আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আচ্ছা আজকে লেখালেখি শুরু করার আগে ভাবলাম আপনাদের কাছে একটা প্রশ্ন করি।প্রশ্নটি হলো,পৃথিবীতে বিনা বেতনের কর্মচারী বলতে যদি কাওকে বলি বা বলেন।তাহলে আপনার কার কথা মনে পরবে?আমার উত্তর যদি বলি,তাহলে সেটা হলো - "মা"। কারণ এই মা ই একমাত্র যে বিনা বেতনে আজীবন গাধার খাঁটুনি খাটতে থাকে।এখন হয়তো অনেকে বলবেন যে, মা যেমন অনেক বেশি কষ্ট করেন একটি সংসারের জন্য। ঠিক একই ভাবে বাবা ও কষ্ট করেন। আমি কিন্তু এখানে মায়ের কথা বলছি বলে বাবাকে কোনো কারনে ছোট করে দেখছি কিংবা বাবার কষ্টকে ছোট করছি, এমন কিছুই নয়। উনারা দুজন ই আমাদের জন্য অনেক বেশি কষ্ট করেন।
কিন্তু এখানে মা এর কথা বলার একমাত্র কারণ হলো, আসলে মা বিনা বেতনের পরিশ্রমিক একজন মানুষ কিংবা পরিশ্রমী বলা চলে। তার কারণ হলো, বাবা যেসব কাজ করেন। অর্থাৎ বাইরের কাজ। তার জন্য কিন্তু তিনি ঠিক একটা মাইনে পান কিংবা ব্যবসা করলে তার নিজস্ব টাকা থাকে। অর্থাৎ বলা চলে যে মাছ শেষে, দিন শেষে তার হাতে একটা টাকা এসে পৌঁছায়। যেটা উনি উনার কষ্টের বিনিময়ে পায়।
কিন্তু মা তেমন কিছুই পায় না। আর এটা আমরা সকলেই জানি যে, আমাদের নিজেদের হাতে যদি নিজস্ব কোনো টাকা থাকে। তাহলে সেক্ষেত্রে আসলে আমাদের নিজেদের জায়গাটা অনেক বেশি শক্ত হয়। তো সেই শক্ত জায়গাটি আসলে আমরা ধরে রাখতে পারি না। অর্থাৎ আমাদের মায়েরা রাখতে পারে না। কারণ তাদের নিজস্ব কোনো ইনকাম থাকে না। তারা বিনা বেতনে আজীবন কাজ করে যায়। কিন্তু মানুষের মুখের সামান্য টুকু সুনাম, সম্মান পর্যন্ত তারা পায় না। এটা হলো সবচেয়ে দুঃখের বিষয়। এই বিনা বেতনের কর্মচারী গণ আমাদের জন্য আজীবন কষ্ট করে যান বলেই কিন্তু আমরা এতো সুখের জীবন কাটাই। তাছাড়া সুখ কখনোই কিন্তু পেতাম না। এই পৃথিবীতে যে সন্তানগন মা হারা। তারাই একমাত্র বুঝতে পারে যে, মায়ের গুরুত্ব কতখানি।