তারিখ: ১৬ জুলাই,২০২৫ | বার: বুধবার | বাংলা মাস: ১ লা শ্রাবণ , ১৪৩২ বঙ্গাব্দ।
![]() |
---|
অপ্রাপ্তির পৃষ্ঠা
প্রতিদিনই কিছু না পাওয়া জমে,
ডায়েরির শেষ পাতায় বসে থাকে—
একটা কাজ হয়নি,
একটা কথা বলা হয়নি,
একটা মানুষ ঠিক বুঝল না।
কেউ হয়তো প্রতীক্ষা করছিল,
আর আমি—
সময়মতো পৌঁছাতে পারিনি।
অপ্রাপ্তিগুলো
শব্দ হয় না কখনও,
তারা শুধু নিঃশব্দে
পাতা উল্টে দেয়।
জীবন একটা নদী।
জীবনটা বোধহয় নদীর মতোই—
শুরুটা ছোট্ট ধারা,
তারপর একসময় বড় হয়,
বাঁক নেয়, পাথরে ধাক্কা খায়।
কখনো জল বেশি,
কখনো একদমই শুকিয়ে যায়,
তবু থামে না।
আমরাও কি থামি?
চেষ্টা করি,
ভেসে যাই—
কারও জন্য, নিজের জন্য, অথবা
শুধু সময়ের জন্য।
মুখোশ
সবাই বলে, সত্য বলো,
কিন্তু মুখ খুললেই—
বলে চুপ হয়ে যাও!
তাই মুখে মুখোশ পড়ে নিই,
ভালো আছি বলি,
যদিও মন জানে—
ভালো নেই একটুও।
মুখোশ পরে কেউ কেউ হাসে,
কেউ কাঁদে,
কেউ আবার মুখোশেই থাকে চিরকাল।
শহর কথা বলে না
শহরটার চারদিকে আলো,
কিন্তু আলোয় উষ্ণতা নেই।
রাস্তার মানুষজন ব্যস্ত,
তবু কারও চোখে পরিচিতি নেই।
চায়ের দোকানে বসে আছি,
চা শেষ, কিন্তু কথা হয়নি কারও সঙ্গে।
শহর কথা বলে না—
তবু সব শোনে,
আর আমরা শুধু শুনি নিজের ভেতরের শব্দ।
আমার আজকের লিখাটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
আমার পুরোনাম জোনায়েদ আহমদ । স্টিমিট আইডি @junaidahmed।
বাসা নেত্রকোনা সদর নেত্রকোনা । আমি অর্থনীতি বিভাগে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি, বর্তমানে পড়াশোনার পাশাপাশি স্টিমিট এ লিখালিখি করি। আমার প্রকৃতির ছবি তুলতে সবচেয়ে বেশি ভালো লাগে,বিশেষ করে ফুলের ছবি,সূর্যের অস্ত যাওয়ার ছবি,চাঁদের ছবি আর সাদাকালো বিভিন্ন ছবি।বিভিন্ন বিষয়ে গল্প লিখতেও ভালো লাগে। হলের বারান্দায় আমার কিছু গাছ আছে এগুলোর সাথে মাঝে মাঝে সময় কাটাই। আমি স্টিমিটে জয়েন করি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে। আমার এই স্বল্প সময়ে আমার বাংলা ব্লগে ক্যারিয়ার শুরু করতে পেরে খুবই আনন্দিত অনুভব করছি। আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।



250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কমেন্ট টাস্কঃ
https://x.com/Junaid_2208/status/1945474605956935989
https://x.com/Junaid_2208/status/1945474945494192434
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ধরনের অনু কবিতা গুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আপনার লেখা প্রতিটি কবিতা ছিল দারুন।খুব সুন্দর ভাবে ছন্দের সাথে মিলিয়ে কবিতা গুলো লিখছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ আপু, আমার কবিতাগুলো পড়ে আপনার ভালো লেগেছে এটাই আমার লিখার বড় সার্থকতা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার অনু কবিতাগুলো অনেক সুন্দর হয়ে থাকে৷ সবসময় আপনার কাছ থেকে আমি সুন্দর সুন্দর কিছু অনু কবিতা পড়ার চেষ্টা করে থাকি৷ আজকেও যেভাবে আপনি এত চমৎকার কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে অনেক বেশি ভালো লাগলো। এখানে একের পর এক লাইন এর সামজ্ঞস্যতা আপনি একেবারে সুন্দর ভাবে বজায় রেখেছেন৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit