আবিরের নতুন বাইক। || by @kazi-raihan

in hive-129948 •  13 days ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ২৯শে আষাঢ় | ১৪৩২ বঙ্গাব্দ | রবিবার | বর্ষাকাল|


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



1000010264.png

Canva দিয়ে তৈরি



ছোট বড় সব বয়সের ছেলেদের কাছে বাইক একটা আবেগ। সবাই ছোট থেকে চায় তার নিজের একটা বাইক হোক যে বাইকে করে সে নিজের স্বাধীনতায় ঘুরবে। মূলত এই আবেগটা ছেলেরা ভালোভাবে অনুভব করতে পারে। ঈদের মধ্যে আবিরের এই শখটা পূরণ হয়েছে আর পুরোটা সময় আমি সঙ্গে ছিলাম তাই সে দৃশ্যপাট নিয়ে আজকে আবার আপনাদের মাঝে পোস্ট শেয়ার করার জন্য হাজির হলাম।। অনেকেই এই লাইনগুলো পড়ার পরে হয়তো বা মনে একটা প্রশ্ন জেগেছে আসলে আবিরের জন্য বাইক কিনেছি কিন্তু এই আবির কে?? হ্যাঁ ক্যাপশন যেহেতু দিয়েছি সেহেতু বিস্তারিত সবকিছু বলব আর আপনাদের মনেও প্রশ্ন জাগা স্বাভাবিক।

আবির হচ্ছে আমার মামাতো ভাই অর্থাৎ আমার ছোট মামার ছেলে। মূলত ওরা ঢাকাতে থাকে প্রতি ঈদের সময় বা একটানা বেশ কিছুদিন সরকারি ছুটি থাকলে ওরা গ্রামে আসে। আবিরের অনেক শখ তার একটা বাইক থাকবে তবে আবির এখনো অনেক ছোট তাই বড় ভাই কিনে না দিয়ে ছোট বাইক কিনে দেওয়া হল। মামার কথা ছিল এরকম ছোট বাইক থেকে ভালোমতো চালানো শেখার পর তার শখ অনুযায়ী বড় বাইক কিনে দেওয়া হবে। এখনকার ছেলে মেয়েরা অনেক এডভান্স, আবির মোবাইলে বেশ কিছুদিন ধরে অনেকগুলো বাইকের রিভিউ দেখেছে। বর্তমান সময়ে বাংলাদেশের বাজারে হিরো এক্সট্রিম বাইকটি বেশ সারা ফেলেছে তাই আবিরেরও ইচ্ছা ছিল হিরো এক্সট্রিম নিবে।



1000010263.jpg

1000010262.jpg

1000010261.jpg



আমি আগে থেকেই কুষ্টিয়া শহরে ছিলাম আর মামা সহ আবির দুপুরবেলায় কুষ্টিয়া পৌঁছালো। কুষ্টিয়া পৌঁছানোর পর আমার সাথে যোগাযোগ করায় আমি সোজা উপজেলা মোড় চলে গেলাম আর সেখানে থাকা হিরোর শোরুমে সর্বপ্রথম বাইক দেখার জন্য গেলাম। মূলত হিরো এক্সট্রিম বাইকটা আমার কাছে খুব একটা সুবিধার মনে হয় না। আমার মনে হয় সব সময় ব্র্যান্ড ভ্যালুর একটা আলাদা মূল্যায়ন আছে আপনি হিরোর পরিবর্তে যদি জাপানি কোন ব্র্যান্ড ব্যবহার করেন সেক্ষেত্রে সেটা বিক্রি করতে গেলে ভালো দাম পাওয়া যায়। যেহেতু এই বাইকটা কিছুদিন পরে আবার বিক্রি করে দেওয়া হবে তাই ভালো ব্র্যান্ডের বাইক নেয়ার কথা বললাম সেই সাথে যে বাইকগুলোর মার্কেটে বেশ চাহিদা সেরকম একটা বাইক নেয়ার চিন্তাভাবনা ছিল।



কিন্তু আমি চাইছিল যেন তার পছন্দের এই হিরো এক্সট্রিম বাইকটি নেওয়া হয়। মূলত হিরো এক্সট্রিম বাইকটি মামার কাছেও খুব একটা পছন্দ হয়নি তাই মামা ও প্রথমে না করল। কিন্তু আবির কোনমতেই হিরো এক্সট্রিম ছাড়া অন্য কোন বাইক নিবেনা। অনেক সময় ধরে বোঝানোর পরে এক পর্যায়ে রাজি হল তার পরে আমরা হিরোর বিপরীত পাশে অবস্থিত হোন্ডা শোরুমে গেলাম। স্বল্প দামের মধ্যে যে বাইকগুলোর রিসেল ভ্যালু বেশি সেরকম বাইকের মধ্যে honda livo বাইক টা অন্যতম। প্রথমেই এই বাইকের তিনটা কালার দেখলাম তবে ম্যাট ব্ল্যাক এর উপরে সবুজের প্রলেপ দেওয়া কালারটা সবচেয়ে সুন্দর লেগেছিল।



1000010260.jpg

1000010259.jpg



আসলে ছেলেদের ক্ষেত্রে বাইক একটা আবেগ আমি যখনই হন্ডার ২.০ বাইকটা দেখলাম তখন মনে হচ্ছিল ইস এটা বর্তমানে আমার প্রথম পছন্দের তালিকায় আছে। বেশ কমফোর্ট আবার অনেকগুলো নতুন ফিচার্ড যুক্ত করা হয়েছে। বলতে গেলে এই বাইকটা যেন পুরোপুরি একটা সোনায় সোহাগা প্যাকেজ। যাইহোক এই বাইকটা তো আর নিব না তাই খুব বেশি সময় সেখানে নষ্ট না করে আমরা আমাদের বাইক নেয়ার কার্যক্রম শুরু করে দিলাম। কথাবার্তা শেষ করে পুরোপুরি পেমেন্টের ঝামেলা শেষ করা হলো আর সবুজ রংয়ের প্রলেপ দেওয়া লিভো গাড়িটি নেওয়া হলো।



গাড়িটা শোরুমের পাশেই তাদের নিজস্ব সার্ভিস পয়েন্টে নিয়ে গিয়ে সবকিছু ঠিকঠাক চেক করে ব্যাটারি লাগিয়ে সঙ্গে আরো কিছু সামগ্রী লাগিয়ে প্রস্তুত করে দেওয়া হলো। মূলত তখন ছিল ঈদের সময় তাই সবাই তোর জোর করছিল, মামা তাদেরকে কিছু ঈদ বোনাস দিল। মোটামুটি নতুন বাইক পাওয়ার পরে আমি যেমনটা খুশি হয়েছিলাম ঠিক একই অনুভূতি দেখলাম আবিরের মধ্যে কাজ করছে। তবে মজার বিষয় আবির এই বয়সে বাইক পুরোপুরি চালানো শেখার জন্য একটা বাইক পেয়ে গেল। তবে হ্যাঁ এখানে আরেকটা দুঃখের বিষয় আছে আবির তো ঢাকায় থাকে ঈদের ছুটি কাটিয়ে তারা আবার ঢাকায় চলে যাবে কিন্তু বাইকটা এখানেই পড়ে থাকবে। আবার যখন ছুটিতে গ্রামে আসবে তখন আবির এই বাইক চালাবে। আমার মাঝে মাঝে মনে হচ্ছিল শখের জিনিস রেখে বাসায় গিয়ে ঘুম হবে তো হা হা হা।



⬇️📥⬇️📥
ডিভাইসSamsung galaxy A52
ফটোগ্রাফার@kazi-raihan
লোকেশন
সময়জুলাই,২০২৫



🔚সমাপ্তি🔚




এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


20231103_120723-01.jpeg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!