আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
গতকাল এই সিজেনে রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচ ছিল। ঘরের মাঠ সান্তিয়্যাগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ছিল রিয়াল সোসিয়েদাদ। তবে এই দিনটা আমাদের রিয়াল মাদ্রিদ ফ্যানদের কাছে অন্য একটা বিশেষ কারণে ইমোশনাল ছিল। এই ম্যাচের পর ক্লাব ছাড়ছে তিনজন। লুকা মদ্রিচ, লুকাস ভাসকেজ এবং কার্লো আনচেলওি। মদ্রিচ এবং ভাসকেজ প্রথম থেকেই শুরু করেছিল। এইজন্য পুরোটা সময় তাদের খেলা দেখেছি। আর রিয়াল মাদ্রিদের জার্সিতে তাদের দেখা যাবে না। আজ ম্যাচ রিভিউ দিব না। আজ কথা বলব এদের নিয়ে। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে ২-০ গোলে। দুইটা গোলই করেছে কিলিয়ান এমবাপ্পে। এবং এই গোলের মাধ্যমে এমবাপ্পে এই সিজেনের ইউরোপীয়ান গোল্ডেন বুট জিতে নিয়েছে।
এই তিনজন লিজেন্ড কে বিদায় দিতে অসংখ্য রিয়াল মাদ্রিদ ফ্যান হাজির হয়েছিল স্টেডিয়ামে। কার্লো আনচেলওি দ্যা ইতালিয়ান মাস্টারমাইন্ড। ফুটবল ইতিহাসের সবচাইতে সফল কোচ। প্রথম রিয়াল মাদ্রিদের কোচ হয়ে আসে ২০১৩ সালে। প্রথম বছরেই ২০১৩-১৪ মৌসুমে দীর্ঘ সময়ের পরে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন লীগ জেতে। ২০১৫ সালে বিদায় নিলেও আবার ২০২১ সালে রিয়াল মাদ্রিদের কোচ হয়ে আসেন। এই চার মৌসুমে দুই টা চ্যাম্পিয়ন লীগ দুইটা লা লীগা, দুইটা উয়েফা সুপার কাপ সহ অনেক ট্রফি জিতেছেন। আজ রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে তার শেষ ম্যাচ ছিল। আগামীকাল থেকে সে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করবেন। লুকাস ভাজকেজ রিয়াল মাদ্রিদের হয়ে ৬ টা চ্যাম্পিয়ন লীগ জিতেছে।
২০১১-১২ মৌসুম থেকে সে রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলছে। আজ ১৪ বছর ধরে মাদ্রিদে রয়েছে সে। বুঝতেই পারছেন সম্পর্ক টা ঠিক কতটা গভীর। আজকের ম্যাচের পর লুকাস ভাসকেজ ক্লাব ছাড়বেন। আজই তার শেষ ম্যাচ ছিল। পাড়ি জমাবেন অন্য কোন ক্লাবে। লুকাস ভাজকেজ আমাদের দুঃসময়ের কান্ডারি। খারাপ সময়ে লুকাস ভাসকেজ এসে হাল ধরেছে। এবার আসি লুকা মদ্রিচের কথায়। এই ক্রোয়েশিয়ান লিজেন্ড রিয়াল মাদ্রিদে আসে ২০১২-১৩ মৌসুমে। অর্থাৎ ১২ বছর সে রিয়াল মাদ্রিদে ছিল। এক যুগ একটা ক্লাবে থাকা অনেক বড় একটা ব্যাপার। এই এক যুগ রিয়াল মাদ্রিদের মধ্যমাঠ নিয়ন্ত্রণ করেছে লুকা মদ্রিচ। রিয়াল মাদ্রিদের প্রাণ ভোমরা ছিল সে বলা যায়। এই সময়ের রিয়াল মাদ্রিদের হয়ে ৬ বার চ্যাম্পিয়ন লীগ সহ অসংখ্য শিরোপা জিতেছে। অসাধারণ সব মূহুর্ত্তের স্বাক্ষী হয়েছে।
কিন্তু সবকিছুরই একটা শেষ আছে। একটা সমাপ্তি আছে। বয়সের কাছে হার মানতে হয় সবাইকে। লুকা মদ্রিচ রিয়াল মাদ্রিদ ছেড়ে যাচ্ছে অবশেষে। এই দিনটা আমাদের মাদ্রিদ ফ্যানদের জন্য বেশ ইমোশনাল। ম্যাচ শেষে অশ্রুসিক্ত চোখে মাঠ থেকে উঠে আসে লুকা মদ্রিচ। স্টেডিয়ামের সবাই দাঁড়িয়ে তাকে সম্মান জানায়। কোচ কার্লো উঠে দাঁড়ায়। দীর্ঘদিনের সতীর্থ টনি ক্রুস এসে জড়িয়ে ধরে তাকে। মদ্রিচের পুরো পরিবার উপস্থিত ছিল মাঠে। আজ এই তিন লিজেন্ডের রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষ হলো। তাদের কখনও ভুলবে না রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের হয়ে তাদের অসংখ্য অর্জন । পরবর্তী গন্তব্যের জন্য তাদের শুভকামনা। আজ এমন পরিস্থিতি জীবনানন্দ দাশের একটা কবিতার লাইন অনেক মনে পড়ছে
সবাই চলিয়া যায়
সকলের চলে যেতে হয় বলে।।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1926569560552955931?t=czqUhGyyWzX9xu6MPdkE9g&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit