আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।
আজ - ৪ঠা শ্রাবণ | ১৪৩২ বঙ্গাব্দ | শনিবার | বর্ষাকাল |
আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
এই পোস্ট আগে থেকেই লিখে রাখছে কারণ আগামীকাল আমরা চট্টগ্রাম ঘুরতে যাব কিন্তু আগে থেকে প্রিপারেশন নিয়ে পোস্ট লিখে রাখলে কাজের প্রেসার থাকে না সে ক্ষেত্রে স্বাধীনভাবে ঘোরাঘুরি করা যায়। যেহেতু প্রতি সপ্তাহে একটি কবিতা শেয়ার করি সেহেতু প্রথমে কবিতার টপিক নিয়ে কবিতা চিন্তা করতে হয়েছিল। হঠাৎ মনে হল যেহেতু পাহাড় ঘোড়া প্রকৃতির অবরোধ হয়েছে এই টপিক দিয়ে যদি কবিতা লিখি সেক্ষেত্রে মন্দ হয় না। আপনি চোখ বন্ধ করে যদি আপনার বোনের অনুভূতিটা জাগ্রত করেন বা কল্পনার জগতে হারিয়ে যান তাহলে সেই আঙ্গিকে লাইন লেখার মত চিন্তা ভাবনা মাথায় চলে আসবে। সকাল থেকে বেশ কয়েকটি পোস্ট লিখছি তবে তারপরেও মনের মধ্যে কেমন জানি উড়ু ভাব কাজ করছে হয়তোবা ঘুরতে যাওয়ার আগে এমন অনুভব সবার ক্ষেত্রেই স্বাভাবিক।
কৃত্রিম সৌন্দর্যের প্রাকৃতিক সৌন্দর্যগুলো প্রতিটা মানুষের কাছে ভালো লাগে মূলত প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্যই বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ছুটে যাই। আমাদের চট্টগ্রাম ভ্রমণের মূল উদ্দেশ্য ছিল চন্দ্রনাথ পাহাড়। যদিও বান্দরবানের দিকে অনেক পাহাড় আছে তবে চট্টগ্রামের এই পাহাড়কে গেছিলো করে অনেক ট্রাভেল ভিডিও দেখেছি। পাহাড় নিয়ে কবিতা লেখার একটা আগ্রহ মনে জাগ্রত হয়েছিল আর কবিতা লেখার তৌফিক যদি মনে জাগ্রত হয় সে ক্ষেত্রে চট করে লিখে ফেললে মন্দ হয় না। কবিতার লাইনগুলো কিছুটা সংক্ষেপ হলেও মনের ভাব এই কবিতার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।
আমি যে কবিতাটি লিখেছি সেটা নিচে তুলে ধরেছি এখন আপনারা মন্তব্য করে জানাবেন কবিতাটি কেমন হয়েছে?? আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই।
চলুন শুরু করা যাক
জানে না কোন ভাষা,
তবু তার ছায়াঘেরা মন
বলতে চায় এক আশা।
সবুজ চূড়ায় দাঁড়িয়ে থাকে
আকাশ ছোঁয়া স্বপ্ন,
পাখির ডাকে ভেসে আসে
অদেখা কোনো জ্যোৎস্না।
নদী নামে চুপচাপ বয়ে
পাথর ছুঁয়ে যায়,
বাতাস শুধু মৃদু শব্দে
নীরব গান গায়।
মানুষহীন ধূসর পথে
ঝরে শুকনো পাতা,
তবু এ শান্ত নিসর্গে
জেগে থাকে জীবনের কথা।
নেই শহরের ব্যস্ত কোলাহল
নেই কোনো দূষণ,
শুধু আছে পাহাড়ঘেরা
প্রকৃতির নিঃশব্দ সঙ্গীতচরণ।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।


250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Daily tasks.
Link 🔗
https://x.com/KaziRai39057271/status/1946582348063207648?t=Vb8SFBgj8cn5Z5vewtmaOQ&s=19
https://x.com/KaziRai39057271/status/1946582865107632473?t=kXcq8L90Dl9H3PvUTOwhUA&s=19
https://x.com/KaziRai39057271/status/1946583276262731830?t=Rs92zJJaWVVhnE-1jbAlWQ&s=19
https://x.com/KaziRai39057271/status/1946583568358256985?t=tSYzZQzMC3Wd2CImloB-YQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit