অহংকার দূর করার একমাত্র উপায় সমুদ্রের বিশালতা দেখা।

in hive-129948 •  7 days ago 

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

IMG20250224121120.jpg

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের,অহংকার দূর করার একমাত্র উপায় সমুদ্রের বিশালতা দেখা এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

মানুষ স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। মানুষের বিবেক এবং মনুষ্যত্ববোধ সবচেয়ে উন্নত। তারপরও মানুষের কিছু বদ অভ্যাস বা, বদ চরিত্র রয়েছে । তার মধ্যে অহংকার অন্যতম। অহংকার এমন একটা বিষয় যা সবসময় নিজেকে অন্য থেকে আলাদা করে তোলে। নিজের মনের মধ্যে সব সময় অন্যরকম ভাবনা সৃষ্টি করে। অহংকার করার ফলে নিজেকে অন্যদের থেকে যেকোনো বিষয়ে অনেক বড় এবং আহমিকা বোধ সৃষ্টি করে । অহংকার করার পরে অন্যকে ছোট এবং খুবই তুচ্ছ তাচ্ছিল্য বিষয় হিসেবে গণ্য হয়। যে কোন বিষয়ে নিজের মধ্যে আত্মতৃপ্তি থাকা উত্তম। তবে নিজেকে সবসময় বড় মনে করা এবং নিজেকে অন্যদের থেকে আলাদা এবং অন্যদেরকে ছোট মনে করাটা হচ্ছে অহংকার।

এই অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায়। অহংকার করার মাধ্যমে মানুষ ধীরে ধীরে ধ্বংসের দিকে ধাবিত হয়। যে ব্যক্তি অহংকার করে সে সব সময় নিজেকে অন্যদের থেকে আলাদা এবং অনেক বড় কিছু মনে করে। কিন্তু বাস্তবতা হলো প্রত্যেক মানুষ কোন না কোনভাবে অন্য মানুষের উপর নির্ভরশীল। মানুষ যখন সামান্য জ্ঞান, অর্থ বা ক্ষমতা অর্জন করে, তখন অনেক সময় তার মধ্যে অহংকার জন্ম নেয়। সে নিজেকে শ্রেষ্ঠ বা, বড় মনে করতে শুরু করে, অন্যদের ছোট তুচ্ছ ভাবতে থাকে। প্রকৃতির বিশালতাই তাকে স্মরণ করিয়ে দিতে পারে, সে কত ক্ষুদ্র, কত সীমাবদ্ধতার মধ্যে রয়েছে।

কিছু কিছু মানুষ শুধু তার সাময়িক ক্ষমতা, ধন সম্পদের দিকে তাকায়। ক্ষমতা ধন সম্পদ নিয়ে অহংকার করে কিন্তু প্রকৃতির বিশাল উপমার দিকে তাকায় না। সমুদ্র তার বিশালতা, গভীরতার দিকে তাকালে মানুষকে নিজের অবস্থানের সম্পর্কে উপলব্ধি করতে পারবে। মানুষের যতো বড়ই ক্ষমতা, ধন সম্পদশালী হোক না কেন প্রকৃতির কাছে সেই খুব তুচ্ছ।সমুদ্রের ঢেউ, বিশাল জলরাশি এবং অসীম দিগন্তের দিকে তাকিয়ে মানুষ উপলব্ধি করতে পারে। যে এই বিশাল সৃষ্টি জগতের তুলনায় সে কত নগণ্য কতো ছোট। সে যে বিষয় নিয়ে অহংকার করছে ঐ বিষয়ে প্রকৃতির কাছে কিছুই না। এই উপলব্ধি তার অহংকারকে ধীরে ধীরে ভেঙে দেয়। তখনই তার মধ্যে নম্রতা, বিনয় এবং শ্রদ্ধাবোধ জন্ম নেয়।

বিশাল সমুদ্রের দিকে তাকালে বুঝা যায় প্রকৃতির কাছে মানুষ কত নগণ্য। সমুদ্রের বিশাল জলরাশি দিকে তাকালে বুঝা যায় মানুষের ক্ষমতা প্রকৃতির কাছে কিছুই না।তাই বলা যায়, প্রকৃতির এই অসীম সৌন্দর্য ও শক্তির সামনে দাঁড়ালেই মানুষের হৃদয়ের অহংকার গলে যায়। সমুদ্র নীরব ভাবে মানুষকে শিক্ষা দেয় মানুষের নিজের সীমাবদ্ধতা। বুঝতে পারা যায় আত্মপ্রবঞ্চনা থেকে মুক্ত হওয়া। সমুদ্রের বিশালতা উপলব্ধি করা এবং তার মাঝে নিজের ক্ষুদ্রতা উপলব্ধি করাই হলো সঠিক পথ।


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order: