নমস্কার
গাছ আনতে গিয়ে খালি হাতে ফিরে আসা:
বন্ধুরা, নিশ্চয়ই ভাবছেন কিসের গাছ?
আর কোথা থেকেই বা নিয়ে আসার কথা বলছি?
আর খালি হাতে ফিরেই বা কেন এলুম?
হ্যাঁ, সেই সব প্রশ্নের উত্তর নিয়েই আজ একটি পোষ্ট নিয়ে হাজির হয়েছি আমি @green আপনাদের মাঝে।আসলে বেশ অনেক দিন ধরেই অরণ্য দিবস পালিত হচ্ছে।সেটাও আবার আমাদের বর্ধমান ইউনিভার্সিটির পাশেই।সুতরাং গোলাপবাগে কিন্তু আমি তো জানিই না,তবে বৃহস্পতিবার আমি যখন ইউনিভার্সিটি থেকে বাড়ি ফিরছিলাম তখন আমাদের এক সহপাঠীর সঙ্গে দেখা।জিজ্ঞাসা করলাম,কোথায় গিয়েছিলি??
সে তো উত্তর দিলো, অরণ্য দিবসের গাছ নিয়ে আসতে গেলুম।
আমি বললাম, কত দিয়ে কিনলি গাছের চারাগুলি?
সে বললো, সবই ফ্রি অরণ্য দিবস উপলক্ষে,একটিও কেনা নয়।তবে হ্যাঁ ওখানে গিয়ে সিরিয়াল দিতে হবে তারপর একটা টোকেন নিতে হবে তারপর পছন্দমতো যেকোনো পাঁচটি গাছ নেওয়া যাবে।আর সঙ্গে অবশ্যই একটি ব্যাগ নিয়ে যেতে হবে।
তারপর বললো, চাইলে তোরাও নিয়ে নিতে পারিস কাল!
আমার সহপাঠী অবশ্য নিয়েছিলো---জামরুল, আম, মেহগনি, চালতা গাছ ইত্যাদি।তারপর টোটোতে যেতে যেতে দেখলাম অনেকেই ফ্রি তে গাছ সংগ্রহ করেছে।আমলকী গাছ আরো বিভিন্ন ধরনের গাছ।
যাইহোক বাড়ি ফিরে এসে বাবা-মা কে বলতেই বললো, বাড়িতে ফল গাছের অভাব নেই যেতে হবে না।তারপর বাড়িতে যেহেতু আমলকী গাছ নেই সেই বাহানায় রাজি করালাম।তখন বাবা বললো, তাহলে একটি নারিকেল গাছ আর একটি জলপাই গাছ ও নিয়ে আসিস।এইবার ইউনিভার্সিটির সমস্ত ক্লাস শেষ করে আরো দুজন বান্ধবী জুটে গেল আমার সঙ্গে।তারাও গাছ নিতে আগ্রহী তাই তাড়াতাড়ি চলে গেলুম আমাদের ইউনিভার্সিটির মধ্যে যে পার্ক রয়েছে তার সামনেই।যদিও জিওলজিক্যাল পার্কে আমি কখনোই যায়নি,যাইহোক ওখানে গিয়ে দেখলাম লোক লাইনে দাঁড়িয়ে আছে।আমরাও লাইন দিলাম,এক পর্যায়ে শুনলাম সব ফলের গাছ প্রায় শেষ হয়ে গেছে।
তবুও আমি লাইন দিলাম একটি আমলকী গাছের আশায়।আর অন্যেরা যেকোনো গাছ পেলেই খুশি।তো আমরা প্রায় 12-15 জনের পরে লাইন টানলাম।তারপর আমার বান্ধবী নাম,ঠিকানা,ফোন নাম্বার লিখছে তখন একজন ওখানে জিজ্ঞাসা করতে আসলো কি কি গাছ পাওয়া যাবে?ওখানে দায়িত্বশীল লোকেরা বললো ,যে ফল ও ফুলের গাছ শেষ।
আমলকী গাছও শেষ হয়েছে এখন, তবে কাঠের গাছ আর জাম গাছ পাওয়া যাবে।কেউ কেউ আবার তেঁতুল, নিম,আকাশমনি ও অপরাজিতা ফুল গাছ নিয়ে যাচ্ছে।আর এখন ওসব গাছ-ই রয়েছে তাই দুটি করেও দিয়ে দিচ্ছে।সত্যি বলতে এমনিতেই অন্যান্য গাছের চেহারা দেখে আমার পছন্দ হচ্ছিলো না।তখন আমি আর সিগনেচার করলাম না,লাইন থেকে বের হয়ে গেলুম।তারপর আমার দুই বান্ধবী ভিতরে ঢুকলো কিন্তু ওখানের মানুষেরা প্লাস্টিক ব্যাগে গাছ দেবে না।বললো,, পাশেই একটি দোকানে ব্যাগ বিক্রি হচ্ছে হয় কিনে নিয়ে এসো নয়তো বাইরে কারো থেকে অন্য ব্যাগ নিয়ে এসো।
বেচারাগুলি নিরুপায় হয়ে ফিরে আসলো আর অধিকাংশ মানুষই প্লাস্টিক ব্যাগ নিয়ে গেছে।যাইহোক আমরা ফিরে চলে আসলাম ট্রেন ধরবো বলে কিন্তু ফল-ফুলের গাছ না থাকা সত্ত্বেও ওখানে মানুষের কমতি নেই।বরং মানুষের লাইন যেন বেড়েই চলেছে,এমনকি আমার আরো কয়েকজন বান্ধবীরাও লাইনে দাঁড়িয়েছে।আসলে শহরে যেকোনো গাছেরই বেশ চাহিদা বুঝলাম।
মনে মনে খুবই খারাপ লাগছিলো যে,আমার সহপাঠীরা আমার কথাতে গিয়েও লাইন টেনে,সিগনেচার করে, ভিতরে প্রবেশ করে, শুধুমাত্র প্লাস্টিকের ব্যাগের জন্য খালি হাতে ফিরে আসতে হলো।আসলে অনেক দিন ধরেই অরণ্য দিবস পালিত হচ্ছে, যেটা আজ শেষ দিন।এইজন্য মানুষ প্রথম দিকেই সমস্ত ভালো গাছ নিয়ে ফেলেছে।কি আর করার! আমরা গাছ আনতে গিয়েও খালি হাতে বাড়ি ফিরলাম।।😔😔
পোষ্ট বিবরণ:
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1947017495178616881
https://x.com/green0156/status/1947025747811655996
https://x.com/green0156/status/1947028817895374976
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit