স্বরচিত অনুকবিতা : অপ্রাপ্তি থেকে অচেনা শহর। steemCreated with Sketch.

in hive-129948 •  5 days ago 
আমার বাংলা ব্লগের সকল সদস্যকে আমার সালাম আসসালামু আলাইকুম/ আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আমাদের জীবনের ছোট ছোট অনুভূতি, স্মৃতি আর বাস্তবতার ছোঁয়া নিয়ে ভাবার চেষ্টা করছিলাম। কবিতা হলো হৃদয়ের ভাষা, মনের মধ্যে লুকানো অনুভূতির প্রতিচ্ছবি। এই ব্লগে আমি এমন কিছু কবিতা নিয়ে এসেছি, যেগুলো জীবনের নানা দিক, স্বপ্ন আর ভালোবাসার গল্প বলে। প্রতিটি কবিতা একেকটি আয়না, যা আমাদের চারপাশের সৌন্দর্য, অহংকারের ভঙ্গুরতা, আর প্রেমের অমর সত্তাকে তুলে ধরে। গ্রামের সবুজ প্রকৃতি থেকে শুরু করে মানুষের মনের গভীরতম ভাবনা, এই কবিতাগুলো স্পর্শ করে আমাদের সবার হৃদয়। আশা করি, এই কবিতাগুলো পড়ে আপনাদের মনেও জাগবে এক টুকরো ভালোলাগা, এক চিলতে স্মৃতি, আর অনুভূতির নতুন জোয়ার। পড়ুন, ভাবুন, আর ভালোবাসুন—কারণ কবিতা শুধু পড়ার জন্য নয়, বাঁচার জন্যও। কবিতা গুলো ছোট হলেও আমাদের ভাবনা গুলোকে ধরে রাখে। মনে ভেসে বেড়ানো শব্দগুলো অনেক সময় কথা বলে—কখনো নিঃশব্দে, কখনো ব্যথা হয়ে, কখনো ভালোবাসা হয়ে। আজকের এই দিনে কিছু অনুভূতি লিখার চেষ্টা করলাম।

তারিখ: ১৬ জুলাই,২০২৫ | বার: বুধবার | বাংলা মাস: ১ লা শ্রাবণ , ১৪৩২ বঙ্গাব্দ।

ছবি কানভা


অপ্রাপ্তির পৃষ্ঠা

প্রতিদিনই কিছু না পাওয়া জমে,
ডায়েরির শেষ পাতায় বসে থাকে—
একটা কাজ হয়নি,
একটা কথা বলা হয়নি,
একটা মানুষ ঠিক বুঝল না।

কেউ হয়তো প্রতীক্ষা করছিল,
আর আমি—
সময়মতো পৌঁছাতে পারিনি।

অপ্রাপ্তিগুলো
শব্দ হয় না কখনও,
তারা শুধু নিঃশব্দে
পাতা উল্টে দেয়।


জীবন একটা নদী।

জীবনটা বোধহয় নদীর মতোই—
শুরুটা ছোট্ট ধারা,
তারপর একসময় বড় হয়,
বাঁক নেয়, পাথরে ধাক্কা খায়।

কখনো জল বেশি,
কখনো একদমই শুকিয়ে যায়,
তবু থামে না।

আমরাও কি থামি?
চেষ্টা করি,
ভেসে যাই—
কারও জন্য, নিজের জন্য, অথবা
শুধু সময়ের জন্য।


মুখোশ

সবাই বলে, সত্য বলো,
কিন্তু মুখ খুললেই—
বলে চুপ হয়ে যাও!

তাই মুখে মুখোশ পড়ে নিই,
ভালো আছি বলি,
যদিও মন জানে—
ভালো নেই একটুও।

মুখোশ পরে কেউ কেউ হাসে,
কেউ কাঁদে,
কেউ আবার মুখোশেই থাকে চিরকাল।


শহর কথা বলে না

শহরটার চারদিকে আলো,
কিন্তু আলোয় উষ্ণতা নেই।

রাস্তার মানুষজন ব্যস্ত,
তবু কারও চোখে পরিচিতি নেই।

চায়ের দোকানে বসে আছি,
চা শেষ, কিন্তু কথা হয়নি কারও সঙ্গে।

শহর কথা বলে না—
তবু সব শোনে,
আর আমরা শুধু শুনি নিজের ভেতরের শব্দ।


আমার আজকের লিখাটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।


আমার পরিচয়ঃ


আমার পুরোনাম জোনায়েদ আহমদ । স্টিমিট আইডি @junaidahmed
বাসা নেত্রকোনা সদর নেত্রকোনা । আমি অর্থনীতি বিভাগে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি, বর্তমানে পড়াশোনার পাশাপাশি স্টিমিট এ লিখালিখি করি। আমার প্রকৃতির ছবি তুলতে সবচেয়ে বেশি ভালো লাগে,বিশেষ করে ফুলের ছবি,সূর্যের অস্ত যাওয়ার ছবি,চাঁদের ছবি আর সাদাকালো বিভিন্ন ছবি।বিভিন্ন বিষয়ে গল্প লিখতেও ভালো লাগে। হলের বারান্দায় আমার কিছু গাছ আছে এগুলোর সাথে মাঝে মাঝে সময় কাটাই। আমি স্টিমিটে জয়েন করি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে। আমার এই স্বল্প সময়ে আমার বাংলা ব্লগে ক্যারিয়ার শুরু করতে পেরে খুবই আনন্দিত অনুভব করছি। আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।



|| আমার বাংলা ব্লগ ||
break .png
>>>>>|| ডিসকর্ড চ্যানেলে ||<<<<<
break .png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

image.png

এই ধরনের অনু কবিতা গুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আপনার লেখা প্রতিটি কবিতা ছিল দারুন।খুব সুন্দর ভাবে ছন্দের সাথে মিলিয়ে কবিতা গুলো লিখছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ আপু, আমার কবিতাগুলো পড়ে আপনার ভালো লেগেছে এটাই আমার লিখার বড় সার্থকতা।

আপনার অনু কবিতাগুলো অনেক সুন্দর হয়ে থাকে৷ সবসময় আপনার কাছ থেকে আমি সুন্দর সুন্দর কিছু অনু কবিতা পড়ার চেষ্টা করে থাকি৷ আজকেও যেভাবে আপনি এত চমৎকার কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে অনেক বেশি ভালো লাগলো। এখানে একের পর এক লাইন এর সামজ্ঞস্যতা আপনি একেবারে সুন্দর ভাবে বজায় রেখেছেন৷