অচেনা আমি!

in hive-120823 •  4 days ago 

IMG_20250717_003356.jpg

Hello Everyone,,,

আজ অনেক দিন বাদে পূরানো কিছু স্মৃতি মনে করতে বাধ্য হলাম। জীবনের অতীতে ফেলে আসা সময়টা সবাই মিস করে সেটা হোক আনন্দের মুহুর্ত অথবা কষ্টের।

পেছনের ফেলে আসা খারাপ সময়গুলো থেকে মানুষ শিক্ষা নিতে চায় এবং সুখের মুহুর্তগুলো আঁকড়ে ধরতে চায়। আজ বাড়ির পাশে বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। তখন সে আমাকে আমাদের কয়েকটা পুরানো ছবি দেখালো।

প্রথমে দেখে তো নিজেকে চিনতেই পারছিলাম না৷ দেখে মনে হচ্ছিলো এটা কি সত্যি আমি নাকি অন্য কেউ! হয়ত আমার যমজ কোনো ভাই কিন্তু এটা আমি হতে পারি না!

ছবিগুলো দেখে আমার নিজের কাছেও হাসি পাচ্ছিলো,। আপনাদের হাসি পাচ্ছে কি আমার ছবিগুলো দেখে সেটা অবশ্যই জানাবেন কিন্তু!

সেই সময় তো আমার মোবাইল ছিলো না, ছিলো বাটন মোবাইল যেটা দিয়ে ভালো ছবি তোলা সম্ভব নয়। আমার ফোন না থাকলেও আমার বন্ধু তখন নতুন নতুন স্মার্টফোন কিনেছিলো। তাই মাঝে মাঝে রাস্তায় যেতাম ছবি উঠতে।

তখনকার কোনো ছবি আমার কাছে নেই। আমার বন্ধুর সেই পুরানো ফোনটাও এখন নেই কিন্তু হঠাৎ করে এই ছবিগুলো কি করে সামনে আসলো এটাই ভাবছেন তো?

আসলে আমার এই বন্ধু ফোন নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করে এবং অনেক কিছুই জানে যেগুলোর অধিকাংশই হয়ত আমার জানা নেই।

কয়েকদিন আগে গুগল ড্রাইভে পুরাতন একটা মেইল লগইন করে আর তখন এসব ছবি খুজে পায়। গুগলে ড্রাইভে অনেক কিছুই সেভ হয়ে যায় আমাদের অজান্তেই, সেই ভাবে এই ছবিগুলো সেভ করা ছিলো এত দিন।

IMG_20250717_003329.jpg

এই ছবিটা ২০১৮ সালের। তখন আমার SSC পরিক্ষা সবেমাত্র শেষ হয়েছিলো। আমি অনেকবার তিলডাঙ্গা কালীপূজোর কথা আপনাদের সাথে শেয়ার করেছি। ওখানে অনেক বড়ো আয়োজন করে কালীপূজা দেওয়া হয় এবং অনেক দুর দুরান্ত থেকে লোকজন আসেন।

আমি আগে কখনও যেহেতু সেবার আমার পরিক্ষা শেষ হয়েছিলো তাই আমি ও আমার কয়েকজন বন্ধু তিলডাঙ্গা কালীপূজোয় গিয়েছিলাম।

IMG_20250717_003314.jpg

তখন বন্ধুর ফোনে ছবি উঠেছিলাম। এতদিন এই ছবিগুলোর কথা ভুলেও গিয়েছিলাম কিন্তু যখন ওর ফোনে দেখলাম আবারও যেন সব কিছু মনের মধ্যে জ্বল জ্বল করে উঠলো।

দেরি না করে ওর ফোন থেকে সাথে সাথে আমার ফোনে নিয়ে নিলাম। অতীতের স্মৃতিগুলো পুনরায় ফিরে পেলে কেউ আর হারাতে চায় না।

IMG_20250717_003341.jpg

দুই বন্ধু বিকালে ঘুরতে বেরিয়েছিলাম। বাড়ির পাশের রাস্তায়। এখনও মাঝে মাঝে ওখানে যাই। তখন উপরের ছবিটা ক্যামেরা বন্দী করেছিলাম।

আমার কাছে অতীতের আমাকেই বেশি ভালো লাগে। জানি না কেন, তবে বারবার মনে হয় যদি আবারও আগের অবস্থানে ফিরে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো।

জীবনের একটা পর্যায়ে এসে সব কিছু মূল্যহীন মনে হয়। জীবনের কঠিন পরিস্থিতি আমাদের বাস্তবতার মুখোমুখি করে আর তখন সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি থাকে না তবে মনে থাকে অতীত সময়ের আক্ষেপ, যখন হয়ত জীবনে আরও বেশি সৌন্দর্য ছিলো।

বর্তমানে দাঁড়িয়ে নিজের অতীতের ছবি দেখেই শুধুমাত্র অচেনা মনে হয় না বরং নিজের মানসিক পরিস্থিতির দিক বিবেচনা করলেও নিজেকে অনেক বেশি অপরিচিত মনে হয়।

একটা সময় সবাই খুব আনমনা থাকে, তখন হয়ত কোনো কিছুতে মন বসে না, বন্ধুদের সাথে ঘুরতে ভালো লাগে, ছোটাছুটি করতে ভালো লাগে এত এত ভালো লাগাগুলো পরিস্থিতি উপলব্ধি করার সাথে সাথে হ্রাস পেতে থাকে।

নিজেকে নিজে হয়ত সবার কাছেই অপরিচিত মনে হয় মাঝে মধ্যে!

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

💦💥2️⃣0️⃣2️⃣5️⃣ This is a manual curation from the @tipu Curation Project

@tipu curate

Congratulations!! Your post has been upvoted through steemcurator09. We encourage you to publish creative and quality content

1000212743.jpg

Curated by: @ruthjoe

Loading...

আমার কাছে তো আপনার পুরনো ছবিগুলো অনেক ভালো লেগেছে এবং দেখতে মাশাল্লাহ আপনি অনেক সুন্দর ছিলেন এবং এখনো আছেন আমারও অনেক পুরাতন ছবি আছে নিজের কাছে যেগুলো দেখে মাঝে মাঝে মনে হয় এটা কি আমি ছিলাম এটা স্বাভাবিক আসলে সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে আমরা যেমন পরিবর্তন হচ্ছি ঠিক সময়েও তেমন পরিবর্তন হয়ে যাচ্ছে।