টার্গেট ডিসেম্বর সিজন -৫ | ১০ স্টিম পাওয়ার আপ

in hive-129948 •  4 months ago  (edited)

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328nxpWAiuZ3LRVfjoao5FA1ib4YwJejettN21z4jagea1MjdW2K8K2dz8CiNmdcSib5Kzg8TzPyRUrYecAHcUSf8eAf3ZvNCE9CEz.jpeg


প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই ।আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ।

প্রায় দীর্ঘদিন পর আমার বাংলা ব্লগে ফেরা ৷ আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্যই মূলত আমার বাংলা ব্লগ কমিউনিটি থেকে বিছিন্ন হয়েছি ৷ যা হোক সেই সমস্ত দুঃখ যাতনা অনাকাঙ্খিত ঘটনা কাটিয়ে উঠিয়ে আবার, নতুন করে আমার বাংলা ব্লগের সাথে পথচলা শুরু করলাম ৷ আর এই পথচলা শুরুতেই আমার নিজের সক্ষমতা বৃদ্ধির জন্য পাওয়ার আপ করা ভীষণ জরুরি ৷ আর যার জন্যই প্রথম থেকেই এই সিজন ফাইভে নিজেকে নতুন করে মেলে ধরার আপ্রাণ চেষ্টা নিয়েই শুরু করছি ৷ আপনারা সবাই আশীর্বাদ ও দোয়া রাখবেন ৷

প্রিয় আমার বাংলা ব্লগবাসি আজ অনেক দিন পর আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে৷ আজ আমি পাওয়ার আপ একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো৷ পাওয়ার আপ হলো নিজের একাউন্ট বা আইডির সক্ষমতা বৃদ্ধি৷ তাই প্রতি ইউজারের বা মেম্বারদের পাওয়ার আপ করা খুবই গুরুত্বপূর্ণ৷ আর পাওয়ার আপের লক্ষ্যমাত্রা নিয়েই সিজন- ৫ আমি পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি৷

যদিও আমার লক্ষ্যমাত্রা এবার এই পাওয়ার আপ সিজন- ৫ যত দুর পযন্ত যাওয়া যায় ৷আর এই লক্ষ্যমাত্রা নিয়ে প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার চেষ্টা করবো ৷ তবে আপাতত আমার ক্ষুদ্র লক্ষ্যমাত্রা যেটা হলো ২০০০ এসপিতে পৌঁছানো ৷ ৷ আর এই লক্ষ্যমাত্রায় এই সপ্তাহে পাওয়ার আপ প্রতিযোগিতায় ১০ স্টিম লিকুইড পাওয়ার আপ করছি ৷ আর সেটার ধাপ গুলো আপনাদের মাঝে শেয়ার করছি ৷

IMG_20250328_224814.jpg

IMG_20250328_224850.jpg

IMG_20250328_224915.jpg

IMG_20250328_224929.jpg

IMG_20250328_224957.jpg



যাহোক এভাবেই প্রতিনিয়তই নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং কি নিজের সর্বোচ্চ একটি অ্যামাউন্ট এসপিতে পরিণত করতে চাই
এই ছিল পাওয়ার আপ নিয়ে পোষ্ট ৷ আবারও হাজির হবো নতুন বড় পাওয়ার আপ এর ব্লগ নিয়ে ৷ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে চলুন ৷



♥সবাইকে ধন্যবাদ ♥

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

6pu4ZRycQdDVScudzd6MCPSXks2Yb5eBsm266mkDh4Ym6FB7BpriSja46xEMcWmdrpddJ2DgjV1GDyqq1t6zrWYByoJVmDSUzWxQrqnEmCewYJ8H9rpuqqVDn9jgm5cfC9e6wZ49xqhGBZwiQDbQDUVb7ywMCasr2MCyQphY4K5y9v4KLj2bDYXV5r4H6GpsDBfFL.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

টার্গেট ডিসেম্বর সিজন ফাইভে আপনি ১০ স্টিম পাওয়ার আপ করেছেন। আপনি প্রতিনিয়ত পাওয়ার আপ করে এগিয়ে যাচ্ছেন। আপনি প্রতি সপ্তাহের ন্যায় আজকেও ১০ স্টিম পাওয়ার আপ করে আরো একধাপ এগিয়ে গেলেন। আপনি এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

দোয়া করবেন ভাই এভাবেই যেনো এগোতে পারি

ছোট ছোট পাওয়ার বৃদ্ধির মাধ্যমে বড় শক্তি অর্জন করা যায়। ১০ স্টিম পাওয়ার বৃদ্ধির মাধ্যমে নিজের সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতা ধরে রেখে এগিয়ে যাচ্ছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো দাদা।

ছোট ছোট পাওয়ার আপ করার মধ্য দিয়ে একদিন বড় কিছু হবে ৷ এটা বিশ্বাস করি ভাই

দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপ আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। আজকে আপনার দশ স্টিম পাওয়ার আপ পোষ্ট দেখে অনেক ভালো লাগলো। তবে এই বছর আপনার টার্গেট হচ্ছে ২০০ এসপি পাওয়ার আপ করা। এবং নির্দিষ্ট সময় যদি সুন্দরভাবে পাওয়ার আপ করেন তাহলে কাঙ্খিত লক্ষ্য পূরণ করতে পারবেন।

জি আপু ঠিক বলেছেন দীর্ঘদিন কাজ করার জন্য পাওয়ার আপ দরকার ৷ আপু ২০০ না ২০০০ হাজার করার. টার্গেট