আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।
আজ - ৫ই শ্রাবণ | ১৪৩২ বঙ্গাব্দ | রবিবার | বর্ষাকাল |
আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
যারা নিয়মিত আমার পোস্টগুলো পড়েন তারা অবশ্যই জানেন আবার কম বেশি সব সময় ঘোরাঘুরি করুক আর আমাদের ঘরে ভর্তি করতে কোন কারন লাগেনা হুট করেই বসে থাকতে থাকতে কোন প্ল্যানিং ছাড়াই অচেনা উদ্দেশ্যে বাইক নিয়ে আমরা বেরিয়ে পড়ি। সবাই বিকেল বেলা একসঙ্গে বাজারে বসে আড্ডা দিচ্ছিলাম হঠাৎ করেই মনে হল কোন দিকে গেলে কিছুটা মন ভালো হয়ে যাবে তাই বাইক নিয়ে উদ্দেশ্য নিয়ে ভাবে বেরিয়ে পড়লাম তবে আমাদের মন মানসিকতা এমন ছিল যে খুব বেশি দূরে যাব না বাড়ির আশপাশ থেকে বাইক নিয়ে ঘুরে তারপর ফিরে আসবো।
কয়েক মাস ধরে আমাদের রেলওয়ে স্টেশনের দিকে যাওয়া যেন রুটিন হয়ে পড়েছে ঠিক সেদিকেই বেরোলাম। বের হতেই সন্ধ্যা হয়ে গেল রাতের বেলায় খুব বেশি দূরে না গিয়ে একটু বড় মামা হবে আবার কারনে বাইকের পেছনে বসে ঠান্ডা বাতাস উপভোগ করছিলাম বেশ ভালোই লাগছিল। বাইকের পেছনে বসে বাতাস উপভোগ করতে ভালোই লাগছিল কিন্তু যখনই বাইক থামিয়ে একটা জায়গায় বসলাম তখন প্রচন্ড গরম লাগছিল তাই ভাবলাম এখানে বসে না থেকে বাইক নিয়ে একটু সামনের দিকে যাই।
স্টেশন থেকে ফিরতেই ট্রেন চলে আসলো তখন জ্যামে আটকে থাকার কারণে সেখানে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে। নিজেরাই কথা বলছিলাম যদি ২ মিনিট আগে আসতে পারতাম তাহলে এই গরমের মধ্যে জ্যামে আটকাতে হতো না। যাই হোক কিছু সময় পরে যে আমি ছেড়ে গেলে সিদ্ধান্ত নিলাম এবার ধীরে ধীরে বাইক নিয়ে বাড়ির দিকে যেতে হবে কারণ তখন সন্ধ্যা সাতটা পার হয়ে গিয়েছে। এমন গতিতে যাব যেন বাড়ি পৌঁছাতে রাত আটটা বা সাড়ে আটটা বাজবে। এমন উদ্দেশ্য নিয়ে বাইকের গতি ২০ কিলোমিটার এর আশেপাশে ছিল।
একদম ধীরে ধীরে বাইক নিয়ে যাচ্ছিলাম আর সবাই গল্প করছিলাম ভালোই লাগছিল। তবে অনেক আগে থেকেই একটা অভ্যাস আছে বাইকের প্রশ্ন বসে থাকা আর কোথাও যাওয়া হোক না কেন কমবেশি দুই একটা ছবি তুলে ফোনে রেখে দেওয়া আমার মনে হয় এই প্লাটফর্মের জন্য বেশ কাজে দেয়। হুটহাট করে ছবিতে ক্যাপচার করে রাখার স্মৃতিগুলো তুলে ধরতে পারি। যেমন সেদিন রাতের বেলায় বাড়ি ফিরেছিলাম সন্ধ্যা পর্যন্ত এদিক সেদিক ঘুরেছিলাম তার কিছু ছবি ফোনে তোলা ছিল বলেই এখন শেয়ার করতে পারছি। যাই হোক আমার একটি বাজারের উপর গিয়ে দাঁড়ালাম ভাবলাম কিছু একটা খাওয়া দরকার।
এই বাজার থেকে কিছুদিন আগে ঝাল মুড়ি খেয়েছিলাম অনেক ভালো লেগেছিল সচরাচর যে রকম ঝাল মুড়ি খাই তার চেয়ে এই মামার ঝাল মুড়ির টেস্ট অন্যরকম। তেল কম দিয়ে তার নিজস্ব আবিষ্কারের মসলা দিয়ে ঝালমুড়ি মাখিয়ে দেয় যেটা খেলে আপনার মনে থেকে যাবে। এখন বাসায় গিয়ে ভাত খেতে হবে তাই চারজন মিলে মাত্র ২০ টাকার ঝালমুড়ি মাখানোর কথা বললাম। যদিও এই খাবারগুলো স্বাস্থ্যকর না তবুও মুখর রুচিকর তাই মাঝেমধ্যে খাওয়া হয়।
বন্ধু রিপনের হাতে এই ঝাল মুড়ি ছিল আর আমি একটা কাটি নিয়ে সেখান থেকে খাচ্ছিলাম দারুন মজা লাগছিল। হুটহাট করে ঘুরতে বেরিয়ে সেই স্মৃতিগুলোর মধ্য থেকে ঝাল মুড়ি খাওয়ার কিছু দৃশ্যপট তুলে ধরেছি। তবে এই পোস্টে এই ঝাল মুড়িওয়ালার দৃশ্যটা তুলে ধরার একমাত্র কারণ হলো মাঝে মধ্যে বিভিন্ন জায়গা থেকে একটু ঝালমুড়ি খেলেও এই মামার ঝালমুড়ির মত টেস্ট অন্য কোথাও পাইনি। স্বাভাবিকভাবেই ব্যতিক্রম কিছু উপভোগ করলে সেটা কিন্তু সবার সাথে শেয়ার করার একটা ইচ্ছা তৈরি হয় আর সেই ইচ্ছা কেন্দ্র করেই আজকের এই পোস্ট শেয়ার করলাম।
⬇️📥 | ⬇️📥 |
---|---|
ডিভাইস | Samsung galaxy A52 |
ফটোগ্রাফার | @kazi-raihan |
লোকেশন | |
সময় | জুলাই,২০২৫ |
এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।
সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan
আমার পরিচয়
আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।


VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঘুরতে গেলে মন Fresh হয়ে যায়, নতুন জায়গা দেখলে স্ট্রেস কমে এবং সৃজনশীলতা বাড়ে। ভ্রমণ আসলে নিজেকে আবিষ্কারেরও একটা মাধ্যম!ভ্রমণের জন্য বড় বাজেট বা দূরদেশের দরকার নেই, আশেপাশের অজানা পার্ক বা ঐতিহাসিক জায়গাও একদিনের ট্রিপে অনেক আনন্দ দিতে পারে!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations!
Your post has been manually upvoted by the SteemPro team! 🚀
This is an automated message.
If you wish to stop receiving these replies, simply reply to this comment with turn-off
Visit here.
https://www.steempro.com
SteemPro Official Discord Server
https://discord.gg/Bsf98vMg6U
💪 Let's strengthen the Steem ecosystem together!
🟩 Vote for witness faisalamin
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Daily tasks.
Link 🖇️
https://x.com/KaziRai39057271/status/1946988368195436576?t=bIyiw30_dccOrWB0e5uv5g&s=19
https://x.com/KaziRai39057271/status/1946988686039818423?t=p58CMRGuWYza4KtUBJ0Uvg&s=19
https://x.com/KaziRai39057271/status/1946989002869109244?t=1vqVtoC5AEeCrSojeky59A&s=19
https://x.com/KaziRai39057271/status/1946989257035600177?t=rvbG4FjQA8xqdGrLR51Ggw&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit