Hello Everyone,,,
আশা করি, আপনারা সকলে অনেক ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। যখন আজকের পোস্ট লিখতে বসেছি তার খানিকক্ষণ আগে থেকে কেন জানি মাথা ব্যথা করছে। মাথা ব্যথা করলে কোনো কিছুই জানি ভালো লাগে না। যাই হোক, সময় নষ্ট না করে আজকে পোস্ট শুরু করবো।
কমিউনিটিতে চলমান কনটেস্ট |
---|
কমিউনিটি একাউন্ট থেকে আপনাদের সকলের জন্য আবারও নতুন একটা কনটেস্টে আয়োজন করা হয়েছে। ভারসাম্য বজায় রেখে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা অনেক বড় একটা চ্যালেন্জ। তবে বিচার করার সময় ভারসাম্য বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি আশা করবো, আপনারা কনটেস্টে বিষয়বস্তু সম্পর্কে উপলব্ধি করে নিজের মতামত তুলে ধরবেন। আমি কনটেস্ট পোস্টের লিংক শেয়ার করেছি।
ডিটেক্ট জিপিটি পোস্ট |
---|
স্টিমিট প্লাটফর্মে যেকল কাজ করা থেকে আমাদের সব সময় বিরত থাকা প্রয়োজন তার মধ্যে অন্যতম হলো জিপিটি পোস্ট শেয়ার করা। আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে, পোস্ট ভেরিফিকেশনের সময় অনেক কিছু যাচাই করতে হয়। বিগত সপ্তাহে আমি একজন ইউজারের পোস্টে জিপিটি ডিটেক্ট করতে পেরেছি। আমি কমেন্টের মাধ্যমে তাকে পুনরায় এমন কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেই। পরবর্তীতে তিনি নিজের ভুল বুঝতে পারেন এবং এমন কাজ করবেন না বলে প্রতিশ্রুতি দেয়।
বিগত সপ্তাহে আমার পোস্ট ভেরিফিকেশন |
---|
এবার আমি আপনাদের সাথে শেয়ার করবো যে, বিগত সপ্তাহে আমি কতগুলো পোস্ট ভেরিফিকেশন করেছি তার সংখ্যা। অনেকেই তাদের কাজের মধ্যে অনৈতিকতার পথ অবলম্বন করেন। হয়ত তারা একটু কষ্ট কমানোর জন্য এই সহজ ও অনৈতিক পথ অবলম্বন করেন। পোস্ট ভেরিফিকেশনের সময়ই মূলত অনেক ত্রুটি ধরা পড়ে। বিগত সপ্তাহে আমি নিম্নোক্ত সংখ্যক পোস্টগুলো ভেরিফাই করেছি।
Date | Post Count |
---|---|
16-07-2025 | 7 |
17-07-2025 | 6 |
18-07-2025 | 7 |
19-07-2025 | 6 |
20-07-2025 | 9 |
21-07-2025 | 10 |
22-07-2025 | 8 |
কমিউনিটির সদস্য হিসাবে আমার দায়িত্ব |
---|
কমিউনিটির সদস্য হিসাবে আমাদের সকলের দায়িত্ব নিয়মিত পোস্ট শেয়ার করা এবং এনগেজমেন্ট বৃদ্ধি করা। তবে সত্যি বলতে, এখন অধিকাংশই নিয়মিত পোস্ট শেয়ার করছেন না। আমি নিজেও ধারাবাহিক হতে পারছি না। আর এনগেজমেন্টের ব্যাপারে গুরুত্ব এখন কারোর মধ্যেই নেই বললে চলে। বিগত সপ্তাহে আমি নিম্নোক্ত পোস্টগুলো শেয়ার করেছি।
উপসংহার :- আশা করি, আপনারা সকলে আমার রিপোর্টটি পড়েছেন এবং আমার সামান্য দায়িত্বগুলো সম্পর্কে অবগত হয়েছেন। সকলের জন্য অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।
@tipu curate
;) Holisss...
--
This is a manual curation from the @tipU Curation Project.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted 👌 (Mana: 8/9) Get profit votes with @tipU :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit