বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @kazi-raihan
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নামঃ আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
ঘুরতে কোন কারণ লাগে না। by @kazi-raihan ( date 19.07.2025 )
অথরের পোস্টটা আসলে আমার নিজের জীবনের সঙ্গে অনেকটাই মিলে গিয়েছে, বিশেষ করে আমারও এখন বাইক কেনার পর থেকে মাঝে মাঝেই উদ্দেশ্যহীন ভাবে এদিক-সেদিক ঘোরাফেরা করা হয়, এই ঘোরাফেরার আসলে কোন কারণ ও থাকেনা, মনটা কে আসলে স্থির করার জন্য হলেও এমন উদ্দেশ্যহীন ঘোরাফেরার দরকার আছে, তাতে যেন কিছুটা হলেও প্রশান্তি মিলে মনে।
এই যে অথর বাইক নিয়ে তার এলাকায় এদিক সেদিক ঘুরেছে, ঝালমুড়ি খেয়েছে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছে, এই মুহূর্তগুলো জীবনকে অন্যভাবে প্রবাহিত করে।
দিনশেষে মনের খোরাকের জন্য এমন উদ্দেশ্যহীন ঘোরাঘুরি কে আমি অবশ্যই সাধুবাদ জানাই , কেননা ভ্রমণ মাঝে মাঝে প্রধান ভূমিকা পালন করে মনের প্রশান্তির জন্য।
এই রাত্রিবেলা অথরের পোস্টটা পড়ে মনে হচ্ছিল আমি নিজেও যেন তাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিলাম। সব মিলিয়ে ভালো লেগেছে পোস্টটা, তাই ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করলাম।