সেদিন কুষ্টিয়া গিয়েছিলাম তার সঙ্গে দেখা করব আর বাইকের সামনের চাকার টায়ার চেঞ্জ করার জন্য। যারা বাইক রাইট করেন তারা অবশ্য বুঝতে পারবেন বর্ষার মৌসুমে বাইকের টায়ার ভালোমতো গ্ৰিপ না নিলে সেটা দুর্ঘটনার কারণ হতে পারে। যাই হোক আমি সেখান থেকে সোজা একটা প্রাইমারি স্কুলের সামনে গিয়ে দাঁড়ালাম এবং মামাতো ভাই আবিরকে সেখান থেকে নিয়ে আবার কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে রওনা হলাম। ঝলমলে পরিবেশ হঠাত করেই বদলে যেতে শুরু করল আকাশে বেশ মেঘ জমতে শুরু করল।



1000010275.jpg

1000010274.jpg

1000010273.jpg

1000010272.jpg

1000010271.jpg



দুজন বাইক নিয়ে রওনা হলাম সময় যাচ্ছিল আর আকাশে কালো মেঘ ঘনিয়া আসছিল। বুঝতে পারছিলাম হয়তো বা বৃষ্টি হবে তবে এটা চিন্তা করিনি যে এত তাড়াতাড়ি বৃষ্টি নেমে আসবে। হ্যাঁ আধা ঘন্টার মধ্যে পুরো পরিবেশটা বদলে গেল আকাশে মেঘে জমে অন্ধকার হয়ে গেল বৃষ্টি শুরু হল আর আমরা চায়ের দোকানে বসলাম। স্বাভাবিকভাবেই বৃষ্টির দিনে চায়ের দোকানে বসে চা খাওয়ার অনুভূতিটা অন্যরকম যদি বৃষ্টির সঙ্গে একটু বাতাস হয় তাহলে আবহাওয়া টা একটু ঠান্ডা হয়ে যায় সে ক্ষেত্রে চায়ের ফিলিংসটা বেশি কাজ করে। হ্যাঁ একদম যেমন চেয়েছিলাম তেমন আবহাওয়া ছিল হালকা বাতাস আর বৃষ্টি সঙ্গে এক কাপ চা যেন পারফেক্ট কম্বিনেশন। একটানা বেশ কিছু সময় বৃষ্টি হলো তবে বৃষ্টি আর পুরোপুরি খামার নাম নেই, বৃষ্টি কমে গেল আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলো এভাবেই চলতে থাকলো।



1000010270.jpg

1000010269.jpg

1000010268.jpg

1000010267.jpg



হালকা বৃষ্টিতে ভিজে আমি কুষ্টিয়া জেলা প্রশাসকের অফিসের বিপরীত পাশে একটা বাইক সার্ভিসিং পয়েন্টে গিয়ে পুরো কাজের জন্য বাইক দিয়ে দিলাম।। তবে সেদিন কোথায় কপাল ভালো ছিল পন্যান্য দিনে গেলে অনেকগুলো বাইক থাকে সিরিয়াল দিতে হয় তবে সেদিন আর তেমন কোন সিরিয়াল ছিল না। হয়তোবা বৃষ্টির আগে কিছুটা ব্যস্ততা ছিল তবে আমি যে মুহূর্তে গিয়েছিলাম তখন তাদের কোন ব্যস্ততা ছিল না তাই আমি যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা আমার বাইকের কাজ শুরু করে দিল। তবে খুব বেশি কাজ ছিল না ছোটখাটো কয়েকটি কাজ কমপ্লিট করে তারা বাইকের টায়ার চেঞ্জ করার কাজ শুরু করল। উপরের ছবি দেখলে বুঝতে পারবেন একদম ঝকঝকে নতুন টায়ার, আসলে এই ছবিগুলো তুলেছে আবির।

যাইহোক বাইকের কাজ শেষ হওয়ার পর তখন সন্ধ্যা ঘনিয়ে। আমার ফুফি প্রথমে ফোন দিয়ে আমাকে কুষ্টিয়াতে থাকতে বলল কিন্তু সঙ্গে আবির ছিল আবার বাড়িতে ফিরে আসার প্রয়োজন ছিল তাই ভাবলাম যেভাবেই হোক বাড়িতে ফিরে যাব। হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল তবে বাইকের দুইটা টায়ার নতুন তাই বৃষ্টির সময় বাইক চালাতে ও কোন রিস্ক ছিল না। ধীরে ধীরে কাজ শেষ করে আমি আর আবির বাইক নিয়ে ঘুরতে ঘুরতে বাসায় ফিরে এলাম। যদিও বাসায় ফিরতে অনেক দেরি হয়ে গিয়েছিল।



⬇️📥⬇️📥
ডিভাইসSamsung galaxy A52
ফটোগ্রাফার@kazi-raihan
লোকেশন
সময়জুলাই,২০২৫



🔚সমাপ্তি🔚




এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


20230226135443_IMG_2201-01.jpeg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png