Hello Everyone,,,
আশা করি, সকলে অনেক ভালো আছেন।
সৃষ্টিকর্তা চেয়েছেন বলেই আমরা পৃথিবীতে এসেছি আর উনি চাইছেন বলেই আমরা নতুন দিনের শুরু করতে পারি।
ঈশ্বরের কৃপায় নতুন একটা সকালে সৌন্দর্য উপভোগ করতে পেরেছি।
আজকের সকালটা একটু অন্য রকম ছিলো। কয়েকদিন যাবত এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে, সব সময় আকাশ মেঘলা থাকছে, মনে হচ্ছে যেন আকাশের মন খারাপ করেছে।
আকাশ আর আমাদের মনে ভীতর অনেক মিল। আমাদের মনও যেমন ক্ষণে ক্ষণে পরিবর্তন হয় তেমনই প্রকৃতি তার সৌন্দর্য বদলায়। কখনও মেঘলা আবার কখনও নীল আকাশ!
আমার কিন্তু নীল আকাশ পছন্দ, কারন মন খারাপ করে গোমড়া মুখে বসে থাকতে আমার কখনও পছন্দ করি না! হাজারো মন খারাপের মাঝেও মায়ের সামনে হাসি মুখে থাকার অভ্যাস আমার ছোটবেলার।
নীল আকাশ দেখে ঘর থেকে মোবাইল এনে ঝটপট কয়েকটা ফটোগ্রাফি করে নিলাম কারন কতক্ষণ আকাশ নীল থাকবে তার ঠিক নেই! হুট করেই মেঘে ঢেকে যাচ্ছে পরোটা আকাশ!
বিগতদিন কি হয়েছে জানেন?
সকালে রোদ বের হলে মা ধান শুকাতে দিয়েছে। আসলে ধান ভাঙ্গিয়ে চাল বের করার আগে ধানকে শুকাতে দিতে হয়।
মা ধান শুকাতে দেওয়ার কিছুক্ষণ বাদেই আকাশে ভীষণ মেঘ করেছে তখন তাড়াতাড়ি বাবা মা আর আমি মিলে ধানগুলো বস্তায় ভরে ঘরে উঠিয়েছি এবং সাথে সাথেই বৃষ্টি শুরু হয়েছে। ভাগ্যিস ধানগুলোকে বৃষ্টিতে ভিজে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পেরেছি!
আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি,
বলুন তো ফটোগ্রাফিতে ফুলের যে রং টা দেখছেন এটা কি ফুলের প্রকৃত রং??
সকলেই হয়ত বলবেন - হ্যা!
তবে আমি বলবো, এটা ফুলের আসল রং নয়!
এটা হলো গন্ধরাজ ফুল গাছ। আমি কিনে এনেছিলাম অনেক দিন আগে। ফুল সাদা ফুল ফোটে প্রতি দিন। তবে আজ খানিকটা অবাক হলাম এমন রং এর ফুল দেখে। এমন রং হওয়ার কারন হলো -
বিগত দিন যখন এই ফুল দুটো ফুটেছিলো তখন সাদা ছিলো। তবে সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে ফুল দুটো শুকিয়ে এসেছে আর তখন এই রং ধারন করেছে।
আমার কাছে সাদা রং এর থেকে এই রং টাই বেশি ভালো লাগছে। বয়সের সাথে সাথে আমাদের চিন্তা ভাবনা, মানসিকতা, বোঝা পোড়া ফুলের মতোই পরিবর্তন হয়! বলতে পারেন আরও সুন্দর হয়!
নীল আকাশ আর রৌদ্রজ্বল দিয়ে সকালটা শুরু হলেও শেষ বেলায় আকাশ মেঘে ছেয়ে এসেছিলো। বুঝতে পারছিলাম খানিক বাদেই হয়ত বৃষ্টি নামবে। যাই হোক, রোদ - বৃষ্টি উভয় নিয়েই সুন্দর একটা দিন পার করলাম যেমনটা সুখ আর দুঃখ পরতে পরতে সাজানো থাকে আমাদের জীবনে।
আপনার এলোমেলো কিছু ফটোগ্রাফি দেখে সত্যি অনেক ভালো লাগছে সেখানে আপনি আকাশের ফটোগ্রাফি এবং ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন তার পাশাপাশি অনেক সুন্দর লেখাও উপহার দিয়েছেন
এবং এটা জানতে পেরে ভালো লাগলো যে মন খারাপ থাকলেও আপনি আপনার মায়ের সামনে সব সময় হাসি খুশি ভাবে থাকার চেষ্টা করেন এবং এটা আপনার ছোটবেলা থেকে অভ্যাস আমাদের অনেকের এই অভ্যাসটা নাই।
এবং এ কথা সত্য আকাশ রং বদলাতে সময় নেয় না এবং আমরাও মন খারাপ করতে সময় নিয়ে থাকি না বাস্তব কথা আকাশের সাথে আমাদের মনের সত্যি অনেক মিল আছে যাই হোক আপনার এই ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you Very much for your support. 🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit