Better life with steem The Diary Game |10 june, 2025

in hive-120823 •  2 months ago 

Picsart_25-06-10_20-37-29-176.jpg

সকাল বেলা

IMG_20250610_141011.jpg

HELLO▶

Everyone

কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ চলে আসলাম আজকে আপনাদের মাঝে আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম গুলো শেয়ার করার জন্য ,, তাহলে চলো শুরু করা যাক ৷


আজ রোজ মঙ্গলবার খুব সকাল সকাল ঘুম থেকে উঠলাম ৷ আসলে বর্তমান সময়ে যেভাবে রোদ আর গরম পরছে খুব সকালে মাঠে না গেলে কোন কাজই করা হয় না ৷ তাছাড়াও আমাদের গ্রামে এখন কম বেশী প্রতিদিন কাজ চলবে তার কারণ হলো বাদাম নিয়ে মানুষ এখন অনেক ব্যস্ততার মধ্যে পরেছে ৷

আবার অনেকে কলা বাগানের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পরছে আবার কেউ হলুদ চাষ করে সেগুলো পরিচর্যা এবং যত্ন নয়ে ব্যস্ততার মধ্যে পরেছে ৷

যাই হোক আজকে আমাদের বাদাম তোলা নেই আগামীকাল কাল থেকে শুরু করবো বাদাম তোলা ৷ আমরা যে কয়েকদিন বাদাম গাছ তুলেছি সেগুলো আজকে শুকিয়ে নিচ্ছি বলা যায় না বৃষ্টি নামলে এই বৃষ্টি বেশ কয়েকদিন চলতে পারে ৷

তাই আজকে সকাল বেলা হলুদ ক্ষেতে এসে হলুদ ক্ষেতে আগাছা গুলো নিড়ানি দিলাম সেই সকাল ৬ টার দিকে এসেছি ৯ টা বাজে তারপর কাজ শেষ করে চলে আসি বাড়িতে ৷

IMG_20250610_142042.jpg

বাড়িতে এসে সকালের খাবার খেয়ে বিশ্রাম নিতে লাগলাম এদিকে আজকেও প্রচন্ড রোদ আর গরম আর এই রোদের মধ্যে বেশিক্ষণ থাকা যায় না , তারপর ও চলে আসলাম বাদাম ক্ষেতে ৷ আজকে সব বাদাম গুলো শুকাইতে দেওয়া হয়েছে এবং ১ ঘন্টা পর পর বাদাম গুলো উলট পালট করে দিচ্ছি যেন বাদাম গুলো খুব তারাতারি শুকিয়ে যায় ৷

IMG_20250610_142211.jpg

বাদাম গুলো উলট পালট করে দিয়ে তারপর বাদামের গাছের পাতা গুলো শুকাইতে দিলাম ৷ বাদাম গাছের পাতা শুকিয়ে বাড়িতে নিয়ে গেলে অনেক উপকারে আসে যেমন , বর্ষাকালে চারদিকে পানি ভরাট থাকে তখন গরু ছাগলের জন্য খাবার পাওয়া যায় না সেজন্য এই বাদাম গাছের পাতা গুলো শুকিয়ে বাড়িতে নিয়ে গিয়ে পুন্জি করে রেখে দিচ্ছি যাতে করে বর্ষাকালে গরু ছাগলের জন্য খাবার তৈরি থাকে ৷

তাছাড়াও আমাদের গ্রামে অঞ্চলের মানুষেরা বাদামের পাতা গুলো নিয়ে ধান সিদ্ধ থেকে শুরু করে অনেকে ভাত রান্নার কাজে ব্যবহার করে থাকে ৷

IMG_20250610_202000.jpg

বিকেল বেলা

বিকেল বেলা বাদামের কাজ গুলো গুছিয়ে নিয়ে আমরা বাদামের পাতা গুলো ভ্যানে করে বাড়িতে নিয়ে আসলাম ৷ আজকে আকাশের আবহাওয়া একটু অন্যরকম লাগতেছে যদি হঠাৎ করে রাতে বৃষ্টি নেমে যায় তাহলে সব শুকনা বাদামের পাতা গুলো ভিজে নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে ৷

IMG_20250610_202627.jpg

সন্ধ্যা বেলা

সন্ধ্যা বেলায় স্নান করলাম তারপর চলে আসলাম চৌরাস্তা বাজারে ৷ আজকে সারাদিন রোদের মধ্যে বাদাম এবং বাদামের পাতা গুলো শুকাইতে হইছে পুরো শরীর এখনো অনেক গরম হয়ে আছে ৷

যাই হোক চৌরাস্তা বাজারে এসে এক হাফ লিটার ঠান্ডা পানির বোতল কিনে নিলাম তারপর দুটি স্যালাইন কিনে নিলাম এবং পানির বোতলে মিশিয়ে খেয়ে নিলাম ৷ খাওয়ার পর শরীরে অনেক টা এনার্জি তার পাশাপাশি শরীর টা ঠান্ডা হয়ে যায় ৷

এত গরমের মধ্যে চৌরাস্তায় আর দেরী না করে চলে আসলাম বাড়িতে ৷

তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

শুভ রাত্রি 🤍

ধন্যবাদ সবাইকে🙏🙏

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসRedmi note 13 pro +
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcsUhSBkR263BW3aGFrDJ4LY4NAcqRpChuw63auxR2oHphrAU559PgwAbnwHoQWQKzZva17V7WKMAKJvwX9UxnTbAxXty.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...