সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।আজ আমি যে বিষয়ে কথা বলতে চাই, তা আমাদের প্রত্যেকের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক ”নিজের মর্যাদা”।নিজের সম্মান যে নিজে বোঝে না, সে কখনোই অন্যের কাছ থেকে সম্মান আশা করতে পারে না।।আজকের এই পোষ্টের আলোচ্য বিষয় অনুসারে বিস্তারিত নিচে আলোচনা করা হলো। আপনাদের কাছে আজকের এই পোস্ট কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের মতামতের মাধ্যমে জানাবেন এবং ভালো লেগে থাকলে সাপোর্ট করবেন।
Edited By Canva
আমরা যদি নিজের সম্মান ও আত্মমর্যাদাকে যথাযথভাবে মূল্যায়ন না করি, তবে অন্য কারো কাছ থেকে সম্মান আশা করাটা যুক্তিসঙ্গত নয়।মর্যাদা মানে শুধু সামাজিক সম্মান নয়, বরং আত্ম মূল্য, আত্মসম্মান এবং নিজের অন্তর্নিহিত মূল্যবোধের প্রতি শ্রদ্ধা। নিজের মর্যাদার উপলব্ধি না থাকলে আমরা এমন আচরণে লিপ্ত হতে পারি, যা আমাদের আত্মসম্মানকে হানি করে এবং অন্যদের আমাদের সঙ্গে অবমাননাকর আচরণের সুযোগ তৈরি করে।
সমাজে বা রাষ্ট্রে মর্যাদা ও সম্মান পেতে হলে প্রথমেই নিজের মর্যাদাকে বোঝা ও তা রক্ষা করা অত্যন্ত জরুরি।নিজে নিজেকে সম্মান না করলে, অন্য কেউ করবে না এই কথাটি যেমন বাস্তব, তেমনি চিরন্তন।আমাদের ব্যবহার, আচরণ, কথাবার্তা ও দৈনন্দিন জীবনের প্রতিটি পদক্ষেপে মর্যাদা বজায় রাখা জরুরি। নিজেকে ছোট করে দেখা কিংবা নিজের প্রতি অবহেলা করা নিজের মর্যাদাকে ক্ষুণ্ন করে। ফলে সমাজ থেকেও সম্মান পাওয়া কঠিন হয়ে যায়।
আমাদের গ্রামের একটি প্রচলিত প্রবাদ আছে, যাকে সম্মান দাও, সেও তোমাকে সম্মান দিবে।এটি কেবল কথার কথা নয়, বাস্তব জীবনের পরীক্ষিত সত্য। আপনি যদি ছোটদের সম্মান করেন, তারা একদিন আপনাকে শ্রদ্ধা করবে। আপনি যদি বড়দের সম্মান করেন, তারা আপনাকে ভালোবাসবে এবং মর্যাদা দেবে।এই পারস্পরিক সম্মানবোধই একটি সুস্থ ও উন্নত সমাজ গঠনে সহায়ক।
পরিশেষে বলতে চাই, নিজের মর্যাদার প্রতি যত্নশীল হোন, আত্মসম্মান বজায় রাখুন এবং অন্যদের সম্মান দিয়ে সম্মান লাভ করুন।আশা করি, আমার এই লেখাটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের মতামত ও মূল্যবান পরামর্শ মন্তব্যে জানালে আনন্দিত হবো।
Community | আমার বাংলা ব্লগ |
---|---|
Category | Creative Writing |
Device | OPPO Reno 12 5G |
Caption | @ahp93 |
Location | Bangladesh |
Thanks And Regards
https://x.com/AHP14338073/status/1946989761996185875?t=C_HU1-fx6NDtNVJwt3h_7w&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit